What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Ochena_Manush

Mega Poster
Elite Leader
Joined
Aug 12, 2022
Threads
251
Messages
16,971
Credits
359,492
LittleRed Car
Automobile
Strawberry
Audio speakers
আমি রাজ্, তোমাদের সাথে আমার জীবনের ঘটে যাওয়া একটা সুন্দর কাহিনী আজ শেয়ার করবো। আমি মেদিনীপুরের এক গ্রাম এর ছেলে ,তখন আমি কলকতায় M.Com ফাইনাল ইয়ার পড়ছি, হোস্টেল এ থাকি আর একটা পার্টটাইম জব করছি । আমি দেখতে শুনতে খারাপ নোই। গায়ের রং ফর্সা, 5' 9'' উচ্চতা।আর যেহেতু পার্ট টাইম জব করে কিছু পায়সা ইনকাম করছি তাই শরীর এর যত্নও খুব নিতাম আর জিমেও যেতাম রেগুলারলি। এইসব করে শরীরটা আরো সুঠাম ও সুন্দর হয়ে উঠেছিল। খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই গর্ব হতো।
যাইহোক আসল ঘটনায় আসা যাক এবার । সেই দিনটার কথা আমি জীবনে ভুলবো না।আমার এখনো ওই বিশেষ দিনটার প্রতিটি মুহূর্ত মনে আছে।দিনটা ছিল 14ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন'স ডে। যেহেতু দিনটা ছিল ভালোবাসা উদযাপন এর দিন তাই সকল থেকেই উনিভার্সিটি চত্বরে জোড়ায় জোড়ায় সব যুগলবন্ধী হয়ে ঘোড়াঘুড়ি করছিলো ।আমার ওসব বালাই ছিল না, তাই এই সব দেখেশুনে মনের দুঃখে লাইব্রেরি যাওয়াই শ্রেয় মনে করে ওখানেই গেলাম।একটা বই নিয়ে ঘাঁটতে থাকলাম।হটাৎ মুখ তুলে দেখি নীলাঞ্জনা এই দিকেই আসছে।একটা পিঙ্ক কালার এর খুব সুন্দর অল্প জরির আর সাদা সুতোর কাজ করা, খুব এলিগেন্ট আর নিশ্চই দামি, স্লীভলেস চুড়িদার পড়েছিল।
ওহ তোমাদের নীলাঞ্জনার ব্যাপারে জানানো হয়নি। নীলাঞ্জনা আমার থেকে 2 বছরের জুনিয়র আর ও ইংলিশ হনার্স নিয়ে আমাদের উনিভার্সিটিতেই পড়ছে, পড়াশোনায় দুরন্ত । শুধু তাই নই, নীলাঞ্জনা আমার খুব ভালো বন্ধুও। হটাৎ আজকের দিনে ওকে লাইব্রেরিতে দেখে কেমন যেন একটু অন্য রকম লাগছিলো । ওর তাকানোটা যেন একটু প্রেমময় লাগছিলো। এমনিতে আমরা ভীষণ ভালো বন্ধু, অনেক খোলামেলা কথা বার্তা হয় আমাদের মধ্যে কিন্তু ভালোবাসার সম্পর্কে জড়াতে সাহস করিনি কারণ নীলাঞ্জনারা অনেক বড়লোক। ওরা দুই বোন, নীলাঞ্জনা ও সঞ্জনা । সঞ্জনা হলদিয়া তে ইঞ্জিনিয়ারিং পড়ছে। নীলাঞ্জনার বাবা কেন্দ্রীয় সরকারি উচ্চপদস্থ আমলা আর মা বিদেশী ব্যাঙ্ক এর জেনারেল ম্যানেজার। বুঝতেই পারছো ওদের স্টেটাস কত উচুতে। ওরা দক্ষিণ কলকাতায় একটা বিলাসবহুল এপার্টমেন্ট এ থাকে।
অতীব সুন্দরী বলতে যা বোঝাই নীলাঞ্জনা তার প্রকৃত উধারহন।পাকা গমের মতো ফর্সা তাকতকে গায়ের রঙ,দারুন লাবন্যময় স্কিন,অলওয়েজ একটা চকচকে ভাব।মনে হয় হাত দিলে পিছলে যাবে। আর ভীষণ ভীষণ সেক্সি।মুখটা অসাধারন সুন্দর,চোখ দুটো টানা টানা,বেশিক্ষন তাকিয়ে থাকলে যে কেও হারিয়ে যাবে। গহন কালো রেশমের মতো কোঁকড়ানো কালো চুল,যা শেষ হয়েছে কোমোরের ঠিক আগে।পাল্লা দিয়ে শরীরের ঘঠন 34-27-36 । এক কোথায় 21 বছরের এক অনন্যসুন্দরী যুবতী, যাকে 100 টি মেয়ের মধ্যে থেকেও অনায়াসে চোখে পরে যাবে।
সুমুখশ্রী,পেলব দুধ সাদা গায়ের রঙ আর সেক্সি ফিগার এর সঙ্গে ওর ভরা যৌবন, তাই গোটা ইউনিভার্সিটি ওর জন্য পাগল। আর হবেই না কেন ও হলো গোটা উনিভার্সিটির মধ্যে সেরা সুন্দরী । নীলাঞ্জনা সবরকম পোশাকই পরে, জিন্স/টপ,স্কার্ট/টিশার্ট/টপ,সালোয়ার/কুর্তা। কিন্তু ও যেদিন একটু ছোট স্কার্ট আর স্লিভলেস টপ পরে ক্লাস এ আসে সেদিন সবাই যেন ওকে হা করে গিলতে থাকে ।উন্নত দুটো স্তন আর সঙ্গে নিপুন সুগঠিত নিতম্বে ওকে যেন কামদেবী মনে হয়। সবার চোখ ওর হাঁটুর উপরে মসৃন থাই এবং উন্মুক্ত বাহুযুগলে পরে থাকে।
