What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম ও এর সুবিধা জানুন (1 Viewer)

SFyDCXO.png


দৈনন্দিন জীবনে ফেসবুক একটি চিরচেনা নাম। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, যা ব্যবহার করে বন্ধু, পরিবার বা কাছের মানুষজনের খবর জানা যায়। ফেসবুকে ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় বলে লুকিয়ে লুকিয়ে অনুসরণ এর একটি মাধ্যম হতে পারে ফেসবুক। এসব ব্যক্তি প্রোফাইল ঘুরে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ও ফেইক একাউন্ট তৈরী করতে প্রোফাইল থেকে ছবি চুরি করে।

অনেকেই অপরিচিত লোকজনকে ফেসবুক প্রোফাইল থেকে ব্যক্তিগত তথ্য দেখাতে অনিচ্ছুক থাকেন। কিন্তু সাধারণত ফেসবুক প্রোফাইলে কিছু কিছু তথ্য সবার জন্য উন্মুক্ত থাকে। তবে আপনি চাইলে ফেসবুক প্রোফাইলের তথ্য অপরিচিত লোকজনকে দেখানো একদম কমিয়ে আনতে পারেন।

আপনি কি আপনার ফেসবুক একাউন্টের জন্য সর্বোচ্চ প্রাইভেসি চান? তাহলে ফেসবুকের নিরাপত্তা সম্পর্কিত ফিচার, "ফেসবুক প্রোফাইল লক" চালু করতে পারেন। এই ফিচার ব্যবহারের মাধ্যমে নিজেদের ফেসবুক প্রোফাইলের উপর বাড়তি নিয়ন্ত্রণ পাবেন ব্যবহারকারীগণ। অপরিচিত ব্যক্তি বা অনুসরণকারী থেকে প্রোফাইলকে নিরাপদ রাখতে ফেসবুক প্রোফাইল লক ব্যবহার করা যেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড, আইফোন ও কম্পিউটারে ব্রাউজারে কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় সে সম্পর্কে বিস্তারিত। আমরা আরো জানবো ফেসবুক প্রোফাইল লক করার সুবিধাসমূহ সম্পর্কে।

ফেসবুক প্রোফাইল লক করলে কি হয়?

ফেসবুক প্রোফাইল লক ফিচার চালু করে একজন ব্যবহারকারী ফ্রেন্ডলিস্টের বাইরের ব্যক্তিদের চোখ থেকে একাউন্টের অধিকাংশ তথ্য গোপন করতে পারেন। ফেসবুক প্রোফাইল লক করার পর ফেসবুকে ফ্রেন্ড হিসেবে এড নেই এমন ব্যক্তি প্রোফাইলের সম্পূর্ণ ভার্সন দেখতে পাবেন না। অর্থাৎ কোনো ছবি বা পোস্ট দেখা কিংবা ডাউনলোড করা যাবেনা ফ্রেন্ড না হলে।

এছাড়াও প্রোফাইলে পোস্ট করা স্টোরি ফ্রেন্ডলিস্টের বাইরের কেউ দেখতে পারবেনা প্রোফাইল লক থাকলে। আবার পূর্বে শেয়ার করা "Public" প্রাইভেসি সেটিংস থাকা পোস্টের প্রাইভেসি "Friends" হয়ে যাবে। অর্থাৎ ফেসবুক প্রোফাইল লক করলেঃ

  • শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ডগণ প্রোফাইলে পোস্ট করা ছবি বা পোস্টসমূহ দেখতে পাবেন
  • শুধুমাত্র ফেসবুকে এড থাকা বন্ধুগণ সম্পূর্ণ প্রোফাইল পিকচার ও কভার ফটো দেখতে পাবেন
  • "Public" প্রাইভেসি সেটিংস থাকা পোস্টের প্রাইভেসি "Friends" এ পরিণত হবে
  • শুধুমাত্র ফেসবুকে এড থাকা ফ্রেন্ডগণ পোস্ট করা স্টোরি দেখতে পারবেন
  • প্রোফাইল রিভিউ ও ট্যাগ রিভিউ চালু হয়ে যাবে
  • নতুন পোস্ট শুধুমাত্র বন্ধুদের টাইমলাইনে পৌঁছে যাবে

