What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other হৃতিকের ১১০ কোটি টাকার বাড়ির অন্দর (1 Viewer)

5wnAc6b.jpg


তারকা নয়, তারকার বাড়ি। যেসব বলিউড তারকার বাড়ি হয়েছে ভোগ ইন্ডিয়ার 'কভার স্টোরি', তাঁদের মধ্যে আছেন হৃতিক রোশন। হৃতিকের বাড়ি নিয়ে লিখেছেন মিহিকা আগারওয়াল। আর ছবিগুলো তুলেছেন সুইডিশ আলোকচিত্রী বিয়র্ন ওয়াল্যান্ডার। এই ফিচারের সঙ্গে ব্যবহৃত ছবিগুলো হৃতিক রোশন, সুজান খান, ভোগ ইন্ডিয়া আর বিয়োর্ন ওয়াল্যান্ডারের ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ris4BfL.jpg


হৃতিকদের ডাইনিং, ছবি: ইনস্টাগ্রাম

বিচ্ছেদের পরও ভালো বন্ধু হৃতিক ও সুজান। ১৩ বছর সংসারের পর ২০১৩ সালে বিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের পরও সন্তানদের সঙ্গে নিয়মিত ভারতের বাইরে বেড়াতে গেছেন তাঁরা।

w6VCBAD.jpg


দাবা খেলছে ছেলে, ছবি: ইনস্টাগ্রাম

সুজান তাঁদের সন্তান রিহান ও রিদানের সঙ্গে হৃতিকের ছবি তুলে দিয়েছেন। সেই ছবি তোলার ছবি নিয়েও হয়েছে প্রতিবেদন—বিচ্ছেদের পরও কীভাবে সুসম্পর্ক, বন্ধুত্ব অটুট থাকে, তার ওপর।

esyI9OY.jpg


বসার ঘর, ছবি: ইনস্টাগ্রাম

করোনা মহামারিকালের শুরুতে দুই পুত্র নিয়ে নতুন বাড়িতে উঠেছেন হৃতিক। আর তাঁদের সঙ্গে অতিমারিকালের পুরোটা সময় থাকছেন সুজানও।

d7CfN5Q.jpg


লকডাউনে সুজান ছেলেদের সঙ্গেই ছিলেন, ছবি: ইনস্টাগ্রাম

মুম্বাইয়ের জুহুর লিংক রোডে হৃতিকদের বাড়ি। বিশাল এক অ্যাপার্টমেন্টের ১৫ আর ১৬ তলা মিলে ডুপ্লেক্স। কিছুদিন পর কিনেছেন ১৪ তলাটিও।

I33aPia.jpg


দেয়ালে ঝুলছে চার্লি, বিছানায় কফি খাচ্ছেন সুজান, ছবিটি তুলেছেন হৃতিক নিজে আর সুজানকে না জানিয়েই পোস্ট করেছেন, ছবি: ইনস্টাগ্রাম

ডুপ্লেক্সটি কিনেছেন ৬৭ কোটি ৫০ লাখ রুপি দিয়ে। সেটি ২৭ হাজার ৫৩৪ স্কয়ার ফুট। আর ১৪ তলার দাম ৩০ কোটি রুপি। সেটি বেশ ছোট। ১১ হাজার ১৬৫ স্কয়ার ফুট। সব মিলিয়ে হৃতিকের বর্তমান বাড়ির দাম ৯৭ কোটি ৫০ লাখ রুপি। টাকার অঙ্কে তা ১১০ কোটি। এর সঙ্গে রয়েছে ১০টি গাড়ি পার্কিংয়ের জায়গা।

4PFmvOa.jpg


হৃতাকের বাড়ির অন্দর থেকে বাইরের ভিউ, ছবি: ইনস্টাগ্রাম

হৃতিকের বাড়ির বারান্দা থেকে দেখা যায় আরব সাগরের একাংশ। সন্তানদের নিয়ে বাড়ির বারান্দায় সময় কাটাতে ভালোবাসেন হৃতিক।

mVG3UBd.jpg


আছে খেলাঘর, ছবি: ইনস্টাগ্রাম

হৃতিকের বাড়ির অন্দরসজ্জা সাজিয়েছেন ভারতীয় বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার অভিনেশ শাহ। কয়েকটি বেডরুম, দুটি ড্রয়িংরুম, ডাইনিং, ড্রেসিং কাম মেকআপ রুম, লাইব্রেরি, মিটিং রুম, বারান্দা ছাড়াও হৃতিকের বাড়িতে আছে জিমনেসিয়াম আর একটা বিশাল খেলাঘর।

