What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সপ্তাহের সাধারণ জ্ঞান: ৫ (1 Viewer)

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া তথ্য থেকে তৈরি হয়েছে এই সাধারণ জ্ঞানের কুইজ। উত্তর দেওয়া থাকল লেখার শেষে।

fzkA8hZ.jpg


১. সম্প্রতি ভারতের কোন রাজ্য অক্সিজেন উৎপাদনে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে?

ক. চেন্নাই

খ. রাজস্থান

গ. পশ্চিমবঙ্গ

ঘ. কেরালা

২. নভোচারী মাইকেল কলিন্স কোথায় জন্মগ্রহণ করেন?

ক. যুক্তরাষ্ট্র

খ. কিউবা

গ. কানাডা

ঘ. রোম

৩. কে মূল মহাকাশযান নিয়ে একা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছিলেন?

ক. মাইকেল কলিন্স

খ. বাজ অলড্রিন

গ. নীল আর্মস্ট্রং

ঘ. মাইকেল পিয়েরে কলিন্স

৪. 'ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল' কত সালে পাস হয়?

ক. ২০১৭

খ. ২০১৮

গ. ২০১৯

ঘ. ২০২০

৫. অস্কারের ৯৩ বছরের ইতিহাসে প্রথম এশীয় নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন ক্লোয়ি ঝাও। তিনি কোন দেশের নাগরিক?

ক. জাপান

খ. ভারত

গ. চীন

ঘ. কোনটিই নয়

৬. শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?

ক. চট্টগ্রাম

খ. নারায়ণগঞ্জ

গ. মৌলভীবাজার

ঘ. সাভার

৭. কোন বিখ্যাত সাহিত্যিকদ্বয় একই সালে জন্মগ্রহণ করেন?

ক. কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য

খ. সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু

গ. বেগম রোকেয়া ও সুফিয়া কামাল

ঘ. কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ

৮. কোন বিখ্যাত সাহিত্যিকদ্বয় একই সালে মৃত্যুবরণ করেন?

ক. আহসান হাবীব ও শওকত ওসমান

খ. কাজী নজরুল ইসলাম ও জসীমউদদীন

গ. সৈয়দ আলী আহসান ও সৈয়দ ওয়ালীউল্লাহ

ঘ. বঙ্কিমচন্দ্র ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৯. কোন ব্যাংক বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড সেবা নিয়ে আসে?

ক. ডাচ্-বাংলা ব্যাংক

খ. সিটি ব্যাংক

গ. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

ঘ. ব্র্যাক ব্যাংক

১০. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম কী?

ক. বিজেপি

খ. কংগ্রেস

গ. তৃণমূল কংগ্রেস

ঘ. পশ্চিমবঙ্গ বামফ্রন্ট

১১. ভারতের ২৮টি রাজ্যের মধ্যে কয়টি রাজ্যে নারী মুখ্যমন্ত্রী আছেন?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

১২. তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ঘাসফুল। কোন কবির সাম্প্রদায়িক সম্প্রীতির কবিতার সঙ্গে মিল রেখে এই প্রতীক নির্বাচন করা হয়?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. সুকান্ত ভট্টাচার্য

গ. জীবনানন্দ দাশ

ঘ. কাজী নজরুল ইসলাম

১৩. ব্যাংকে না গিয়ে এটিএম থেকেও গ্রাহকেরা টাকা তুলতে পারেন। এই এটিএম-এর পূর্ণ রূপ কী?

ক. অটোমেটেড ট্রানজেকশন মেশিন

খ. অটোমেটেড টেলার মেশিন

গ. অটোমেটিক ট্রানজেকশন অব মানি

ঘ. কোনোটিই নয়

১৪. অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোটের নাম কী?

ক. স্কোয়াড

খ. কোয়াড

গ. এনএসআই

ঘ. ফরওয়ার্ড

১৫. বর্তমানে এক লাখ সন্তান জন্ম দিতে গিয়ে কতজন মায়ের মৃত্যু হচ্ছে?

