What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অফিসের নানা চরিত্রের বস (1 Viewer)

ছোটভাই

Super Moderator
Staff member
Super Mod
Joined
Mar 4, 2018
Threads
776
Messages
51,120
Credits
371,007
Thermometer
Tomato
Luggage
Luggage
Tomato
Tomato
Line-1.png


অফিসের নানা চরিত্রের বস


১। মিস/মিস্টার মিসিংঃ এই মানুষটি সবার প্রধান। কিন্তু কখনই তার চেম্বারে বা চেয়ারে দেখা যায় না। তবে এমন সময় বা পরিবেশে তার দেখা মেলে যা স্বাভাবিক নয়। এর পরেও তিনি প্রতিষ্ঠানে টিকে রয়েছেন। সম্ভবত প্রতিষ্ঠানের ক্রান্তিকালে এবং বিশেষ কাজে তার বিকল্প নেই।

২। কাজ পাগল লোকঃ হয়তো তিনি নিজের দায়িত্বপ্রাপ্ত কাজে মোটেও দক্ষ নন। কিন্তু কর্মীদের কাজ দিয়ে তা আদায় করতে অতুলনীয়। ব্যবস্থাপনায় তিনি দক্ষ এবং অফিসের সবচেয়ে পুরনো লোকদের একজন। সময়মতো কাজ পেতে এ ধরনের মানুষ প্রতিষ্ঠানের একমাত্র অবলম্বন।

৩।নির্মমঃ আপনি প্রথম দিন থেকেই এ ধরনের বসকে অপছন্দ করতে পারেন। তার অধীনে নিজেকে একজন কর্মী বলে মনেই হবে না। কোনো বিপদেই আপনি তার কাছ থেকে কোনো সহায়তা আশা করতে পারেন না। তিনি এককথায় এমনই নির্মম।

৪। বন্ধুত্বপরায়নঃ এ ধরনের বসের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন কর্মীরা। তিনি কর্মীদের চাহিদা বোঝেন এবং সহায়তার হাত বাড়ান। তার ওপর যেকোনো বিষয়ে নির্ভর করা যায়। নিজেও তার প্রয়োজনে কর্মীদের সাহায্য চেয়ে থাকেন।

৫। পর্দার আড়ালে ভয়ংকরঃ যখনই তার কাছে কোনো সমস্যা নিয়ে যাবেন, তাৎক্ষণিকভাবে ভরসা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত আপনার অপেক্ষার ইতি ঘটবে দুঃসংবাদের মাধ্যমে। এ ধরনের বসরা মুখোশধারী হয়ে থাকেন। তিনি সবার সঙ্গেই দারুণ সম্পর্ক বজায় রাখেন। কিন্তু আড়ালে কাউকেই দেখতে পারেন না।


hr-tobias-goth.png
 

Users who are viewing this thread

Back
Top