What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম – মোবাইল ও কম্পিউটার থেকে (1 Viewer)

HkNq1Oj.jpg


২.৩ বিলিয়নের অধিক ব্যবহারকারী নিয়ে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও স্ট্রিমিং ও আপলোডিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। পরিসংখ্যান অনুসারে, ইউটিউবে ৩০ মিলিয়নের অধিক ব্যবহারকারী প্রতিদিন ৫ বিলিয়নের ও অধিক ভিডিও দেখে।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার, ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপ – এসব সার্চ করতে করতে হাঁপিয়ে গিয়েছেন? আর খুজঁতে হবেনা। এই পোস্টেই পেয়ে যাবেন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সকল অ্যাপ, নিয়ম ও সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা কি বেআইনী বা ইলিগাল?

ইউটিউব এ প্রদত্ত তথ্য অনুসারে, "ইউটিউব এ থাকা যেকোনো কনটেন্ট অনুলিপি, পুনরুৎপাদন, বিতরণ, প্রেরণ, সম্প্রচার, প্রদর্শন, বিক্রয়, লাইসেন্স, বা শোষণ অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয়।"

এর মানে হলো ইউটিউব অফিসিয়াল অ্যাপ/সিস্টেম ব্যাতীত অন্য কোনো মাধ্যমে ইউটিউব ভিডিও দেখা গুগল পছন্দ করে না। যদিওবা ব্রাউজার কিংবা অন্য কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেও ইউটিউব ভিডিও দেখা সম্ভব।

ইউটিউব এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। ভিডিও চালানোর সময় ইউটিউব অ্যাপে ভিডিওর নিচে একটি ডাউনলোড বাটন দেখা যায়। সেটি ক্লিক করলে ভিডিও ডাউনলোড করা যায়, তবে তা শুধুমাত্র ইউটিউব অ্যাপের মধ্যেই চলবে (ইন্টারনেট দরকার হবেনা)।

6kxYopD.jpg


এটি ব্যাতীত ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড ইউটিউবের টার্মস অফ সার্ভিস এর মধ্যে পড়েনা।

নিজের আপলোডকৃত অরিজিনাল কনটেন্ট ইউটিউব থেকে ডাউনলোড এর ক্ষেত্রে কোনো বাধানিষেধ থাকছেনা। তবে ব্যক্তিগতভাবে শুধু দেখার জন্য ভিডিও ডাউনলোড করা হলে, সেক্ষেত্রে কনটেন্ট ক্রিয়েটর বা ইউটিউব কতৃপক্ষ, কারোই সমস্যা হওয়ার কথা না।

ইউটিউব ভিডিও ডাউনলোড এর নিয়ম

ইউটিউব ভিডিও ডাউনলোড এর জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এসব সাইট ব্যবহার করে অনেক ধরনের ফরম্যাটে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। তবে সঠিক ইউটিউব ভিডিও ডাউনলোডের ওয়েবসাউট খুঁজে বের করা এতোটাও সহজ নয়।

আমরা খুঁজে বের করেছি ইউটিউব ভিডিও ডাউনলোড এর সবচেয়ে সহজ কিছু উপায় ও সহজ কিছু সফটওয়্যার। এসব ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড সম্ভব।

প্রথমে ইউটিউব ভিডিও এর লিংক কপি করতে হবে। এরপর উল্লেখিত সাইটে গিয়ে ওই লিংক পেস্ট করতে হবে। এরপর ভিডিও কনভার্ট শেষ হলে পছন্দের ফরম্যাটে ভিডিও ডাউনলোড করা যাবে। চলুন জেনে নেয়া যাক, ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম ও ডাউনলোড এর সফটওয়্যার ও অ্যাপ সম্পর্কে।

SaveFrom.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড

SaveFrom.net একটি অনলাইন ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট। এই ওয়েবসাইট ব্যবহার করে অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড, পিসি, ম্যাক সহ যেকোনো ইন্টারনেট সংযুক্ত প্ল্যাটফর্মেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে।

ইউটিউব ভিডিও ডাউনলোড এর পাশাপাশি, SaveFrom.net থেকে অন্যসব ওয়েবসাইট থেকেও ভিডিও ডাউনলোড করা যায়। ওয়েবসাইটটি ব্যবহার করে ফেসবুক ভিডিও, ডেইলিমোশন ভিডিও, ভিকে ভিডিও, ভিমিও ভিডিও, টিকটক ভিডিওসহ আরো অনেক সাইটের ভিডিও খুব সহজেই ডাউনলোড করা যায়।

ওয়েবসাইটটি ব্যবহার করে ইন্সটাগ্রাম এর ছবি, ভিডিও, এমনকি স্টোরিও ডাউনলোড করা যায়। SaveFrom.net ব্যবহার করে সাউন্ডক্লাউড থেকেও গান ডাউনলোড করা যায়। এছাড়াও হটস্টার থেকে ভিডিও ডাউনলোড করা যাবে Savefrom.net ওয়েবসাইট ব্যবহার করে।

