What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

করোনা_ভাইরাস_নিয়ে_খুঁটিনাটি (1 Viewer)

perfect man

Former Developer
Former Staff
Joined
Mar 6, 2018
Threads
158
Messages
825
Credits
19,228
#করোনা_ভাইরাস_নিয়ে_খুঁটিনাটি।



১) Corona শব্দটি কোন ধরনের?

উত্তর : লাতিন।



২) করোনা শব্দের অর্থ কী?

উত্তর : পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।



৩) করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল?

উত্তর : ১৯৬০ সালে।



৪) করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল?

উত্তর : মালয়েশিয়া।



৫) সম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে?

উত্তর : চীনের হুবেই প্রদেশের উহান থেকে।



৬) কত তারিখে উহানে ভাইরাসটি সনাক্ত করা হয়?

উত্তর : ৩১ শে ডিসেম্বর ২০১৯।



৭) এ পর্যন্ত কতটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে?

উত্তর : ১৬৩টি।



৮) করোনা ভাইরাসের নাম কী?

উত্তর : কোভিড-১৯ ( Covid-19)

যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত।



৯) এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?

উত্তর : ৭ টি।



১০) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?

উত্তর : চীন এবং ইতালি।



১১) কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?

উত্তর : (WHO) World health organisation.



১২) আজকে পর্যন্ত চীন ও ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা -১০০০০০+,২৭৯৮০ এবং ৩০০০+,২১৫৮ জন।



১৩) কত তারিখে (Who) করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?

১১ ই মার্চ ২০২০.



১৪) এ পর্যন্ত কতজন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়?

উত্তর : ১১ জন তাদের মধ্যে ১ জন সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পালিয়েছে।



১৫) বাংলাদেশে কবে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়?

উত্তর : ০৮ মার্চ, ২০২০



#সংগৃহীত
 

Users who are viewing this thread

Back
Top