Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

  • অত্যন্ত দু:খের সাথে নির্জনমেলা পরিবারের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি নির্জনমেলার অগ্রযাত্রায় প্রতিহিংসা পরায়ন হয়ে পূর্বের সকল ডাটাবেজ ধ্বংস করে দিয়েছে যা ফোরাম জগতে অত্যন্ত বিরল ঘটনা। সকল প্রকার প্রতিরক্ষা ব্যবস্থা রাখা সত্বেও তারা এরকম ধ্বংসাত্মক কর্মকান্ড সংঘটিত করেছে। তাই আমরা আবার নুতনভাবে সবকিছু শুরু করছি। আশা করছি, যে সকল সদস্যবৃন্দ পূর্বেও আমাদের সাথে ছিলেন, তারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন, আর নির্জনমেলার অগ্রনী ভূমিকায় অবদান রাখবেন। সবাইকে সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বি:দ্র: সকল পুরাতন ও নুতন সদস্যদের আবারো ফোরামে নুতন করে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে পুরাতন সদস্যরা তাদের পুরাতন আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

বাংলাদেশের ৬৪ জেলার নাম বিভাগ অনুসারে মনে রাখার সহজ টেকনিক।

perfect man

perfect man

Senior Member
Joined
Mar 6, 2018
Threads
147
Messages
830
Credits
17,705
বাংলাদেশের ৬৪ জেলার নাম বিভাগ অনুসারে মনে রাখার সহজ টেকনিক।

রাজশাহী বিভাগঃ
“চাপাবাজ নাসির”
# চাপাইনবাবগঞ্জ # পাবনা # বগুড়া# জয়পুরহাট # নওগা # নাটোর
# সিরাজগঞ্জ # রাজশাহী


খুলনা বিভাগঃ
“মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়্যা যশোরের ডাঙ্গয় ফেলে”
# মাগুড়া # মেহেরপুর # ঝিনাইদাহ # সাতক্ষীরা # বাগেরহাট # খুলনা # কুষ্টিয়া # নড়াইল # যশোর # চুয়াডাঙ্গা
রংপুর বিভাগঃ
“পঞ্চ ঠাকুর লাল নী ল রং এর কুড়িটি গাই দিল”
# পঞ্চগড় # ঠাকুরগাঁও # লালমনিরহাট # নীলফামারী # রংপুর # কুড়িগ্রাম # গাইবান্ধা # দিনাজপুর
বরিশাল বিভাগঃ
“পপির ২(বর) ঝাল ভালোবাসে”
# পটুয়াখালী # পিরোজপুর # বরগুনা # বরিশাল #ঝালকাঠী #ভোলা

ময়মনসিংহ বিভাগঃ
“নেত্রকোনার জাম শেরা”
#নেত্রকোনা #জামালপুর #ময়মনসিংহ #শেরপুর

সিলেট বিভাগঃ
“মৌলভীর হবিগঞ্জে সুনাম ছিল”
#মৌলভীবাজার # হবিগঞ্জ #সুনামগঞ্জ #সিলেট
চট্টগ্রাম বিভাগঃ
“ব্রাহ্মণ কুমিল্লার লক্ষীকে চাঁদে নেয় ফিরনী চকবার খায়”
#ব্রাহ্মণবাড়িয়া #কুমিল্লা #লক্ষীপুর #চাঁদপুর #নোয়খালী #ফেনী #চট্টগ্রাম #কক্সবাজার
#বান্দরবান #রাঙ্গামাটি #খাগরাছড়ি
 
Top