

maruftamimauthor
Member
@কীভাবে পড়াশোনায় মন বসাবেন?
#MforMotivation
লেখাঃ- মোঃ আব্দুল্লা-হিল-(মারুফ তামিম)
.........................................
বেশিরভাগ মানুষের প্রধান সমস্যা হল পড়াশোনায় মন বসতে চায় না। অন্যদের কথা কী বলব আমার নিজেরই পড়াশোনায় মন বসে না।
যখনই বই নিয়ে পড়তে বসতাম তখনই মাথায় নানাধরণের চিন্তা চলে আসত। পড়ার বইয়ের থেকে মোবাইলের দিকে নজর থাকত সব থেকে বেশি।
বই নিয়ে বসলেই মনে হত এই বুঝি ফেসবুকে আমার বন্ধু-বান্ধবীরা আমাকে মেসেজ করছে অথবা আমার ক্রাশ এখন অনলাইনে আছে এসব ভাবনার কারণে আমার আর পড়া হত না।
যার কারণে পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হত সবাই অনেক বকাঝকা করত।
এরপর থেকে চেষ্টা করতে শুরু করি কীভাবে পড়াশোনায় মন বসাতে পারি কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না।
কারণ এসব ফোন,ফেসবুক,গেমস,মুভি আমার কাছে নেশা হয়ে গিয়েছিল।
আর এই নেশা থেকে বের হওয়াটা আমার কাছে খুবই কষ্টকর ছিল তাছাড়া আমি নিজেও চাই না এই নেশা থেকে বের হতে।
তাই নিজেই উপায় বের করার চেষ্টা করি কীভাবে একটু হলেও মন পড়াশোনায় দিতে পারি।
...
এভাবে বেশকিছুদিন ভাবনার পর খেয়াল করলাম আমি যখন গেমিং করি বা মুভি দেখি অথবা গল্প পড়ি তখন অন্যদিকে আমার নজর যায় না এমনকি কেউ যদি আমাকে ফোন বা মেসেজ করে জরুরী ছাড়া সেদিকে খেয়াল করি না।
এরপর থেকে চেষ্টা করি পড়াশোনাকে বিনোদনের ভিতর নিয়ে আসার জন্য।
বিষয়টি হাস্যকর হলেও এটিই সত্যি যে আমি পড়াশোনাকে বিনোদনের ভিতর নিয়ে আসার চেষ্টা করি।
এরপর থেকে যখন পড়তে বসতাম তখন মনে করতাম এটি একটি গল্পের বই আর এখানের লিখাগুলো সব গল্পের লাইন। এরপর বিভিন্নভাবে ছন্দের তালে তালে পড়তাম কখনও কলম দিয়ে লিখার উপর আঁকাআকি করতাম।
এভাবে করে বেশ কিছু সময় ধরে আমি পড়ার টেবিলে মন বসাতে পারতাম।
যার ফলে আমাকে আর কারও বকা শুনতে হত না কারণ আমি এখন একটু হলেও বই নিয়ে পড়তে বসি।
...
যাই হোক আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো নেশা রয়েছে তবে আমি বলব না এই নেশাগুলোকে বাদ দিয়ে সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকুন কারণ আমাদের জীবনে বিনোদনেরও প্রয়োজন রয়েছে।
তাই এই নেশাকে যদি একটু কাজে লাগানো যায় তাতে ক্ষতি কীসের।
তবে আবার কেউ বইলেন না যে ভাই আমার ত প্রচুর ঘুমের নেশা বা খাওয়ার নেশা তাহলে কিন্তু বই আপনার পেটে অথবা বালিশ হিসেবে ব্যবহার হয়ে যাবে হা হা মজা করলাম একটু।
...
এখন এক এক মানুষের এক এক রকম নেশা থাকতে পারে তবে আপনার যে ভালো নেশাটি রয়েছে সেই নেশার সাথে না হয় মিলিয়ে দেখুন আশা করি ভালো ফল পাবেন।
তবে হ্যা এমন না যে আপনি সারাদিন এই ট্রিক্স ব্যবহার করে পড়াশোনার ভিতর থাকতে পারবেন। কারণ এসব হল যার যার মনের বিষয় আপনি যদি চান তাহলে সারাদিন বসে একটি কাজ করতে পারেন আবার না চাইলে সেটি আপনার দ্বারা কখনওই সম্ভব হবে না।
তবে আমার এই ট্রিক্সের কারণে কিছুটা সময় হলেও আপনি নিজের পাঠ্যবইয়ের দিকে মন বসাতে পারবেন। তবে কতক্ষণ বসাতে পারবেন সেটি আপনার উপর নির্ভর করছে।
...
ত যাই হোক অনেক কিছুই বলে ফেললাম এবং জানি না এই ট্রিক্স সবার জন্য কতটা কাজে আসবে কিন্তু আমি নিজেই এর ফল পেয়েছি তাই সবাইকে জানিয়ে দিলাম।
ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ।
Copyright:- May 07,2021 at 11:28 AM.
