What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ওয়ানপ্লাস ৬ এলো ৬.৩ ইঞ্চি স্ক্রিন ও ক্যামেরার দুর্দান্ত চমক নিয়ে (1 Viewer)

MECHANIX

Board Senior Member
Elite Leader
Joined
Apr 12, 2018
Threads
695
Messages
11,929
Credits
228,361
Audio speakers
Cake Chocolate
Soccer Ball
Profile Music
Bikini
Li4B8Bv.jpg


রেকর্ড পরিমাণ লিকের পর অবশেষে লন্ডনে জাঁকজমকপূর্ণ ইভেন্টের মাধ্যমে অফিশিয়ালি রিলিজ হলো ওয়ানপ্লাস ৬ স্মার্টফোন। এক সময় খুবই কম দামে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন দিয়ে সুনাম কুড়িয়েছিল ওয়ানপ্লাস। চীনের এই কোম্পানিটি ওয়ানপ্লাস ৫ ও ৫টি দিয়ে বেশি দামের দিকে ঝুঁকলেও অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশ কমদামেই ফ্ল্যাগশিপ ফোন দিচ্ছে। তাই বাজেট ক্রেতাদের নজরে ওয়ানপ্লাসের নতুন ফোন থাকে বিশেষ আকর্ষণ নিয়ে।

ডিজাইনের দিক থেকে বলতে গেলে, ওয়ানপ্লাস ৬ ফোনের সামনের দিকটা আইফোন ১০ এর মতো নচ যুক্ত হলেও স্পেসিফিকেশনের দিক থেকে কাগজে-কলমে যথেষ্ট উন্নতি নিয়ে এসেছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাস ৬ ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি (স্পেসিফিক্যালি ৬.২৮ ইঞ্চি) ফুল এইচডি রেজুলেশনের এক বিশাল অ্যামোলেড স্ক্রিন (১০৮০ x ২২৮০পি, ৪০২পিপিআই)। তবে ১৯:৯ এস্পেক্ট রেশিও ও বেজেললেস ডিজাইনের কারণে এটা ততোটা বড়ও লাগে না। আগেই বলেছি, এর ডিসপ্লেতে ট্রেন্ডি আইফোন ১০ এর মত নচ আছে।

yGH4Cu0.jpg


প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। আগের সব ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ফোনের মতো মেটাল ব্যাকপার্টে না গিয়ে এবার ওয়ানপ্লাস বডি ম্যাটেরিয়াল হিসেবে পুরোপুরি গ্লাস ব্যবহার করেছে। বডি অত্যন্ত চিকন হলেও ৩.৫ মিমি অডিও জ্যাক দিতে ভোলেনি ওয়ানপ্লাস। এতে লেটেস্ট ব্লুটুথ ৫.০ এবং টাইপ সি ইউএসবি পোর্ট ও আছে।

xpKOfXO.jpg


পিছনের দিকের মাঝখানে রয়েছে ক্যামেরা মডিউল ও এর নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আরও আছে ফেইস আনলক সিস্টেম। এন্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে চলা ওয়ানপ্লাস সিক্স ফোনটিতে এনএফসি থাকলেও থাকছে না কোন ওয়্যারলেস চার্জিং সিস্টেম। ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশনও নেই ওয়ানপ্লাস ৬ এর।

কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ইউজ করা হয়েছে ওয়ানপ্লাস ৬ ফোনে। পারফরমেন্সের ব্যাপারে তাই কোন প্রশ্নই থাকবেনা আশা করা যায়। সাথে রয়েছে ৬ জিবি বা ৮ জিবি পর্যন্ত র‍্যাম। এবার ওয়ানপ্লাস ৬৪ থেকে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করছে। ডুয়াল সিম স্লট থাকলেও এতে কোনো এসডিকার্ড স্লট থাকছে না।

ওয়ানপ্লাস ৬ ফোনে থাকা ৩৩০০ মিলিএম্প এর লি-প্রো ব্যাটারি অনেকের কাছে কম মনে হলেও এর বিখ্যাত ৫ ভোল্ট/৪ এম্প এর ড্যাশ চার্জিং সিস্টেম আপনাকে তা পুষিয়ে দিতে বাধ্য। মাত্র আধা ঘন্টা চার্জেই আপনি পুরো দিনের ব্যাকআপ পাবেন।

ক্যামেরাতে এসেছে যথেষ্ট উন্নতি। ওয়ানপ্লাস ৬ ফোনের পিছনে ১৬ মেগাপিক্সেল + ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। উভয় সেন্সরই সনির তৈরী। এতে ইমেজ স্ট্যাবিলাইজেশনের জন্য ইআইএস এবং ওআইএস দুই ধরনের সিস্টেমই রয়েছে। ৪কে রেজ্যুলেশনে সর্বোচ্চ ৬০ এফপিএস এ ভিডিও করা যাবে ওয়ানপ্লাস ৬ ফোনে। তবে স্লো-মোশন মোডে ফুল এইচডিতে ২৪০ এফপিএস পর্যন্ত ভিডিও করা যাবে।

Shgrq2x.jpg


ইমেজ কোয়ালিটিতেও এসেছে উন্নয়ন। কম আলোতে ভালো ছবি পাওয়ার জন্য ওয়ানপ্লাস তাদের এই ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা সেন্সরের পিক্সেল আগের চেয়ে বাড়িয়েছে । ফ্রন্টেও সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর ব্যবহৃত হয়েছে।

সিল্ক হোয়াইট, মিরর ব্ল্যাক আর মিডনাইট ব্ল্যাক নামের তিনটি রঙে এ মাসের ২২ তারিখ থেকেই বিক্রি শুরু হবে ওয়ানপ্লাস ৬ স্মার্টফোন।

৬ জিবি/৬৪ জিবির বেইজ মডেলটির দাম ধরা হয়েছে ৫২৯ মার্কিন ডলার। ৮জিবি/১২৮জিবি ভার্সনের দাম ৫৭৯ মার্কিন ডলার। এবং ৮জিবি/২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৬২৯ ডলার।

আপনি কি কিনবেন ওয়ানপ্লাস ৬ স্মার্টফোন?
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top