What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

১০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন (1 Viewer)

inFQ03a.jpg


দেশে দ্রুত চাহিদা বাড়ছে স্মার্টফোনের। আর তাই দেশ–বিদেশের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো দেশের বাজারে ১০ হাজার টাকার নিচে বেশ কয়েকটি ভালো মানের স্মার্টফোন বাজারজাত করছে। দাম তুলনামূলক কম হলেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলো দিয়ে প্রয়োজনীয় প্রায় সব কাজই করা যায়। আজ দেখে নেওয়া যাক ১০ হাজার টাকার নিচে ১০ স্মার্টফোনের খোঁজ।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর

QLBeIT7.jpg


অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ৮ মেগাপিক্সেলের ২টি ক্যামেরা। ৭২০ বাই ১৬০০ পিক্সেল রেজ্যুলেশন সুবিধার স্মার্টফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিও রয়েছে। ২টি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম ৯ হাজার ৬৯৯ টাকা।

রিয়েলমি সি১১

a3Xlcoi.jpg


৬ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫, ১৩ ও ২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর, ২/৩ গিগাবাইট র‍্যাম ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটিতে এসডি কার্ড ব্যবহারের সুযোগও মিলবে। ২টি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম ৯ হাজার ৯০ টাকা।

ম্যাক্সিমাস আর ওয়ান প্রো

6ogUE9o.jpg


৬ দশমিক ৫১৭ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পেছনে রয়েছে ১৩, ২ ও ২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা। ১ দশমিক ৬ গিগাহার্টজ গতির প্রসেসরসহ এতে ব্যবহার করা হয়েছে ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফিঙ্গারপ্রিন্ট ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির স্মার্টফোনটিতে একসঙ্গে দুটি সিম ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিও রয়েছে। কিনতে গুনতে হবে ৯ হাজার ৯৪৯ টাকা।

আইটেল ভিশন ৩

YXxVVF1.jpg


আইটেল ভিশন ৩ স্মার্টফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) পাওয়ার মাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমসহ ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৬ ইঞ্চি এইচডি স্ক্রিনের স্মার্টফোনটিতে র‍্যাম ও ধারণক্ষমতায় ভিন্নতা রয়েছে। ১ দশমিক ৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরে চলা ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটির দাম ৯ হাজার ১৯০ টাকা।

ওয়ালটন প্রিমো জিএইচ টেন

AwuZ5SR.jpg


১ দশমিক ৬ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসরে চলা ওয়ালটন প্রিমো জিএইচ ১০ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে পাওয়ার ভিআর জিই ৮৩২২ গ্রাফিকস, ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, যা ১২৮ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। ৬ দশমিক ৫২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। স্মার্টফোনটির সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরাসহ পেছনে রয়েছে আট মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যায়। দাম ৭ হাজার ৫৯৯ টাকা।

ভিভো ওয়াই১ এস

14YM01t.png


অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ভিভো ওয়াই১ এস মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ২২ ইঞ্চি। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসুবিধার স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। অক্টাকোর প্রসেসরে চলা ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটি ২টি রঙে পাওয়া যায়। দাম ৯ হাজার ৯৯০ টাকা।

সিম্ফনি জেড ২২

৬ দশমিক ৫২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ১৩, ২ ও ০ দশমিক ০৮ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ আরও রয়েছে ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির প্রসেসর, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। দাম ৮ হাজার ১৯০ টাকা।

সিম্ফনি জেড ৩৩

5dRRPRt.jpg


অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা সিম্ফনি জেড ৩৩ মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ৫২ ইঞ্চি। ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। কিনতে গুনতে হবে ৮ হাজার ৯৯০ টাকা।

শাওমি রেডমি ৯ এ

৬ দশমিক ৫৩ ইঞ্চি স্ক্রিনের শাওমি রেডমি ৯এ মডেলের স্মার্টফোনটির রেজ্যুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ স্মার্টফোনটিতে আরও রয়েছে অক্টাকোরের গেমিং প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। দাম ৮ হাজার ৭৯৯ টাকা।

ওয়ালটন প্রিমো এনএফ ফাইভ

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৮২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির রেজ্যুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির কোয়াড-কোর প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে পাওয়ার ভিআর জিই ৮৩০০ গ্রাফিকস, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। সামনে ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাসুবিধার স্মার্টফোনটিতে একসঙ্গে দুটি ফোর–জি সিম ব্যবহার করা যায়। চেহারা ও আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তিনির্ভর স্মার্টফোনটিতে আরও রয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৪টি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম ৯ হাজার ১৯৯ টাকা।
 

Users who are viewing this thread

Back
Top