What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অদ্ভুত ১০ পেশা, বছরে বেতন এক থেকে দেড় কোটি! (1 Viewer)

odbut himu

Member
Joined
Dec 31, 2022
Threads
12
Messages
120
Credits
1,764
বিশ্বে চাকরিপ্রত্যাশীর সংখ্যা নেহাত কম নয়। এই চাকরিপ্রত্যাশীদের প্রত্যেকেরই চাহিদা থাকে একটু ভালো বেতনের। অনেকে তাদের চাহিদা অনুযায়ী চাকরি পেয়ে যান। অনেকে আবার এসব চাকরির চিন্তা বাদ দিয়ে ব্যবসায় লেগে পড়েন। তবে বেশির ভাগের কপালেই চাহিদা অনুযায়ী চাকরি জোটে না। অনেকে পরিশ্রমের মাত্রা অনুযায়ী পান না সঠিক মজুরিও। কেউ কেউ আবার পেয়ে যান প্রত্যাশার চেয়েও অনেক বেশি!

তবে যুক্তরাষ্ট্রে কিছু অদ্ভুত চাকরি রয়েছে, যেগুলোর বেতন বছরে এক লাখ ৯০ হাজার ডলার বা এক কোটি ৮০ লাখ টাকারও বেশি! এখন চাকরিপ্রত্যাশীরা জেনে নিতে পারেন এসব চাকরি ও এর দায়িত্ব সম্পর্কে। দেশটির ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস রিপোর্ট ও শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে অদ্ভুত এই চাকরিগুলোর বেতন চমকে যাওয়ার মতো!
 
ট্রাকচালক

যদিও ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস রিপোর্ট করেছে যে ২০২১ সালে যেখানে ভারী এবং ট্র্যাক্টর-ট্রেলার ট্রাক চালকদের জন্য গড় বেতন ছিল বছরে প্রায় ৪৬ লাখ টাকা সেখানে ট্রাক ড্রাইভিংয়ের এমন কিছু চাকরি আছে যেগুলো বছরে এক কোটি ১৮ লাখ বা তার বেশি বেতন দেয়।

ওয়ালমার্ট সম্প্রতি ঘোষণা করেছে, এটি তার ট্রাক চালকদের জন্য বছরে এক কোটি টাকা পর্যন্ত প্রারম্ভিক বেতন বাড়াচ্ছে। কারণ সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ট্রাক ড্রাইভারদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে কম্পানিটির সবচেয়ে বড় অভ্যন্তরীণ ট্রাকিং বহর রয়েছে।
 
নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর অপারেটর

২০২১ সালের মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে পারমাণবিক শক্তি চুল্লি অপারেটররা বছরে এক কোটি ২৬ লাখ টাকা উপার্জন করতে পারেন। কাজের মধ্যে রয়েছে পারমাণবিক চুল্লি পরিচালনা বা নিয়ন্ত্রণ করা, ডাটা রেকর্ড এবং জরুরি অবস্থা পরিচালনা করা। ২০২১ সালে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি অপারেটরদের জন্য গড় বার্ষিক মজুরি ছিল এক কোটি টাকা।




মেকআপ শিল্পী, নাট্য এবং অভিনয়

২০২১ সালে থিয়েটার মেকআপ শিল্পীদের জন্য গড় বার্ষিক মজুরি ছিল এক কোটি ২৮ লাখ টাকা। থিয়েটার এবং পারফরম্যান্সে মেকআপ শিল্পীরা ব্রডকাস্ট রেডিও এবং টেলিভিশন, মোশন পিকচার এবং ভিডিওতে কাজ করতে পারেন।
 
বিশেষ এজেন্ট

২০২১-এর গ্লাসডোর ডাটা দেখিয়েছে, বিশেষ এজেন্টদের জন্য গড় বেতন এক কোটি ১৮ লাখ টাকা।
বিশেষ এজেন্টরা এফবিআইসহ আইন প্রয়োগকারী সংস্থার জন্য কাজ করেন এবং অপরাধ তদন্তের জন্য প্রমাণ সংগ্রহ করেন।
আইন প্রয়োগকারী বা সামরিক বাহিনীতে অভিজ্ঞতাসহ ফৌজদারি বিচারে স্নাতক ডিগ্রি, সাধারণত বিশেষ এজেন্টদের জন্য প্রয়োজন হয়।
 
