What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other অবশেষে ছাড়া পাচ্ছে ‘নবাব এলএলবি (1 Viewer)

Gq9TWWu.jpg


‘নবাব এলএলবি’ ছবির ‘বিলিভ মি—আমি তোর হতে চাই’ গানের শুটিংয়ে শাকিব খান ও মাহিয়া মাহি, ছবি – সংগৃহীত

দ্বিতীয়বারে কোনো আপত্তি ছাড়াই সেন্সর পার হলো নবাব এলএলবি। গত মঙ্গলবার বিনা কর্তনে ছবিটি পাশ করে দেন সেন্সর বোর্ডের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, 'আইনসচিব গোলাম সারওয়ারসহ আমরা সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি পুনরায় দেখেছি। যেসব সংশোধনী চাওয়া হয়েছিল, সবই ঠিকঠাক করা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। দেখার পর বোর্ড পাশ করে দিয়েছে।'

mVEyGMv.jpg


নবাব এলএলবি ছবিটি সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য সেন্সরে জমা দিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন

তিনি জানান, এখনো ছবির পরিচালক ও প্রযোজককে আনুষ্ঠানিকভাবে সেন্সরের ফল জানানো হয়নি। সেন্সর সনদপত্র কবে দেওয়া হবে? জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আজ (বুধবার) লেখালেখির কাজ শেষ করে রেজলুশন তৈরি করা হবে। রেজলুশনে স্বাক্ষর হলেই সেন্সর সনদ প্রদান করা হবে।

csyJzst.jpg


‘নবাব এলএলবি’ ছবির কয়েকটি দৃশ্য, ছবি : সংগৃহীত

সেন্সরের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না ছবির পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, 'সেন্সর বোর্ড থেকে মঙ্গলবার সন্ধ্যায় আমাকে ফোন করা হয়েছিল। দেখা করতে বলেছে। এতটুকুই। তবে বাইরে বাইরে শুনেছি, ছবিটি সেন্সরে পাশ হয়েছে। খবরটি আমার জন্য আশাব্যঞ্জক। এখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারব। আমি খুশি। এটি নিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছে।

tbX6S0r.jpg


‘নবাব এলএলবি’ ছবির দৃশ্যে শাকিব খান, ছবি: ফেসবুক

'ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে? পরিচালক বলেন, 'এখন করোনার মধ্যে মফস্বলের অনেক সিনেমা হলই বন্ধ আছে। সারা দেশে সব হল খুলে গেলেই মুক্তি দেব।' নবাব এলএলবিতে অভিনয় করেছেন শাকিব খান, শহীদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, শাহেদ আলী, শাহীন মৃধা প্রমুখ।

vTrxTZS.jpg


‘নবাব এলএলবি’ সিনেমার গানের দৃশ্যে শাকিব খান ও হৃদি শেখ। সংগৃহীত।

63KyQvE.jpg


গত বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়ার পর সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। বর্তমানে তাঁরা জামিনে আছেন। এরপর সিনেমা হলে মুক্তির লক্ষ্যে গত জানুয়ারি মাসের শেষ দিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ছবিটি। ১১টি জায়গায় আপত্তি জানিয়ে ছবিটি ফেরত পাঠায় সেন্সর বোর্ড।

UWkXVos.jpg
 

Users who are viewing this thread

Back
Top