যেদিন ওকে প্রথম দেখেছিলাম, আমারও বুকটা কেঁপে উঠেছিল। মনে মনে ভাবতাম কিভাবে ওর সাথে আলাপ্ জমানো যায় কিন্তু ওর পিছনে এতো ছেলের লাইন দেখে নিরাস হয়ে যেতাম । তারপর ভ্যাগ্রক্রমে ইউনিয়ন এর ইলেকশন এর সময় ওর সাথে আলাপ্ হয়। আর এখন তো আমরা বেস্ট ফ্রেইন্ড। ওর রূপে তো আমি আগে থেকেই মুগ্ধ ছিলামই তাই যখন ওর সাথে বন্ধুত্ব হলো তখন অনেক বার ভেবেছি ওকে প্রপোজ করবো কিন্তু ওদের স্টেটাস এর কথা চিন্তা করে পিছিয়ে আসি । একটা ভয় ও মানের মধ্যে ছিল অবশ্য, "সেটা ওকে হারানোর ভয়"। ভাবতাম ও যদি রেগে গিয়ে আমাদের বন্ধুত্বটাও শেষ করে দেয়, আমার সাথে আর কথা না বলে। সেই ভয়ে ভালোবাসার কথাটা আর বলা হয়ে ওঠেনি। প্রেমিকা হিসাবে না সই বন্ধু হিসাবেও এতো রূপসী একটা মেয়ে কজন ছেলের ভাগ্যে জোটে, যেখানে অগুন্তি ছেলে ওর জন্য হাপিত্যেশ করে ।

এবার আসা যাক সেইদিন এর ঘটনায়।অমি লাইব্রেরি তে নীলাঞ্জনা কে জিজ্ঞাসা করলাম - 'কি ব্যাপার, আজ একা একা ……বিশেষ কেউ নেই কেন সঙ্গে আজকের এই স্পেশাল দিনে… শুধু মোজা করলাম'। আমি তো ভালোই জানি নীলাঞ্জনার এখনো কোনো বয়ফ্রেইন্ড হয়নি,… হয়নি বলাটা ভুল হবে ও কাওকে পাত্তাই দেয়নি। । কিন্তু সে হটাৎ আমার দিকে চেয়ে চুপ করে গেলো,আর রেগে গিয়ে বললো - কি করে থাকবে? 'যাকে চই সেতো পাত্তাই দেয়না'। অমি বল্লাম - 'তাই বুজি?....... তা কে সেই অর্বাচীন,গর্ধব যে তোমার মতো রাজকন্যাকে পাত্তা দেয় না….. তার নাম বলো "বালিকে"!!!, "আজ কে আমি তার গর্দান নেবো" । আমার কথা শুনে নীলাঞ্জনা হেসে ফেললো আর বললো…. সত্যিই সে একটা আস্ত গাধা, কতবার তাকে ইশারা করে মনের কথা বোঝাতে চেয়েছি আর আসা করেছি , কবে সে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি শব্দ বলে আমাকে আপন করে নেবে,। কিন্তু সে গুড়ে বালি ! শুধু অপেক্ষাই সার।
আমি তখন গম্ভীর ভাবে বললাম….. সেই তো, খুবই বেদনাদায়ক বিষয়। ঠিক সেই সময় নীলাঞ্জনা আমার একদম কাছে এসে আমার হাতটি ধরে আমাকে প্রেম নিবেদন করে বসলো আর বললো…..বলো - 'রাজ তুমি আমকে ভালোবসনা"? অমিযে আর একা একা পারছি না , কতো ভেবেছি যে তুমি আমায় ভালোবাসার কথা বলে আপন করে নেবে , কিন্তু সে আর হলো কই । তাই আমিই বাধ্য হয়ে আজ বলে ফেললাম। এর জন্য কত লড়াই করেছি নিজের সঙ্গে। অমিতো হাতবোক, একি বলছে মেয়েটা!!!!
আমার মনে তখন উথল পাতল,আমার বুকের কোনে জমে থাকা প্রেম আজ উথলে উঠতে চাইছে, সব বাঁধা ভেঙে বেরিয়ে আস্তে চাইছে , যার জন্য ভেবে ভেবে কত রাত ঘুমোয়নি, কিন্তু অর্থনৈতিক স্টেটাস এর ফারাক এবং ওকে হারানোর ভয়ে সাহস করে কিছু বলা হয়নি , সেই নীলাঞ্জনা আজ আমায় তার ভালোবাসা নিবেদন করলো!!!!!!! এই ভেবেই আমার দেহটা শিহরিত হয়ে উঠলো। আমার হাতের মধ্যে ওর নরম ফর্সা হাত দুটি, চোখে চোখ -- ওর দিকে তাকিয়ে আমর মোহো ধোর এলো। ওর ঠোটটা তির তোর করে কাঁপছে । আমি নিজকে সামলেতে পাররলাম না, আমার ঠোঁট দুটো ওর নরম গোলাপি অপূর্ব সুন্দর অল্প ভেজা নরম ঠোঁট দুটোই নামিয়ে দিলাম। জিবনে প্রথম বার অমি কনো নারিকে চুম্বন করলাম। নীলাঞ্জনাও তাই।
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top