What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আমেরিকার সাথে যুদ্ধ করার সক্ষমতা কি কোনও দেশের রয়েছে? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,354
নাই বল্লেই চলে। তবে আগামী কিছু বছরের মধ্যে পৃথিবীতে ক্ষমতার একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। তখন আর কোন বৈষম্য থাকবেনা।

আমেরিকা

রাশিয়া

চায়না

ভারত

ইরান

তুর্কী

প্রায় কাছা কাছি চলে আসতে পারে তবে

১ম সারিতে আমেরিকা,রাশিয়া, চায়না, কাছা কাছি চলে আসবে।

ভারত, তুর্কী, ইরান ২য় সারিতে থাকবে। তবে ভারত ১ও ২ এর মাঝা মাঝি থাকবে।
 
মামা, ভারতের দুই প্রতিবেশী চীন ও পাকিস্তান হওয়ার সউজন্নে ভারতের সামরিক শক্তি রাখতে হয় আত্মরক্ষার খাতিরে।
আর যদি সত্যি শক্তির লরাইয়ে নামতে হয় তাহলে ভারত সামরিক শক্তিতে যে কোন সময় পৃথিবী সেরা হতেই পারে।

ভারত পোখরানে প্রথম নিউক্লিয়ার বম্ব টেস্ট করার পর আমেরিকা রাসিয়া এর মত পারমানবিক অস্ত্রের বিশাল সম্ভার
তৈরি করেনি, সুধু আত্মরক্ষার খাতিরে কিছু রেখে এখন পারমানবিক শক্তি কেবল মাত্র বিদ্যুৎ শক্তি তৈরিতে চেষ্টা ও
গবেষণা করে যাচ্ছে। আমাদের কাছে যেমন অগ্নি-৫ এর মত Inter Continental Ballistic Missile আছে তেমনি আমরা
মহাকাশ গবেষণায় সস্তায় স্যাটেলাইট লঞ্চ করতে আমাদের আছে PSLV ও GSLV এর মত রকেট। ভারতের লক্ষ কখনই
খমতা জাহির করা নয়। তাই নিজেকে সুরক্ষিত রাখতে জোতটুকু প্রয়োজন ভারত ততটুকুই সামরিক শক্তি রাখবে।

জানলে অবাক হবেন UN Peace Keeping Force এর মদ্ধে সবচে বেশি সেচ্ছা সেবক সৈন্য ভারতিও।
মাউন্টেন ওয়ার ফেয়ার এ ভারত সবচে সেরা, ভারত সারাবছর পৃথিবীর সরবচ্চ যুদ্ধ ক্ষেত্র সিয়াচেন এ সইনিক রাখে।
পৃথিবীর অন্যান্য সকল দেসের থেকে GDP এর সবচে কম শতাংশ খরচ সামরিক খাতে করে।
 
are you forgetting about Jews?
USA a just a Dog of Jews.
So, if someone can punish his dog, its his master.
yes. there is just one country can beat USA.
Israel.
 
নির্দিষ্ট একটা সম্প্রদায়ের কারনে সারা বিশ্বে এতো ঝামেলা
 
সক্ষমতা আছে, কিন্তু কেউ যুদ্ধে যাবে না। কেননা মোড়লে-মোড়লে নিজেরা সাধারণত যুদ্ধ না করে অন্য দেশ কে দিয়ে তারা যুদ্ধ করায়, এবং নিজেদের সক্ষমতা দেখায়।
 

Users who are viewing this thread

Back
Top