

AsmaKhan
Member
যারা আমাকে চিনেন না তাদের উদ্দেশ্যে আমার পরিচয়, আমি আসমা খানম। কুমিল্লার একটি সনামধন্য স্কুলের সহকারী শিক্ষিকা। গত ফেব্রুয়ারি মাসে ক্লাস নেয়াকালীন আমি আমার এক হিন্দু স্টুডেন্ট এর কাছ থেকে পর্ণভর্তি মোবাইল ফোন জব্দ করি। ঘটনাক্রমে পরে অই ছাত্রের গার্ডিয়ান ডাকা এবং পরে ছাত্রের বাবা শ্রী মনোজ মজুমদারের সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। এই প্ল্যাটফর্মেই আমি আমার জীবনের সেই ঘটনাটি কিছুদিন আগে সকলের সাথে শেয়ার করি এবং পরামর্শ চেয়ে পোস্ট করি। তার পরে যা ঘটেছে এবং আমার জীবনে যা ঘটছে তা শেয়ার করতে আবার আপনাদের কাছে হাজির হয়েছি