What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কোন কাজে কত গতির ইন্টারনেট সংযোগ দরকার (1 Viewer)

cY5oApd.jpg


যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফটিসি) ২০১৫ সালে ঠিক করেছিল, ডাউনলোড এবং আপলোডের গতি সেকেন্ডে যথাক্রমে ২৫ এবং ৩ মেগাবিট (এমবিপিএস) হলে, সেটাকে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বলা হবে। তবে গত মার্চে দেশটির চার সিনেটর এফটিসির সে নীতিমালা বদলে ব্রডব্যান্ড সংযোগের ভিত্তি গতি সেকেন্ডে ১০০ মেগাবিট করার আহ্বান জানিয়েছে।

আমরা অবশ্য নিত্যদিনের কাজটা ঠিকঠাক করতে পারলেই খুশি। তবে প্রশ্ন হলো, কত গতির ইন্টারনেট সংযোগ নিত্যদিনের কাজে প্রয়োজন। সে বিষয়েও এফটিসির একটি নির্দেশনা আছে। তবে সে ওয়েবপেজেই এফটিসি জানিয়েছে, সেটি প্রমিত মান নয়। এদিকে গত মার্চে সিনেটের প্রতিবেদনে ইন্টারনেট ব্যবহার করে নানা কাজে প্রয়োজনীয় গতির তালিকা প্রকাশ করেছে সিনেট।

কাজপ্রয়োজনহলে ভালো হয়
ই-মেইল১ এমবিপিএস১ এমবিপিএস
ওয়েব ব্রাউজিং৩-৫ এমবিপিএস৫-১০ এমবিপিএস
সামাজিক যোগাযোগমাধ্যম৩-৫ এমবিপিএস১০ এমবিপিএস
ভিডিও কল৩-৫ এমবিপিএস১০-২০ এমবিপিএস
এইচডি স্ট্রিমিং৫-১০ এমবিপিএস১০-২০ এমবিপিএস
অনলাইন গেমিং৩-৬ এমবিপিএস২৫-৩৫ এমবিপিএস
ফোরকে স্ট্রিমিং২৫ এমবিপিএস৩৫ এমবিপিএস

এখানে অবশ্য আরও অনেক বিষয় মাথায় রাখতে হবে। যেমন একই ইন্টারনেট সংযোগ কতগুলো ডিভাইসে একসঙ্গে ব্যবহার করা হচ্ছে, মূল কাজের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ হচ্ছে কি না ইত্যাদি।
 

Users who are viewing this thread

Back
Top