পেট্রোলিয়াম প্রকৌশলী

২০২১-এর জন্য মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো ডাটা পেয়েছে, সে অনুসারে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের গড় বার্ষিক বেতন এক কোটি ২৪ লাখ টাকা। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা তেল এবং গ্যাসের মজুদ অনুমান করার কাজ করেন। সেই সঙ্গে কিভাবে সেই উপকরণগুলো বের করা যায় তাও থাকে তাদের কাজের আওতায়। বেশির ভাগ চাকরির জন্য পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।
 
স্যাচুরেশন ডুবুরি

ডাইভারস ইনস্টিটিউট অব টেকনোলজি অনুসারে, স্যাচুরেশন ডাইভাররা বছরে এক কোটি ৭০ লাখের বেশি আয় করতে পারেন। প্রতি মাসে স্যাচুরেশন ডাইভাররা ২৯ লাখ থেকে ৪৩ লাখের মধ্যে আয় করতে পারেন।

স্যাচুরেশন ডাইভাররা পানির নিচে একটি প্রেশার চেম্বারে ২৮ দিনের জন্য বাস করেন। পানির নিচের কাঠামো স্থাপন, রক্ষণাবেক্ষণ, পরিদর্শন ও পরীক্ষণ তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
 
গলফ বল ডুবুরি

স্যাম হ্যারিসন নামের একজন গলফ বল ডুবুরি অনুমান করেছিলেন, তিনি বছরে এক কোটি ৪২ লাখ পর্যন্ত উপার্জন করতে পারেন। তিনি ২০১৫ সালে সিএনএনকে বলেছিলেন, তিনি প্রতি লেক থেকে ৫০০০ গলফ বল খুঁজে পেতে পারেন।

শ্রম পরিসংখ্যান ব্যুরোর মতে, গলফ বল ডাইভাররা তাদের খুঁজে পাওয়া প্রতিটি বলের জন্য অর্থ উপার্জন করেন এবং প্রতিদিন প্রায় ২০০ ডলার উপার্জন করতে পারেন। কিন্তু গলফ বল ডাইভিং বেশির ভাগ ক্ষেত্রেই একটি খণ্ডকালীন কাজ, তাই এত আয় সব সময় করার আশা করবেন না।
 
পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী

শ্রম পরিসংখ্যান ব্যুরো অনুসারে, পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানীদের জন্য ২০২১ সালে গড় বেতন ছিল বছরে এক কোটি ৪০ লাখেরও বেশি। জ্যোতির্বিজ্ঞানীদের জন্য ২০২১ সালে গড় বার্ষিক মজুরি ছিল এক কোটি ২১ লাখ টাকা এবং পদার্থবিদদের জন্য গড় বার্ষিক মজুরি ছিল এক কোটি ৪৪ লাখ টাকা।

উভয় চাকরির জন্য উচ্চতর গবেষণা বা পিএইচডি ডিগ্রি প্রয়োজন হয়। এন্ট্রি লেভেলের পদার্থবিদ যারা সরকারের হয়ে কাজ করেন তাদের সাধারণত পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে।
 
এথিক্যাল হ্যাকার

সনদধারী একজন এথিক্যাল হ্যাকার বছরে গড়ে এক কোটি ৭৩ লাখ টাকাও উপার্জন করতে পারেন। এথিক্যাল হ্যাকাররা নামে হ্যাকার হলেও তারা নীতি-নৈতিকতা ও আইন মান্য করে দায়িত্ব পালন করেন। এথিক্যাল হ্যাকারদের নিয়োগ করা হয় সরকারি সংস্থা, প্রযুক্তি কম্পানি এবং সাইবার সিকিউরিটি কম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে কম্পিউটার এবং তথ্য সিস্টেম হ্যাক করার জন্য ও দুর্বলতা খুঁজে বের করার জন্য। তাদের এই কাজ নিরাপত্তার উন্নতিতে সাহায্য করে।
 
এয়ারলাইন পাইলট

শ্রম পরিসংখ্যান ব্যুরো অনুসারে, ২০২১ সালে এয়ারলাইন পাইলটদের জন্য গড় বেতন ছিল এক কোটি ২৭ লাখ টাকা। বাণিজ্যিক পাইলটদের শুধু ফ্লাইট প্রশিক্ষণের প্রয়োজন হলেও, এয়ারলাইন পাইলটদের বাণিজ্যিক পাইলট বা সামরিক পাইলট হিসেবে অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি প্রয়োজন। বাণিজ্যিক এবং এয়ারলাইন পাইলট উভয়কেই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয়।
 

Users who are viewing this thread

Back
Top