What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

এবার অনলাইনে মিলবে ‘ড্রাইভিং লাইসেন্স’ পাওয়ার সুবিধা (1 Viewer)

gigolo

Member
Joined
Jul 20, 2022
Threads
14
Messages
114
Credits
1,244
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে অনলাইনে লাইসেন্স পাওয়ার সুবিধা চালু করেছে। এতে গ্রাহককে ৩/৪ বারের পরিবর্তে এখন মাত্র একবারই বিআরটিএ কার্যালয়ে যেতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডও পাওয়া যাবে ডাকযোগে।

গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দু'টি আবেদনের পরিবর্তে অনলাইন বেজইড একটি কম্বাইনড ফরম ১৬ নভেম্বর (বুধবার) থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে (BSP) চালু হবে। এক্ষেত্রে আবেদনকারীকে ৩/৪ বারের পরিবর্তে শুধুমাত্র একবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ও বায়ো-এনরোলমেন্টের জন্য আসতে হবে।


আরও বলা হয়, এছাড়াও এ সিস্টেম থেকে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বেজড QR কোড সম্বলিত লার্নার লাইসেন্স গ্রহণ, ফি প্রদান, পরীক্ষার ফল জানা, সিস্টেম জেনারেটেড স্মার্ট কার্ড আবেদন দাখিল, QR কোড বেজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা একনলেজমেন্ট স্লিপ প্রাপ্তি এবং আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের প্রতিটি পর্যায়ে স্ট্যাটাস জানতে পারবেন। তাছাড়া ডাকযোগে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন।

এই সেবা পেতে বিআরটিএ সার্ভিস পোর্টালে (Welcome to BRTA Service Portal) প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এন্ট্রি করে ইউজার আইডি খুলতে হবে।
 

Users who are viewing this thread

Back
Top