SaveFrom.net ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড যেকোনো ব্রাউজার ব্যবহার করেই করা যাবে। ওয়েবসাইটটি ব্যবহার করে গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, সাফারি, মজিলা ফায়ারফক্স সহ সকল ব্রাউজার থেকেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।

SaveFrom.net হতে বিভিন্ন কোয়ালিটি ফরম্যাটে ভিডিও ডাউনলোড করা যায়, যেমনঃ ৪কে, ২কে, এইচডি, এসডি, ইত্যাদি। তবে ডাউনলোড করা ভিডিও এর কোয়ালিটি আপলোডকৃত ভিডিও এর কোয়ালিটির উপর অনেকাংশে নির্ভর করে। চলুন জেনে নেয়া যাক, SaveFrom.net ওয়েবসাইটটি ব্যবহার করে কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।

কম্পিউটারে SaveFrom.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতেঃ

  • যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটির লিংক ব্রাউজারের এড্রেস বার থেকে কপি করুন
  • SaveFrom.net ওয়েবসাইটে প্রবেশ করুন
  • কপি করা ইউটিউব ভিডিও লিংকটি ওয়েবসাইটে প্রদত্ত বক্সে পেস্ট করে দিন
  • এরপর কোন কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান, সেটি নির্বাচন করুন
  • ভিডিও কোয়ালিটি সিলেক্ট এর পর ভিডিও ডাউনলোড শুধু হয়ে যাবে

অ্যান্ড্রয়েড ও আইওএস এ SaveFrom.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে...

  • ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটি খুঁজে বের করুন
  • যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ভিডিও এর পাশে থাকা থ্রি-ডট বাটনে ক্লিক করুন
  • "Share" অপশনটি সিলেক্ট করুন
  • "Copy Link" সিলেক্ট করুন
  • এরপর ক্রোম, সাফারি বা অন্য যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন
  • এড্রেস বারে SaveFrom.net টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করুন
  • কপিকৃত লিংকটি পেস্ট করুন
  • কোন কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান, সেটি নির্বাচন করুন
  • সঠিকভাবে উল্লিখিত পদ্ধতি অবলম্বন করলে কাংখিত ইউটিউব ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে SaveFrom.net ওয়েবসাইট ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে। এছাড়াও অ্যান্ড্রয়েড এর জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপ রয়েছে। ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। গুগল ক্রোম এর জন্য রয়েছে ভিডিও ডাউনলোডার এক্সটেনশন। ইউটিউব ভিডিও ডাউনলোডার ক্রোম এক্সটেনশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Genyt.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড

অ্যান্ড্রয়েড, আইওএস, এমনকি কম্পিউটারেও ইউটিউব ভিডিও ডাউনলোড এর জন্য সবচেয়ে সহজ ওয়েবসাইট হচ্ছে Genyt.net। ওয়েবসাইটটিতে সম্পূর্ণ ইউটিউব ভিডিও ক্যাটালগ রয়েছে, যার থেকে খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। ওয়েবসাইটটিতে বিজ্ঞাপন প্রদর্শিত হওয়ায় ওয়েবসাইটটি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

ওয়েবসাইটটিতে প্রবেশের পর ইউটিউবের ট্রেন্ডিং গান ও ভিডিওগুলো দেখতে পাবেন। এছাড়াও পাশের সাইডবারে ইউটিউব ভিডিও সমুহ ক্যাটাগরি আকারে সাজানো রয়েছে।

ওয়েবসাইটের টপে একটি সার্চবার রয়েছে, যা ব্যবহার করে ইউটিউবে প্রবেশ করা ছাড়াই করা যাবে যেকোনো ইউটিউব ভিডিও ডাউনলোড। এছাড়াও ইউটিউব ভিডিও লিংক এই বক্সে পেস্ট করার মাধ্যমেই ভিডিও ডাউনলোড করা যাবে।

Genyt.net এর ইউটিউব ভিডিও ডাউনলোডার ক্রোম এক্সটেনশন ব্যবহার করেও ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে। ইউটিউব ভিডিও ডাউনলোডার ক্রোম এক্সটেনশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Genyt.net থেকে কম্পিউটার, ট্যাবলেট, অ্যান্ড্রয়েড, আইফোন ইত্যাদি ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে...