ফেসবুক প্রোফাইল লক করলে কি হয়, তা তো জানা গেলো। এবার জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়। এই পোস্টে মোবাইল ও কম্পিউটার থেকে ফেসবুক একাউন্ট লক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

কম্পিউটার থেকে ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

KlNaVcD.jpg


কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করে ফেসবুক প্রোফাইল লক করা যাবে। কম্পিউটার থেকে ফেসবুক প্রোফাইল লক করতেঃ

  • ব্রাউজার থেকে Facebook.com লিংকে প্রবেশ করুন
  • ফেসবুক একাউন্টে লগিন করা না থাকলে লগিন করুন
  • মেন্যুতে থাকা ফেসবুক প্রোফাইলের নাম ও ছবিযুক্ত অপশনে ক্লিক করুন
  • থ্রি-ডট মেন্যুতে ক্লিক করুন ও "Lock Profile" অপশন সিলেক্ট করুন
  • এরপর একটি পপ-আপ মেসেজে প্রোফাইল লক কিভাবে কাজ করে তা দেখতে পাবেন
  • ফেসবুক প্রোফাইল লক করতে "Lock Your Profile" বাটনে ক্লিক করুন

মোবাইলে ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

ফেসবুক এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকে খুব সহজে ফেসবুক প্রোফাইল লক করা যাবে। ফেসবুক অ্যাপ থেকে ফেসবুক প্রোফাইল লক করতেঃ

  • ফেসবুক অ্যাপ ওপেন করে নিজের প্রোফাইলে প্রবেশ করুন
  • "Edit Profile / Add To Story" এর পাশে থাকা থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করুন
  • Lock Profile অপশন সিলেট করুন, প্রোফাইল লক পেজ দেখতে পাবেন
  • ফেসবুক প্রোফাইল লক কনফার্ম করতে "Lock Your Profile" এ ট্যাপ করুন

RTMn6rE.jpg


ফেসবুক প্রোফাইল আনলক করার নিয়ম

ফেসবুক প্রোফাইল লক করার পর নিজের ইচ্ছামত যেকোনো সময় প্রোফাইল আনলক ও করা যাবে। লক করা ফেসবুক প্রোফাইল আনলক করতেঃ

  • ব্রাউজার থেকে Facebook.com কিংবা ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
  • প্রোফাইল সেকশনে প্রবেশ করুন
  • থ্রি-ডট মেন্যুতে ক্লিক করুন
  • "Unlock Profile" অপশনটি সিলেক্ট করুন, একটি পপ-আপ মেসেজ দেখতে পাবেন
  • প্রোফাইল আনলক করতে Unlock প্রোফাইল এ ক্লিক করুন

ফেসবুক প্রোফাইল পিকচার লক করা

প্রোফাইল পিকচার গার্ড নামক ফিচার ব্যবহার করে ফেসবুক প্রোফাইল পিকচার লক করা যাবে। প্রোফাইল পিকচার গার্ড ফিচার চালু করলেঃ

  • অন্য ব্যক্তিগণ আপনার প্রোফাইল পিকচার শেয়ার কিংবা সেভ করতে পারবেনা
  • শুধুমাত্র আপনি ও আপনার বন্ধুগণ বর্তমান প্রোফাইল পিকচারে ট্যাগ করতে পারবেন।

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড ফিচারটি চালু করতেঃ

  • ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে লগিন করে প্রোফাইল আইকনে ক্লিক করুন
  • প্রোফাইল পিকচারে ট্যাপ করুন
  • অপশনস ওপেন করুন
  • "Turn on profile picture guard" এ ট্যাপ করুন
  • এরপর Save অপশনে ট্যাপ করে প্রোফাইল পিকচার লক সম্পন্ন করুন

প্রোফাইল পিকচার গার্ড ফিচারটি বন্ধ করার নিয়মঃ

  • ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে লগিন করে প্রোফাইল আইকনে ক্লিক করুন
  • বর্তমান প্রোফাইল পিকচারে ট্যাপ করুন
  • অপশনস ওপেন করুন
  • "Turn off profile picture guard" অপশনে ট্যাপ করুন
  • YES অপশন সিলেক্ট করে প্রোফাইল পিকচার গার্ড ফিচারটি বন্ধ করে দিন

আপনি কি এই ফিচারগুলো ব্যবহার করেন? কমেন্টে জানান!
 

Users who are viewing this thread

Back
Top