চক্রবর্তী বাবুর কথায় কথায় "এর থেকেও খারাপ হতে পারতো"---এই বলার অভ্যাস ছিল!
পেঁয়াজ ৬০ টাকা হয়েছে শুনে বললেন--- "এর থেকেও খারাপ হতে পারতো, দাম ৯০ টাকাও হতে পারতো!"
একদিন বাজার করে ফেরার পথে পাড়ার মোড়ে ভিড় দেখে জিজ্ঞেস করাতে টুকাই বাবু তাঁকে বললেন-- "সাংঘাতিক ঘটনা মশাই, সেন বাবু অফিস থেকে ফিরে পাড়ার বাপি বোস ও নিজের স্ত্রীকে অবৈধ অবস্থায় দেখতে পেয়ে, দু'জনকেই গুলি করে মেরে তারপর নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন।"
শুনে চক্রবর্তী বাবু স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দিলেন-- "এর থেকেও খারাপ হতে পারতো"!
টুকাই বাবু বিরক্ত হয়ে বললেন, "ঘটনার সাথে যুক্ত তিনজনেরই মৃত্যু হয়েছে, এর থেকেও খারাপ আর কী হতে পারতো মশাই?"
চক্রবর্তী বাবু শান্তভাবে জবাব দিলেন--- "ঘটনাটি যদি সোমবার না ঘটে গত বুধবার ঘটতো, তাহলে বাপি বোসের বদলে আমি মারা যেতে পারতাম!"
(সৌজন্যে শ্রী তারাপদ রায়)