What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected ঝিরিঝিরি_বৃষ্টি (1 Viewer)

Pegasus

Member
Joined
Mar 8, 2018
Threads
103
Messages
171
Credits
28,977

ঝিরিঝিরি বৃষ্টি, সকাল থেকে টিপটিপ
পড়তেই আছে থামবার নাম নেই। এই বাদল
দিনে সবাই তার প্রিয় মানুষের কথা মনে
করে। খুব যত্ন করে রঙিন স্বপ্ন দেখে প্রিয়
মানুষটাকে নিয়ে। এটাই হয়ত বর্ষাকালে
মানব জীবনের বৈশিষ্ট।
যাইহোক, বৃষ্টির কান্না থামবেনা। এই
বৃষ্টির জন্য আজ অর্পা কলেজে যেতে
পারেনি। একটু পানি জমলেই শহরের
রাস্তা-ঘাটের যা অবস্থা হয় বলা বাহুল্য।
জরুরী কোন দরকার না পড়লে অর্পার মত
মেয়েরা এই বৃষ্টিতে বাহিরে বের হতে চায়
না। তাতে নানান ঝামেলা লেগেই থাকে।
এ কেমন বাদল শুরু হল? থেমে থেমে একঝমক
শুরু হয় আবার থেমে যায়। বৃষ্টির আজ মন
খারাপ, বাবা তাকে ভীষণ বকেছে।
তাইতো সকাল থেকেই চোখের জল গড়িয়ে
পড়ছে ভূ-পৃষ্ঠে।
অর্পা দোতলায় বারান্দার গ্রিল ধরে
বাহিরের দিকে তাকিয়ে আছে। বেশ
শীতল পরিবেশ, মাঝেমাঝে বায়ু তাড়িত
হয়ে মিশে যাওয়া পানির কণা ছুঁয়ে দিচ্ছে
তার উষ্ণ শরীরকে। সেই সাথে অনুভূতি
লাগছে তার তরুণ হৃদয়ে। অর্পা গ্রিলের
বাহিরে দু'হাত জড়ো করে পানি নিয়ে টবে
থাকা গোলাপ গাছের চারাটার গোড়ায়
দিচ্ছে। সে খুব খুশি, দু'টো ফুল এই গাছে
ফুটেছে। যেদিন থেকে ফুলগুলো ফুটেছে
সেদিনের পর থেকে দিনের শুরুটা এই ফুল
দু'টোকে দেখে শুরু করে। মনের প্রিয় সেই
মানুষটিকে দিবে বলে, তবে ফুলগুলো
দেওয়ার মত সাহস এখনো হয়ে উঠেনি তার।
সে প্রতিরাতেই বালিশের নিচে মুখ চেপে
ভাবে তার স্বপ্নের পুরুষ তার জীবনে আসবে
এবং প্রিয় ফুল দু'টো সেই মানুষটাকে দিবে।
রাত পোহাবার শুরুতেই বাস্তব তাকে ডেকে
তোলে।
মা ডাকছেন, এতবেলা হয়েছে এখনো
নাস্তা করেনি। সকালে বাবা খুব বকেছে
এজন্য। মায়ের বকুনি, 'মেয়েটা হয়েছে একটা
বদের হাড্ডি। সারাদিন কোন কাজ নেই
কিছু নেই শুধু বসে বসে টিভি দেখবে আর
ঘুরবে। খাওয়া-দাওয়াও তো করতে হয় নাকি?
