২০১৭ সালে নভেম্বর মাসের দিকে ৪ বন্ধু গিয়েছিলাম কক্সবাজার পরে সেখান থেকে সেন্টমার্টিন। আমার কাছে কক্সবাজারের চেয়ে সেন্টমার্টিনই বেশী ভালো লেগেছে। বিশেষ করে সামুদ্রিক ফ্রেশ মাছ ভাজা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম। টেকনাফ থেকে যখন লঞ্চে করে যাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছিলো না না পাখি। কেউ কেউ ছবি তুলছিলো সেগুলোর। টাংগাইল থেকে আসা একটি কাপল আমাকে অনুরোধ করে তাদের যুগল ছবি তুলেদিতে। আমি তুলে দেই। পরে সেন্টমার্টি গিয়েও আবার দেখা হয়। বেশ আড্ডা হয়েছিলো তাদের সাথে।সেন্টমার্টিন এর বিচে যে জায়গাটায় বিকালে ঘুড়ে বেড়িয়েছি সন্ধ্যায় সেখানে দেখলাম পানি থৈথৈ করছে। জোয়ার এসেছে বুঝলাম। আমার বন্ধুরা অনেকেউ ফোনে কথা বলছিলো তাদের পরিবারের সাথে আীর আমি তখন শুনছিলাম সমুদ্রের গর্জন। অনরকম মাময় একটা সময় তৈরি হয়েছিলো তখন। আই ওয়াজ ব্রোক এ্যাট দ্যাট ঠাইম তাই হয়তো ঐ আউটিংটা আমার প্রয়োজন ছিলো। সেন্টমার্টিন এর মাঝারি হোটেলগুলোও আমাদের ভালো সেবা দিয়েছে। পরু একটা বিকেল আমরা হেটে হেটে বিচ দেখেছি। ওখান থেকে ছেড়া দিপে যাবার কথা ছিলো, আমরা পরে যাইনি। যাই হোক সুন্দর একটা সময় কেটেছেটে ওখানে।