AVCP9r9.jpg


পোষা কুকুরের সঙ্গে দুই ছেলে, ছবি: ইনস্টাগ্রাম

খেলাঘরে আছে ফুটবল টেবিল, বিলিয়ার্ড টেবিল আর এক কোণে ভেন্ডিং মেশিন আর বাচ্চাদের ঝোলার জন্য একটা মাঙ্কি বার। ভেন্ডিং মোশিন থেকে বের হয় নানা পদের চকলেট।

4hV2MMW.jpg


এখানে বসে চিত্রনাট্য পড়েন হৃতিক, ছবি: ইনস্টাগ্রাম

সেলেবদের বাড়ির অন্দরসজ্জায় বিভিন্ন ভাইব থাকে। মিলেনিয়াল, মিনিমালিস্টিক, লাক্সারিয়াস, ইউরোপিয়ান আর্টফর্ম বা মডার্ন। কিন্তু হৃতিকের বাড়িতে এসব কিছু নয়, বরং প্রাধান্য পেয়েছে নিজেদের পছন্দ আর স্বাচ্ছন্দ্য। তবে বাড়ির অন্দরসজ্জা এমনভাবে করা হয়েছে, যেন কোনো দিক দিয়ে আলো বাধা না পায়।

OyDx8c3.jpg


একপাশে একটা ইজি চেয়ার, ছবি: ইনস্টাগ্রাম

এই বিষয়ে হৃতিক ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'অন্দরসজ্জার সব নিয়ম কানুন মেনে বাড়ি হয় না। বাড়ি এমন একটা জায়গা, যেখানে আমি জুতাটা খুলে আয়েশ করতে পারি। যেখানে আমি আমি হতে পারি।'

x3WIYq2.jpg


এখানে আরাম করে বসেন হৃতিক, ছবি: ইনস্টাগ্রাম

হৃতিকের বাড়ির দেয়ালে দেয়ালে ছোট ছোট 'কোটেশন' লেখা। যেগুলো নাকি জীবনকে উজ্জীবিত রাখে। বেডরুম আর বারান্দার এক কোনায় হৃতিক সাইমনের চেয়ার আর রোচে ববিসের কাউচ ফেলে দিয়েছেন। স্বাস্থ্যকর পানীয় হাতে নিয়ে এখানে বসে হৃতিক সূর্যোদয় আর সূর্যাস্ত দেখেন।

1Cj9try.jpg


ছবিগুলো খুবই স্পেশাল, ছবি: ইনস্টাগ্রাম

বিশাল কার্পেটটা 'মাহেঞ্জোদারো' সিনেমার সেট থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। অনেকটা ইন্ডিগো রঙের। হৃতিকের ভাষায়, 'সেটে একদিন আমি নানা রঞ্জক উঠিয়ে রাখছিলাম। তখন রংটা আামার মনে ধরে। ঠিক সেরুলিয়েন (গাঢ় নীল) নয়, আবার টারকোয়েজও (ফিরোজা নীল) নয়। এই দুয়ের মাঝামাঝি একটা রং।'

eo9HZQa.jpg


আরেকটি বসার ঘর, ছবি: ইনস্টাগ্রাম

জয়পুর থেকে অর্ডার করে বানানো কার্পেটটি। বসার ঘরের একটা জায়গায় বেশ কিছু ছবি ঝুলিয়ে রাখা। ছবিগুলোর বিষয়ে হৃতিক বলেন, 'ছবিগুলো ঠিক যতটা গুরুত্ব বহন করে, ততটা গুরুত্ব দিয়ে রাখা।'

ZvIYcz9.jpg


দেয়লে টাঙানো বিশ্বের মানচিত্র, ছবি: ইনস্টাগ্রাম

হৃতিকদের ডাইনিং টেবিলে ছয়টি কাঠের চেয়ার। আর টেবিলটি কাচের। এক পাশের দেয়ালে রয়েছে বিশ্বের মানচিত্র। সেটার দিকে তাকিয়েই তাঁরা ঠিক করেন, কোন ছুটিতে কোথায় যাবেন। সেখানে বেশ কিছু উজ্জ্বল রঙের চেয়ারও ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। সংক্ষেপে এই হৃতিকের বাড়ি।

sCfOkp0.jpg


হৃতিকের বাড়ি ভর্তি এমন ছোট ছোট নানা স্যুভেনিরে, ছবি: ইনস্টাগ্রাম
 

Users who are viewing this thread

Back
Top