বেঁচে থাকতে তো হবে। তোর কপালে
জামাই জুটবেনা বলে দিলাম। যে মেয়ে
নিজের খাবার নিজে নিয়ে খেতে
পারেনা তার আবার কিসের জামাই।
রবোটও বিয়ে করবেনা তোকে। ইচ্ছে হলে
খেতে বস না হলে নাই, আমি আর বলতে
পারবনা।'
(উফফ! অসহ্য লাগছে। মা একটু বেশি বেশিই
বলে, ক্ষুধা লাগলে তো খাবেই।) অর্পা বলল,
'মা, তুমি না একটু বেশি বেশিই বল। খাব
তো!' মা কোন কথা বললেন না, উনি উনার
কাজে মনযোগ দিলেন। মেয়েকে বেশি
আদর দিয়ে আহ্লাদে আটকানা করে
ফেলেছেন।
অর্পা বেলকনির দিকে তাকিয়ে দেখে
বৃষ্টির পরিমান বেড়েছে, তুমুল বর্ষণ হচ্ছে।
বাতাসের গতিবেগ বেড়ে চলছে। একপর্যায়ে
বাতাসের গতি রোধ হয়েছে, কিন্তু বৃষ্টির
ধারা অব্যাহত রয়ে গেল। এমন বৃষ্টিতে কে
না ভিজতে চায়। আর যদি হয় অর্পার মত
উড়ো উড়ো মন, তাহলে সোজা ছাদে।
দরজার কাছে গিয়ে অর্পা চিৎকার করে মা
কে ডেকে বলল, 'মা, আমি ছাদে গেলাম একটু
বৃষ্টিতে ভিজতে।'
মা বললেন, 'বৃষ্টিতে ভেজার দরকার নেই,
জ্বর আসবে।' মায়ের কথা শুনে কে, সে কি
এখনো ঘরে আছে। চারতলার ছাদে প্রবেশ
করেছে।
ছাদে প্রবেশ করার সাথেই অর্পা হঠাৎ
থমকে গেল, বুক ধুর ধুর করে কাঁপছে আর
বারবার লজ্জায় লজ্জিত হচ্ছে। ছাদে আগে
থেকেই বিপ্লব ভিজতেছে। অর্পার চোখে
চোখ পড়তেই সে দৃষ্টিনন্দিত হল। তারপর
আগের মত সে বৃষ্টিতে ভেজায় মগ্ন হল।
অর্পার বুকটা এখনো ধরফর করছে, কিছু একটা
বলতে চেয়েও বলল না।
(একই বাড়িতে থাকে তারা দু'জন। একজন
নিচের তলায় অন্যজন দোতলায়। তবে অর্পার
পরিবার বিপ্লবের আগে থেকেই এখানে
থাকছে। সেই প্রথম দিন থেকেই বিপ্লবকে
দেখে অর্পার বুক ধুকধুক করা শুরু হয়েছে, কেন
সেটা জানেনা। তবে ধীরে ধীরে মনোনিত
হল অর্পা তার প্রেমে পড়েছে, বিষয়টা
কেমন জানি। আজ পর্যন্ত বিপ্লবের সাথে
ভালোভাবে কথাও হয়নি।)
অর্পা ছাদের এককোণায় চলে যায়,
আরচোখে বারংবার খেয়াল করে পিছন
দিকে। ইসসস, চোখে চোখ পড়ে গেলেই কি
লজ্জা!! চুপিসারে দাঁড়িয়ে আছে সে,
তারপর দু'হাত মেলে আকাশের দিকে
তাকিয়ে রইল, আর বৃষ্টির বড় ফোটাগুলো
তার নাকে, গালে, মুখে, কপালকে ছুঁয়ে
দিচ্ছে। বৃষ্টির ফোঁটা চোখে পড়তেই মুখ
চেপে চোখটা বন্ধ করে ফেলে তারপর হাত
দিয়ে চোখে পড়া জল মুছে ফেলতেই আবার
আরেকটা ফোটা। মূহুর্তেই পানিতে ভেজা
হয়ে যায় চোখের পাতাগুলো। চুলগুলো
ভিজে চ্যাপ্টা হয়ে আছে। নূপুর পড়া খালি
পা বৃষ্টির স্বাদ পেয়েছে।
