নির্জনমেলার পুণঃযাত্রার সহযাত্রী হিসেবে সবার আগে পাঠকদের উদ্দেশ্যে দুটি কথাঃ যারা আমার পুরাতন পাঠক এবং শুভানুধ্যায়ী তাদের উদ্দেশ্যেঃ নির্জনমেলার নতুনভাবে পদযাত্রার প্রাক্কালে সবাইকে জানাই অভিনন্দন। এতো তাড়াতাড়ি নির্জনমেলা আবার তার যাত্রা নতুন করে শুরু করতে পেরেছ, এটা অভাবনীয়। এর পেছনের কারীগরদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ।
নবযাত্রার সহযাত্রী হিসেবে একটা কথাই বলতে চাই, অতীতে আমি তোমাদের সাথে যেভাবে ছিলাম, সেভাবেই আছি, থাকবো। আমার ১৯২টা গল্প এবং আরো প্রায় দুই শতাধিক অন্যান্য পোস্ট হারিয়ে গেলেও আমার মনোবল হারায়নি। দূর্ঘটনার উপরে তো কারো হাত নেই। শত্রুর মুখে ছাই দিয়ে তাই আবার নতুন করে শুরু করার প্রত্যয়ে পা ফেললাম। পুরনো গল্পগুলি এখনই দিচ্ছি না। একদম আনকোড়া নতুন গল্প দিয়ে শুরু হচ্ছে আমার অগ্রযাত্রা। তবে পুরনো ১৯২টা গল্পই আমি আবার পোস্ট দিবো। সময় লাগবে, জানা কথা। দৈনন্দিন কাজের মাঝ থেকে সময় বাঁচিয়ে এই কাজটা করতে হয়। তাই ধৈর্য্য ধরতে হবে। আর নতুন যারা আমার গল্প পড়ছো, তাদের কাছে তো সবই নতুন, পুরাতনগুলিও। তাই সমস্যা হবে না। সবাইকে আবারো ধন্যবাদ।।
মুখবন্ধঃ চেষ্টা করেছি বানান ভুল যতটা সম্ভব পরিহার করতে। তারপরেও থেকে যায়। যাকে বলে ‘টাইপিং মিস্টেক’। নিজ গুণে শুদ্ধ করে পড়ে নিবেন। ব্যবহৃত ছবিগুলি এই গল্পের কাহিনীর সাথে সম্পৃক্ত কোন প্রকৃত ব্যক্তিদের নয়, শুধুই পাঠকের আনন্দ বৃদ্ধির জন্যে দেয়া হলো। তবে কোন কোন ক্ষেত্রে কাহিনীর সাথে সামঞ্জস্য থাকলেও থাকতে পারে। আমার নিজের বানানো কিছু ছবি বাদে প্রায় সব ছবিই ইন্টারনেট থেকে কালেকশন করা। তাই কখনো সখনো অন্য কারো আপলোড করা ছবি আমার গল্পের সাথে মানানসই মনে হলে কপি-পেস্ট করেছি, এটা স্বীকার করতে আমার কোন কুন্ঠা নেই। যদি করে থাকি, ঐসকল ছবির প্রথম আপলোডকারীর জন্যে আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো। আশা করি আমার সাথে সময়টা ভাল কাটবে।
নবযাত্রার সহযাত্রী হিসেবে একটা কথাই বলতে চাই, অতীতে আমি তোমাদের সাথে যেভাবে ছিলাম, সেভাবেই আছি, থাকবো। আমার ১৯২টা গল্প এবং আরো প্রায় দুই শতাধিক অন্যান্য পোস্ট হারিয়ে গেলেও আমার মনোবল হারায়নি। দূর্ঘটনার উপরে তো কারো হাত নেই। শত্রুর মুখে ছাই দিয়ে তাই আবার নতুন করে শুরু করার প্রত্যয়ে পা ফেললাম। পুরনো গল্পগুলি এখনই দিচ্ছি না। একদম আনকোড়া নতুন গল্প দিয়ে শুরু হচ্ছে আমার অগ্রযাত্রা। তবে পুরনো ১৯২টা গল্পই আমি আবার পোস্ট দিবো। সময় লাগবে, জানা কথা। দৈনন্দিন কাজের মাঝ থেকে সময় বাঁচিয়ে এই কাজটা করতে হয়। তাই ধৈর্য্য ধরতে হবে। আর নতুন যারা আমার গল্প পড়ছো, তাদের কাছে তো সবই নতুন, পুরাতনগুলিও। তাই সমস্যা হবে না। সবাইকে আবারো ধন্যবাদ।।
মুখবন্ধঃ চেষ্টা করেছি বানান ভুল যতটা সম্ভব পরিহার করতে। তারপরেও থেকে যায়। যাকে বলে ‘টাইপিং মিস্টেক’। নিজ গুণে শুদ্ধ করে পড়ে নিবেন। ব্যবহৃত ছবিগুলি এই গল্পের কাহিনীর সাথে সম্পৃক্ত কোন প্রকৃত ব্যক্তিদের নয়, শুধুই পাঠকের আনন্দ বৃদ্ধির জন্যে দেয়া হলো। তবে কোন কোন ক্ষেত্রে কাহিনীর সাথে সামঞ্জস্য থাকলেও থাকতে পারে। আমার নিজের বানানো কিছু ছবি বাদে প্রায় সব ছবিই ইন্টারনেট থেকে কালেকশন করা। তাই কখনো সখনো অন্য কারো আপলোড করা ছবি আমার গল্পের সাথে মানানসই মনে হলে কপি-পেস্ট করেছি, এটা স্বীকার করতে আমার কোন কুন্ঠা নেই। যদি করে থাকি, ঐসকল ছবির প্রথম আপলোডকারীর জন্যে আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো। আশা করি আমার সাথে সময়টা ভাল কাটবে।