

Nirjonmela
Administrator
Staff member
Administrator

প্যারিসের আলমা সেতুর কাছে একটি টানেলে ১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। ওই টানেলের কাছেই আছে ফ্লেম অব লিবার্টি নামের একটি স্মৃতিস্তম্ভ। মৃত্যুর পর এই ফ্লেম অব লিবার্টি অনানুষ্ঠানিকভাবে ডায়ানার স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে। প্রিয় রাজবধূর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ভক্তরা সেখানে ফুল, ছবি ও বিভিন্ন বার্তা লিখে তাঁকে স্মরণ করেন, ৩১ আগস্ট ২০১৭।