বিপ্লব অপলক দৃষ্টিতে সেগুলো খুব
ভালোভাবেই খেয়াল করছে, অর্পা দেখে
ফেলার আগেই অন্য দিকে তাকাচ্ছে।
হঠাৎ বৃষ্টি থেমে গেল, কিন্তু অর্পার
বৃষ্টিভেজা শেষ হল না। এ অনুভব মূহুর্ত
আরো কিছুক্ষণ থাকার দরকার ছিল। বিপ্লব
ধীরে ধীরে ছাদ থেকে চলে যায়, আর
অর্পার মুখখানা ধীরে ধীরে মলিন হতে
লাগল। যাওয়ার সময় শেষবার অর্পার দিকে
তাকাল, অতঃপর অর্পার এক মিষ্টি হাসি
চোখে পড়ল। যা ভালো লাগার প্রতিচ্ছবি।
অর্পা বেশিক্ষণ দেরি করলনা, খুশিমনে
ঘটে যাওয়া দৃশ্যগুলো ভাবতে ভাবতে ছাদ
থেকে চলে আসল।
ভেতরে ডুকতেই মা বললেন, 'কি সর্বনাশ রে,
এতক্ষণ ভিজতে হয়? জ্বর আসবে তো, আজ
তোর বাবা আসুক তারপর বলল।- তোমার
মেয়ে আমার কোন কথাই শুনেনা। বড্ড
বদমাইশ হয়েছে সে।'
(উফফ অসহ্য, প্রত্যেকদিন মায়ের এমন বকুনি
শুনতে শুনতে অার ভালো লাগেনা।)
শরীরে ভেজা কাপড় জড়ানো, শীঘ্রই
পোশাক পরিবর্তন করতে হবে নতুবা অসুস্থ
হয়ে পড়বে। টেবিলে খাবারের প্লেটগুলো
সাজানো আছে, বকা দিবে বলে মা কে
কিছু বলেনি সে। নিজেই খাবার নিয়ে
খেতে বসল। মা দেখেও না দেখার ভান
করে নিজের কাজে মনোনিবেশ হলেন।
অর্পার চোখে শুধু বিপ্লবের ছবি, 'ছাদে
কিভাবে তার দিকে তাকিয়েছিল, মুচকি
হাসি দিয়েছিল।' বারবার এই দৃশ্যটা স্মরণ
করার মাঝে মাঝে খাচ্ছে। এতক্ষণযাবত
বৃষ্টিতে ভিজেছে এর পুরস্কারস্বরুপ মায়ের
সামনে হাঁচি। 'যেখানে বাঘের ভয়
সেখানেই রাত হয়' মায়ের কাছ থেকে
লুকাতে গিয়ে মায়ের সামনেই হাঁচি।
মা কিছুক্ষণ অর্পার দিকে তাকিয়ে রইলেন
তারপর রেগে গিয়ে বললেন, 'খুব ভালো
হয়েছে, এখন হাঁচি তারপর জ্বর। না
করেছিলাম বৃষ্টিতে ভিজতে তবুও ভিজলি।
এখন ভালো হয়েছে তো।'
অর্পা বিরক্ত হয়ে বলল, 'উফফ মা, তুমি না।
কিছু হবেনা আমার। তুমি এসব নিয়ে চিন্তা
কর না তো! যাও এখান থেকে, ভাল্লাগেনা
এসব!!'
আনমনে হয়ে বসে আছে বিপ্লব আর ভাবছে,
'মেয়েটা সত্যিই সুন্দর! তার নান্দনিক
চেহারা, ভেজা চোখ, কাঁপানো লাল রঙের
ঠোঁটজোড়া, এলোমেলো ভেজা চুল। এর
আগেও অনেকবার সামনাসামনি দেখেছি
মেয়েটাকে, কোথায় এমন তো লাগেনি আজ
যেমন লেগেছে। নাকি বৃষ্টির ছোঁয়া পেয়ে
প্রকৃতিময় হয়েছে সে। ওই মায়াবী চোখ
দু'টো বারবার এমনভাবে তাকাচ্ছিল মনে
হচ্ছিল চোখের মধ্যে নিমিষেই গলে যাব।
একি, মেয়েটা আমাকে এত ভাবাচ্ছে কেন?
আমি কি মেয়েটার প্রেমে পড়ে গেলাম?'
