চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছিলেন। তাঁর পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’তেও এবার নায়িকা হচ্ছেন পরীমনি। এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়ে গেছেন। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষে দিকে শুরু হবে শুটিং।
চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছিলেন পরীমনি
ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ দিয়ে প্রথম ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন পরীমনি। এবার ওয়েব ফিল্মে। ‘অন্তরালে’তে পরীমনির চরিত্রটির নাম অর্পিতা। বলেন, ‘চরিত্রটি ভিন্ন। বাণিজ্যিক ছবির নায়িকার মতো না। তাই চরিত্রটি ও লুকের জন্য বাড়তি প্রস্তুতি নিতে হবে। কারণ, আমার কাছে অর্পিতা একটি অচেনা চরিত্র। ঠিকঠাক চরিত্র ধারণ করতেও একটা ভালো চরিত্র লাগে। তেমনই একটি চরিত্র অর্পিতা।’
অবসরে প্রচুর দেশীয় ওয়েব সিরিজ দেখেন পরীমনি
অবসরে প্রচুর দেশীয় ওয়েব সিরিজ দেখেন পরীমনি। ‘মানি হানি’, ‘ঢাকা মেট্রো’, ‘বিলাপ’, ‘বরফ কলের গল্প’, ‘তাকদির’সহ অনেক সিরিজ দেখে ফেলেছেন তিনি। পরীমনি বলেন, ‘দেখলাম, কারিগরি দিকগুলো বেশি ফোকাস করা হয়েছে। ফলে, কাজগুলো আন্তর্জাতিক মানের আমেজ দিয়েছে। এসব কাজ আমাকে ওয়েবে কাজ করার সাহস জুগিয়েছে।’
পরীমনি
সেই সাহস থেকেই কি ওয়েব করতে আগ্রহী হয়েছেন—জানতে চাইলে পরীমনি বলেন, ‘ব্যাপারটা তেমন নয়। ভালো কাজের সঙ্গে থাকতে চাই। হয়তো বছরের দু–একটি নাচ–গানের বাণিজ্যিক ছবিতে কাজ করা যেতে পারে। কিন্তু আল্টিমেটলি সামনের দিনগুলোয় ওয়েবেই থাকতে হবে। আন্তর্জাতিকভাবে কাজ করতে হবে।’
চয়নিকা চৌধুরীর সঙ্গে পরীমনি
পরীমনিকে নেওয়া প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘পরীমনিকে নিয়ে আমার প্রথম সিনেমা নির্মাণ। এরপর থেকেই তাঁর প্রতি আমার অনেক আত্মবিশ্বাস বেড়েছে। সেই বিশ্বাস থেকেই তাঁকে নিয়ে আমার প্রথম ওয়েব ফিল্ম। তা ছাড়া অর্পিতা চরিত্রটির মধ্যে আমি পরীমনিকেই খুঁজে পাই।’
পরীমনি
‘অন্তরালে’র চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। পরিচালক জানান, অন্যান্য চরিত্রের শিল্পী নির্বাচন চলছে। চলতি মাসের শেষে এর শুটিং শুরু হতে পারে।