ক. ১৬৫

খ. ২৬৫

গ. ১৪৫

ঘ. ২৪৫

১৬. বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক কে?

ক. ইউরি গ্যাগারিন

খ. ডেনিস টিটো

গ. নীল আর্মস্ট্রং

ঘ. মাইকেল কলিন্স

১৭. টানা কততম বারের মতো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করলেন?

ক. দ্বিতীয়

খ. তৃতীয়

গ. প্রথম

ঘ. চতুর্থ

১৮. আহমদ ছফা রচিত 'যদ্যপি আমার গুরু' বইয়ের গুরু কে?

ক. অধ্যাপক আহমদ শরীফ

খ. অধ্যাপক ইউসুফ আলী

গ. অধ্যাপক আনিসুজ্জামান

ঘ. অধ্যাপক আবদুর রাজ্জাক

১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করতেন?

ক. ইত্তেহাদ

খ. আজাদ

গ. মিলাত

ঘ. সমকাল

২০. 'ক্যান্সারের সাথে বসবাস' কার রচনা?

ক. সুফিয়া কামাল

খ. বেগম রোকেয়া

গ. জাহানারা ইমাম

ঘ. নভেরা আহমেদ


সঠিক উত্তর


১. সম্প্রতি ভারতের কোন রাজ্য অক্সিজেন উৎপাদনে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে?

উত্তর : কেরালা

২. নভোচারী মাইকেল কলিন্স কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : রোম

৩. কে মূল মহাকাশযান নিয়ে একা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করছিলেন?

উত্তর : মাইকেল কলিন্স

৪. 'ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল' কত সালে পাস হয়?

উত্তর : ২০১৮

৫. অস্কারের ৯৩ বছরের ইতিহাসে প্রথম এশীয় নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন ক্লোয়ি ঝাও। তিনি কোন দেশের নাগরিক?

উত্তর : চীন

৬. শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার

৭. কোন বিখ্যাত সাহিত্যিকদ্বয় একই সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ

৮. কোন বিখ্যাত সাহিত্যিকদ্বয় একই সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : কাজী নজরুল ও জসীমউদদীন

৯. কোন ব্যাংক বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড সেবা নিয়ে আসে?

উত্তর : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

১০. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম কী?

উত্তর : তৃণমূল কংগ্রেস

১১. ভারতের ২৮টি রাজ্যের মধ্যে কয়টি রাজ্যে নারী মুখ্যমন্ত্রী আছেন?

উত্তর : ১টি (পশ্চিমবঙ্গ)

১২. তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ঘাসফুল। কোন কবির সাম্প্রদায়িক সম্প্রীতির কবিতার সঙ্গে মিল রেখে এই প্রতীক নির্বাচন করা হয়?

উত্তর : কাজী নজরুল ইসলাম

১৩. ব্যাংকে না গিয়ে এটিএম থেকেও গ্রাহকেরা টাকা তুলতে পারেন। এই এটিএম-এর পূর্ণ রূপ কী?

উত্তর: অটোমেটেড টেলার মেশিন

১৪. অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোটের নাম কী?

উত্তর : কোয়াড

১৫. বর্তমানে এক লাখ সন্তান জন্ম দিতে গিয়ে কতজন মায়ের মৃত্যু হচ্ছে?

উত্তর : ১৬৫ জন (এটি বর্তমানে মাতৃমৃত্যু হার)

১৬. বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক কে?

উত্তর : ডেনিস টিটো

১৭. টানা কততম বারের মতো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করলেন?

উত্তর : তৃতীয়

১৮. আহমদ ছফা রচিত 'যদ্যপি আমার গুরু' বইয়ের গুরু কে?

উত্তর : অধ্যাপক আবদুর রাজ্জাক

১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করতেন?

উত্তর : ইত্তেহাদ

২০. 'ক্যান্সারের সাথে বসবাস' কার রচনা?

উত্তর : জাহানারা ইমাম
 

Users who are viewing this thread

Back
Top