

Bergamo
Forum God
Elite Leader
করোনার সময় রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানাটি বন্ধ ছিল। মানুষের পদচারণ ছিল অনুপস্থিত। সেখানে এখন চারদিক সবুজ হয়ে উঠেছে, সুনসান নীরবতা। একটা বনের আবহ চিড়িয়াখানাজুড়ে। এমন বুনো পরিবেশে খাঁচায় বন্দী পশুপাখিদের অনেকে শাবকের জন্ম দিয়েছে। সম্প্রতি চিড়িয়াখানাটি ঘুরে ছবিগুলো তোলা।
বসে আছে ময়ূরের ছানাগুলো।

বসে আছে ময়ূরের ছানাগুলো।