দুপুর গড়িয়ে বিকাল, মেঘগুলো লুকিয়ে
পড়েছে। আকাশ বেশ পরিস্কাররুপ ধারণ
করেছে, তবে মেঘগুলো পুরোপুরি কাটেনি।
সাদা ফ্যাকাশে হয়ে আছে, মাঝেমাধ্যে
মেঘের কালো দাগ দেখা যাচ্ছে। বিপ্লব
ছাদের চেয়ারে বসে আছে। আকাশে উড়ন্ত
কিছু শঙ্খচিল দেখা যাচ্ছে, ওর নজরটা
ওদিকেই। তবে মনে অঙ্কিত হচ্ছে সকালের
সেই বৃষ্টিভেজা অর্পাকে। যদি এমনটা
হত........
"অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, ছাদে শুধু সে
আর আমি থাকব। সে দাঁড়িয়ে আছে, বৃষ্টির
পানি মাথায় পড়ে সারা গায়ে প্রবাহিত
হবে। আমি একপা-দু'পা করে এগিয়ে যাব, ও
ঠিক আমার চোখের দিকেই তাকিয়ে রইবে।
তার কাছে যেতেই সেও একপা-দু'পা পিছু
হটবে। আমিও সামনে আগাতে থাকব। অল্প
কিছুক্ষণ পরেই তার বাম হাতটা ধরে ফেলব,
সে খুব ভয়ে কম্পিত হবে আর লজ্জায়
লজ্জিত। খুব কাছে যেতেই চোখ সরিয়ে
নিবে। হঠাৎ বজ্রপাত, তুমুল শব্দে
দ্বিতীয়বারের মত চরম ভয়ে কিছু না বলেই
জড়িয়ে ধরবে, শক্ত থেকে শক্ত করে। এক
মূহুর্তের জন্য পৃথিবী উলট-পালট হয়ে যাবে।
তারপর আমিও ঝাপটিয়ে ধরব বেশ
খানিক্ষণ। ভয় কেটে গেলে ছাড়ানোর
চেষ্টা করবে, কিন্তু তখন আমি গভীর
প্রেমে আচ্ছন্ন থাকব। বেশ নাড়াচাড়া
করলে বুঝতে অসুবিধা হবেনা এখন ছেড়ে
দিতে হবে। সে ভীষণ লজ্জিত, চোখগুলো
নিচে তাকিয়ে থাকবে। লজ্জায় গালগুলো
লাল হয়ে যাবে। তারপর হাত ধরে বসতে
যাব" ঠিক এই মূহুর্তে একটা শব্দ কানে আসল
বিপ্লবের, সামনেই অর্পা, কিছুক্ষণ হাসল
সে।
একি কান্ড! অর্পা এদিকেই আসছে। এবার
তো সে নিজেই লজ্জিত হতে চলল। মূহুর্তেই
নার্ভাস হয়ে গেল, মুখ থেকে কথা
বেরুচ্ছেনা। কপাল বেয়ে ঘাম ঝরছে, থতমত
খেল। স্বপ্ন দেখার মূহুর্তে স্বপ্নের সেই
মানুষটা যদি বাস্তবে সামনে চলে আসে
তবে বেশ আতঙ্কিত হবার কথাই।
অর্পা বলল, 'একটু কথা বলতে পারি আপনার
সাথে?'
'হ্যাঁ, নিশ....নিশ্চয়ই (ধুর ছাতা মুখ এখনো
আটকে আছে)।'
'দাঁড়িয়ে থাকব নাকি বসতে পারব?' অর্পা
হাসছে মুখে হাত দিয়ে। বিপ্লব বলার
আগেই সে বসে পড়ল। তবে লজ্জিত মনে।
বিপ্লব বলল, 'হ্যাঁ অবশ্যই, বসেন!' বলেই সে
অন্যদিকে তাকিয়ে গেল। ইতস্তত হয়ে
আবার বলল, 'কি জানি বলবেন? তো বলুন....!'
'কেন, না বললে কি বসে থাকা যাবেনা?'
