

Bergamo
Forum God
Elite Leader

বিদেশি
হাবু ইংল্যান্ড থেকে দেশে এসে তার বউকে জিজ্ঞেস করল, ‘আমাকে দেখে কি বিদেশি লাগছে?’
বউ বলল, ‘কই, না তো!’
হাবু বলল, ‘ভালো করে দেখে বলো।’
বউ বিরক্তই হলো, ‘বললাম তো তোমাকে কোনোভাবেই বিদেশি লাগছে না।’
হাবু ভীষণ হতাশ, ‘তুমি কি বলতে চাইছ, ইংল্যান্ডের সবাই বোকা? এত দিন ওরা তো আমাকে বিদেশি হিসেবেই মূল্যায়ন করল!’