Maruf Tamim (Author).
#MforMotivation
লেখাঃ- মোঃ আব্দুল্লা-হিল-(মারুফ তামিম)
.........................................
বেশিরভাগ মানুষের প্রধান সমস্যা হল পড়াশোনায় মন বসতে চায় না। অন্যদের কথা কী বলব আমার নিজেরই পড়াশোনায় মন বসে না।
যখনই বই নিয়ে পড়তে বসতাম তখনই মাথায় নানাধরণের চিন্তা চলে আসত। পড়ার বইয়ের থেকে মোবাইলের দিকে নজর থাকত সব থেকে বেশি।
বই নিয়ে বসলেই মনে হত এই বুঝি ফেসবুকে আমার বন্ধু-বান্ধবীরা আমাকে মেসেজ করছে অথবা আমার ক্রাশ এখন অনলাইনে আছে এসব ভাবনার কারণে আমার আর পড়া হত না।
যার কারণে পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হত সবাই অনেক বকাঝকা করত।
এরপর থেকে চেষ্টা করতে শুরু করি কীভাবে পড়াশোনায় মন বসাতে পারি কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না।
কারণ এসব ফোন,ফেসবুক,গেমস,মুভি আমার কাছে নেশা হয়ে গিয়েছিল।
আর এই নেশা থেকে বের হওয়াটা আমার কাছে খুবই কষ্টকর ছিল তাছাড়া আমি নিজেও চাই না এই নেশা থেকে বের হতে।
তাই নিজেই উপায় বের করার চেষ্টা করি কীভাবে একটু হলেও মন পড়াশোনায় দিতে পারি।
...
এভাবে বেশকিছুদিন ভাবনার পর খেয়াল করলাম আমি যখন গেমিং করি বা মুভি দেখি অথবা গল্প পড়ি তখন অন্যদিকে আমার নজর যায় না এমনকি কেউ যদি আমাকে ফোন বা মেসেজ করে জরুরী ছাড়া সেদিকে খেয়াল করি না।
এরপর থেকে চেষ্টা করি পড়াশোনাকে বিনোদনের ভিতর নিয়ে আসার জন্য।
বিষয়টি হাস্যকর হলেও এটিই সত্যি যে আমি পড়াশোনাকে বিনোদনের ভিতর নিয়ে আসার চেষ্টা করি।
এরপর থেকে যখন পড়তে বসতাম তখন মনে করতাম এটি একটি গল্পের বই আর এখানের লিখাগুলো সব গল্পের লাইন। এরপর বিভিন্নভাবে ছন্দের তালে তালে পড়তাম কখনও কলম দিয়ে লিখার উপর আঁকাআকি করতাম।
এভাবে করে বেশ কিছু সময় ধরে আমি পড়ার টেবিলে মন বসাতে পারতাম।
যার ফলে আমাকে আর কারও বকা শুনতে হত না কারণ আমি এখন একটু হলেও বই নিয়ে পড়তে বসি।
...
যাই হোক আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো নেশা রয়েছে তবে আমি বলব না এই নেশাগুলোকে বাদ দিয়ে সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকুন কারণ আমাদের জীবনে বিনোদনেরও প্রয়োজন রয়েছে।
তাই এই নেশাকে যদি একটু কাজে লাগানো যায় তাতে ক্ষতি কীসের।
তবে আবার কেউ বইলেন না যে ভাই আমার ত প্রচুর ঘুমের নেশা বা খাওয়ার নেশা তাহলে কিন্তু বই আপনার পেটে অথবা বালিশ হিসেবে ব্যবহার হয়ে যাবে হা হা মজা করলাম একটু।
...
এখন এক এক মানুষের এক এক রকম নেশা থাকতে পারে তবে আপনার যে ভালো নেশাটি রয়েছে সেই নেশার সাথে না হয় মিলিয়ে দেখুন আশা করি ভালো ফল পাবেন।
তবে হ্যা এমন না যে আপনি সারাদিন এই ট্রিক্স ব্যবহার করে পড়াশোনার ভিতর থাকতে পারবেন। কারণ এসব হল যার যার মনের বিষয় আপনি যদি চান তাহলে সারাদিন বসে একটি কাজ করতে পারেন আবার না চাইলে সেটি আপনার দ্বারা কখনওই সম্ভব হবে না।
তবে আমার এই ট্রিক্সের কারণে কিছুটা সময় হলেও আপনি নিজের পাঠ্যবইয়ের দিকে মন বসাতে পারবেন। তবে কতক্ষণ বসাতে পারবেন সেটি আপনার উপর নির্ভর করছে।
...
ত যাই হোক অনেক কিছুই বলে ফেললাম এবং জানি না এই ট্রিক্স সবার জন্য কতটা কাজে আসবে কিন্তু আমি নিজেই এর ফল পেয়েছি তাই সবাইকে জানিয়ে দিলাম।
ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ।
Copyright:- May 07,2021 at 11:28 AM.
Maruf Tamim (Author).