'না, তা কেন হবে। অবশ্যই পারেন।'
বিপ্লবের মুখের জড়তা এখনো কাটেনি।
ভালবাসার মানুষের সামনে নাকি কথা
বলা যায় না, সাহস হয়ে উঠেনা। একটা
বলতে গেলে মুখ থেকে অন্যটা বেরিয়ে
আসে। (এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে দু'জন
দু'জনার প্রেমে পড়েছে) আজ বিপ্লবের তাই
হয়েছে। তাই সে নিশ্চুপ হয়ে বসে আছে,
মনে খুশির বাজনা বাঁজছে।
অর্পা একটু কাছাকাছি এসে বলল, 'আপনি
আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন কেন?'
বিপ্লব এবার ভীষণ লজ্জা পেয়ে বলল, 'জ্বী
না মানে, কোথায় না তো। আমি তো
আপনাকে দেখিনি!'
'কিন্তু আমি আপনাকে দেখি। আপনার চোখ
আমার চোখের দিকে তাকিয়ে থাকে।'
'না মানে, আপনি অনেক সুন্দর!' আরো কিছু
বলতে চেয়েও বলল না।
অর্পা আরো কাছাকাছি আসল। অর্পাকে
এতটা কাছে পেয়ে সে ড্যাব ড্যাব করে
দেখতে লাগল।
অর্পা বলল, 'কিছু বলার থাকলে সরাসরি
বলতে পারেন না গাধা!! লুকিয়ে লুকিয়ে
দেখেন কেন?'
বিপ্লব কি বলবে কিছু বুঝার আগেই উঠে
পড়ল অর্পা। সে চলে যাবে ভেবে হঠাৎ তার
হাত ধরে বলল, 'আমি তোমাকে
ভালোবাসি। তুমি আমাকে বাসবে?'
মুখে হাত গুজে অর্পা বলল, 'আমি
জানিনা।' (এই জানিনা কথাটার মাঝেই
লুকিয়ে আছে তার ভালবাসার কথা)
তারপর সে হাত সরিয়ে দ্রুত চলে গেল,
যাওয়ার সময় সেই মিষ্টি হাসি দিল। এতেই
বিপ্লব খুশিতে লাফ দিয়ে উঠে, নাচতে
গিয়ে ফুলের টব ভেঙে ফেলল। মূহুর্তের তার
মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাঁচতে হলে এখনি
এটাকে সরিয়ে ফেলতে হবে। বাড়ির
মালিক দেখতে পেলে ষোলআনা শোধ
নিবে।
বলতে বলতেই মিসেস রায় ছাদে, তাকিয়ে
দেখে বিপ্লবের হাতে ভাঙা ফুলের টব।
সাথে সাথে চিৎকার দিয়ে বলল, 'হতভাগা,
কি করলি রে তুই এটা? (বয়স হয়েছে অনেক,
তাই সবাইকে তুই বলার সম্ভোধন অভ্যেস
হয়ে গেছে মিসেস রায়ের) আমার সখের
ফুলের টবগুলো ভেঙে ফেললি (অথচ টব
ভেঙেছে একটা)। হতচ্ছাড়া, তাড়াতাড়ি
আমার টব এনে দে! নইলে বাড়ি থেকে
বেরিয়ে যা।'
কথায় আছে, 'পড়েছি মোগলের হাতে খানা
খেতে হবে একসাথে।' বিপ্লবকে এ বাড়িতে
থাকতে হলে নিশ্চয়ই ফুলের টব এনে দিবে
হবে। বিপরীত কোন উপায় নেই। তবুও ব্যর্থ
চেষ্টা করল।
কিছুক্ষণ পর সে বলল, 'কাকীমা, আপনাকে
আজ অনেক সুন্দর লাগছে! দোকান থেকে কি
কি জানি এনে দিতে হয় আপনার?? দিন
আমি এনে দিচ্ছি!! কোন টেনশন করবেন না!'
'ও তাই? যতই বাহানা করিস না কেন আমার
ফুলের টব এনে দিতেই হবে। আমি কিচ্ছু
মানবনা।'
অর্পার প্রথম দিনের ভালবাসাস্বরুপ টব

ভর্তুকি।। এই ছিল অর্পার ভালবাসা??
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top