What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other সঙ্গে কেউ নেই, ক্ষুব্ধ বুলিংয়ের শিকার মিশু (1 Viewer)

মা দিবস থেকে বাংলাদেশের বিনোদন অঙ্গন ফুঁসে উঠেছে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে। সেদিন ফেসবুকে অভিনেতা চঞ্চল চৌধুরী ও ভাবনার মায়ের সঙ্গে পোস্ট করা ছবিতে জড়ো হয় সাম্প্রদায়িক মন্তব্য। তখন একই রকম আক্রমণের শিকার হন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়, উপস্থাপক ও অভিনয়শিল্পী মিশু চৌধুরী। তাঁর ছবির নিচে জমা হওয়া বেশ কিছু কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট তিনি প্রকাশ করেন নতুন পোস্টে।

K20dd3R.jpg


মিশু চৌধুরী

ফেসবুকে বুলিংয়ের শিকার হওয়া মিশু চৌধুরী বলেন, 'আমি ক্রিকেট নিয়ে শো করি। ওই অংশটুকু আমি আমার পেজ ও অ্যাকাউন্ট থেকে শেয়ার করি, যাতে ক্রিকেট নিয়ে আগ্রহীরা সহজেই সেসব খুঁজে পান। ২০২০ সালের নভেম্বর মাস থেকে আমার ছবির নিচে একটা-দুটো করে বাজে মন্তব্য আসতে শুরু করে। তখন ব্লক করে দিতাম, রিপোর্ট করতাম। কিন্তু আর কত! এই সংখ্যা ক্রমশ বাড়ছে। সেদিন আপত্তিকর যে ভাষায় আমার পোস্টে শত শত মন্তব্য করা হয়েছে, সেগুলো মুখে আনা যায় না। সেসব দেখে যে কারো কোমায় চলে যাবার জন্য সেগুলো যথেষ্ট।'

mksQ8kH.jpg


মিশু চৌধুরী, ফেসবুক

মিশু জানান, তাঁর পোশাক নিয়ে বাজে মন্তব্য করা হলে কেউ কোনো প্রতিবাদ করেননি। তিনি অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ করেছিলেন, কেউ আমলে নেননি। মিশু বলেন, 'আমার ভোটে তাঁরা নির্বাচিত হন। ভোটের সময় ঠিকই ভোট চাইতে আসেন। এই ইন্ডাস্ট্রিতে আমি আট বছর ধরে আছি, অথচ আমাকে এভাবে বুলিংয়ের শিকার হতে হলো, কেউ কিছুই বলল না। মানুষ সেখানেই কথা বলে, যেখানে তাঁর স্বার্থ আছে। সরাসরি নিজের লাভ ছাড়া কেউ প্রতিবাদ করে না।'

মিশু সাইবার বুলিংয়ের শিকার হলে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী বন্যা মির্জা। এমনকি প্রতিবাদের ক্ষেত্রে বৈষম্য নিয়েও কথা বলেন তিনি। বন্যা বলেন, নীরব থাকার অর্থ অন্যায়কে সমর্থন করা। বন্যা মির্জা তাঁর পোস্টে লিখেছিলেন, 'নারী সহকর্মীর পক্ষে কথা বলা জরুরি। না বললে আপনার জন্য কথা বলার মতো কাউকে খুঁজে পাবেন না। আপনি যদি কথা না বলেন, তাহলে সমাজে যে বৈষম্য জারি থাকে, আপনার অবস্থান হয় তার পক্ষে। মিশু চৌধুরীর পোস্ট দেখলাম, তাকেও খুব আজেবাজে কথা শুনতে হলো। আমরা কি হিসাব করব যে কার জন্য কথা বলব আর কার জন্য বলব না? মাথায় একটা বৈষম্য রেখে অন্যান্য বৈষম্য নিয়ে কথা বললে তা কাজে আসে না।'

Q585vH5.jpg


বন্যা মীর্জা, ফেসবুক

মিশু জানান, নির্মাতা আফজাল হোসেন মুন্নাও তাঁর বুলিংয়ের বিষয়টি নিয়ে ৩৩ জনকে ট্যাগ করে পোস্ট দেন। তারপরও রুনা খান বা এ রকম দুই একজন ছাড়া কেউ টুঁ শব্দটি করেননি, প্রতিবাদ জানাননি। মিশু বলেন, 'আমাকে যদি একাই লড়তে হয়, তাহলে শিল্পী সমিতি করে আমার লাভ কী? এত বছর কাজ করে কোনো সহকর্মীই আমার জন্য একটা কথা বললেন না। এমনকি আজ বেশ কয়েকজন পুরুষ শিল্পী গেলেন সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে, কেউ আমার বা ভাবনার সঙ্গে যোগাযোগ করেননি।'

08u6opA.jpg


মিশু চৌধুরী, ফেসবুক

ঈদুল ফিতরে মিশু চৌধুরীকে পাওয়া যাবে টেলিছবি 'আমরা আমরাই'তে। এ ছাড়া মিশু অভিনীত তিনটি ধারাবাহিক নাটক চলছে বিভিন্ন চ্যানেলে। বাংলাভিশনে 'মমতাজ মহল', দীপ্ত টেলিভিশনে 'মাশরাফি জুনিয়র' ও এটিএন বাংলায় 'খুব পেইনে আছি'। নারী ক্রিকেটারদের নিয়ে একটি বইও লিখছেন মিশু। ২০২২ সালে সেটি প্রকাশের ইচ্ছে আছে।
 

Users who are viewing this thread

Back
Top