আরামদায়ক—এটাই হতে পারে আপনার ফ্যাশন স্টাইল। আবার খুব সাধারণ পোশাকেও তৈরি করা যায় নিজের আলাদা লুক। পোশাকের রঙে সাদামাটা ভাব, হালকা মেকআপ, আবার কখনো জিনস টি–শার্ট বা একেবারেই অনানুষ্ঠানিক পোশাকে আনুষ্ঠানিক সাজ। যেমনই সাজুন না কেন, ফ্যাশনে ধরে রাখুন সহজাত ভাব। সে ক্ষেত্রে অনুপ্রেরণা হতে পারেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কীভাবে খুব সাধারণ কিছুতেও হয়ে উঠতে পারেন স্টাইলিশ। দেখে নিন আনুশকা শর্মার এমন কিছু ছবি।
আনুশকা শর্মার ইন্সটাগ্রাম পাতা থেকে
হালকা গোলাপি সালোয়ার–কামিজের সঙ্গে এমন স্নিগ্ধ সাজে সাজতে পারেন। চেহারায় রাখুন গোলাপি আভা আর কপালে ছোট টিপ। গাঢ় বা হালকা যেকোনো রঙের লিপস্টিকই ভালো লাগবে। হালকা সাজের সঙ্গে কানে পরতে পারেন ভারী দুল।
আনুশকা শর্মার ইন্সটাগ্রাম পাতা থেকে
এটি হতে পারে আপনার শীতের ফ্যাশন। টপ আর প্যান্টের ওপরে জড়িয়ে নিন ওভারকোট। ছোট চুলের সঙ্গে এমন পোশাক মানাবে বেশ।
আনুশকা শর্মার ইন্সটাগ্রাম পাতা থেকে
ভারী কাজ করা শাড়ির সঙ্গে বেঁধে ফেলতে পারেন চুল। হালকা মেকআপের সঙ্গী হতে পারে পাথরের ভারী গয়না। শাড়ির রং থাকুক হালকা।
আনুশকা শর্মার ইন্সটাগ্রাম পাতা থেকে
সাদা কাপড়ের সঙ্গে ছোট চুলের এই স্টাইল অনুসরণ করতে পারেন। প্রাকৃতিক রঙের মেকআপে ফুটে উঠবে ভিন্ন লুক।
আনুশকা শর্মার ইন্সটাগ্রাম পাতা থেকে
চুলের এই বাঁধন দিয়েও পুরো সাজে আনতে পারেন পরিবর্তন। হালকা বা গাঢ়—যেকোনো ধরনের পোশাকের সঙ্গেই মানাবে। আর খুব বেশি গয়না না পরে গায়ে রাখুন হালকা কিছু।
আনুশকা শর্মার ইন্সটাগ্রাম পাতা থেকে
শীতের এমন কাপড়েও ধরে রাখতে পারেন আপনার নিজস্ব স্টাইল। চুল রাখতে পারেন খোলা আর মুখে রাখতে পারেন প্রাণখোলা হাসি।