What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমন (1 Viewer)

কক্সবাজার থেকে সেন্ট মার্টিনেই মজা বেশী।
 
2 bar jawa hoise saint martin. Mone hoy jeno hajar bar geleo bore hobo na.

পড়ন্ত বিকেলে সাগরে হিমেল হাওয়া মন জুড়িয়ে দেয় ওখানে।
 
গতবছর গিয়েছিলাম। অসাধারন জায়গা ঘুরার জন্য। কিন্তু এক্সপেন্সিভ
 
ভার্সিটির ট্যুরে যাওয়া হইসিলো সেইন্টমার্টিন। পরে কক্সবাজার আরো দুইবার গেছি।
সেইন্টমার্টিনের অবস্থা তখন অনেক ভালো ছিলো, এখনকার অবস্থা জানিনা। আর কক্সবাজার এখন আগের মত নাই। পুরা পলুটেড এরিয়া।
 
২০১৭ সালে নভেম্বর মাসের দিকে ৪ বন্ধু গিয়েছিলাম কক্সবাজার পরে সেখান থেকে সেন্টমার্টিন। আমার কাছে কক্সবাজারের চেয়ে সেন্টমার্টিনই বেশী ভালো লেগেছে। বিশেষ করে সামুদ্রিক ফ্রেশ মাছ ভাজা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম। টেকনাফ থেকে যখন লঞ্চে করে যাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছিলো না না পাখি। কেউ কেউ ছবি তুলছিলো সেগুলোর। টাংগাইল থেকে আসা একটি কাপল আমাকে অনুরোধ করে তাদের যুগল ছবি তুলেদিতে। আমি তুলে দেই। পরে সেন্টমার্টি গিয়েও আবার দেখা হয়। বেশ আড্ডা হয়েছিলো তাদের সাথে।সেন্টমার্টিন এর বিচে যে জায়গাটায় বিকালে ঘুড়ে বেড়িয়েছি সন্ধ্যায় সেখানে দেখলাম পানি থৈথৈ করছে। জোয়ার এসেছে বুঝলাম। আমার বন্ধুরা অনেকেউ ফোনে কথা বলছিলো তাদের পরিবারের সাথে আীর আমি তখন শুনছিলাম সমুদ্রের গর্জন। অনরকম মাময় একটা সময় তৈরি হয়েছিলো তখন। আই ওয়াজ ব্রোক এ্যাট দ্যাট ঠাইম তাই হয়তো ঐ আউটিংটা আমার প্রয়োজন ছিলো। সেন্টমার্টিন এর মাঝারি হোটেলগুলোও আমাদের ভালো সেবা দিয়েছে। পরু একটা বিকেল আমরা হেটে হেটে বিচ দেখেছি। ওখান থেকে ছেড়া দিপে যাবার কথা ছিলো, আমরা পরে যাইনি। যাই হোক সুন্দর একটা সময় কেটেছেটে ওখানে।
coxs bazar e jouyar issa ase.
 

Users who are viewing this thread

Back
Top