  • যেকোনো ব্রাউজার ব্যবহার করে Genyt.net ওয়েবসাইটে প্রবেশ করুন
  • যে ভিডিওটি ডাউনলোড করতে চান, তা সার্চ করে খুঁজে নিন
  • কাংখিত ভিডিও খুঁজে পাওয়ার পর ইচ্ছানুযায়ী ভিডিও ডাউনলোড কোয়ালিটি নির্বাচন করুন
  • এরপর ইউটিউব ভিডিও ডাউনলোড শুরু হবে
  • এছাড়াও ইউটিউব ভিডিও লিংক সার্চবক্সে পেস্ট করেও ভিডিও ডাউনলোড করা যাবে।
Yt1s.com থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড

ইউটিউন ভিডিও ডাউনলোড এর পাশাপাশি YT1S.com ওয়েবসাইটে আরো অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমনঃ ওয়েবসাইটটিতে ইউটিউব ভিডিও এমপি৩ আকারে ডাউনলোড করা যায়। ফেসবুক ভিডিও ও ডাউনলোড করা যায় ওয়েবসাইটটি হতে।

Yt1s.com ব্যবহার করে কম্পিউটারে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে...

  • যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটির লিংক ব্রাউজারের এড্রেস বার থেকে কপি করুন
  • yt1s.com ওয়েবসাইটে প্রবেশ করুন
  • কপি করা ইউটিউব ভিডিও লিংকটি ওয়েবসাইটে প্রদত্ত বক্সে পেস্ট করে দিন
  • কোজ ফরম্যাটে ডাউনলোড করতে চান, সেটি নির্বাচন করে "Download" বাটন চাপুন
  • কনভার্ট শেষ হওয়ার পর ভিডিও ফাইলটি ডাউনলোড করুন

Yt1s.com ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইওএস এ ইউটিউব ভিডিও ডাউনলোড করতে....

  • ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটি খুঁজে বের করুন
  • যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ভিডিও এর পাশে থাকা থ্রি-ডট বাটনে ক্লিক করুন
  • "Share" অপশনটি সিলেক্ট করুন
  • "Copy Link" সিলেক্ট করুন
  • এরপর ক্রোম, সাফারি বা অন্য যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন
  • YT1S.com এ প্রবেশ করুন
  • কপিকৃত লিংকটি পেস্ট করুন
  • কোন কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করে ডাউনলোড চাপুন
  • ভিডিও কনভার্ট হয়ে গেলে ডাউনলোড করতে পারবেন।

ভিএলসি প্লেয়ার ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড

কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে সবাই কমবেশি ভিএলসি মিডিয়া প্লেয়ার এর সাথে পরিচিত হওয়ার কথা। ভিএলসি প্লেয়ার দিয়ে যেকোনো ফরম্যাটের মিডিয়া ফাইল প্লে করা যায়। তবে এতেই সীমাবদ্ধ থাকছেনা ভিএলসি মিডিয়ার প্লেয়ার এর সুবিধাসমুহ।

ভিএলসি মিডিয়া প্লেয়ার করে করা যাবে যেকোনো ইউটিউব ভিডিও ডাউনলোড। তবে ভিএলসি প্লেয়ার ব্যবহার করে শুধুমাত্র কম্পিউটারেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে।

কম্পিউটারে ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে...

  • যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটির লিংক কপি করুন
  • ভিএলসি প্লেয়ার ওপেন করুন
  • Media মেন্যু হতে Network Stream সিলেক্ট করুন
  • network URL বক্সে কপি করা ইউটিউব ভিডিও লিংকটি পেস্ট করুন ও Play চাপুন
  • ভিডিও চলাকালীন সময়ে Tools মেন্যু হতে Codec Information এ প্রবেশ করুন
  • টেক্সটবক্সে ভিডিও এর ডিরেক্ট লিংক পাবেন, সেটি কপি করুন
  • কপি করা লিংকটি যেকোন ব্রাউজারে পেস্ট করুন
  • এরপর রাইট মাউস বাটন ক্লিক করে Save Video As এ ক্লিক করে ভিডিওটি কম্পিউটারে সেভ করুন।

যেহেতু ইউটিউব ভিডিও ডাউনলোড এর এই পদ্ধতিটি শুধুমাত্র কম্পিউটারে কাজ করে, সেক্ষেত্রে উল্লেখিত পদ্ধতি ব্যবহার করে ভিডিও ডাউনলোড করতে আপনার একটি ডেক্সটপ বা ল্যাপটপ এর প্রয়োজন হবে। ভিএলসি এর অ্যান্ড্রয়েড অ্যাপে ফিচারটি কাজ করেনা। আপনি যদি মোবাইল ব্যবহারকারী হন, তবে উল্লেখিত অন্য যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।

সেরা ইউটিউব ভিডিও ডাউনলোড এর ওয়েবসাইট বা অ্যাপ কোনটি?

কম্পিউটারে হোক কিংবা মোবাইলে, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড এর প্রসেস উভয় ক্ষেত্রেই একই। যদি প্রশ্ন আসে ইউটিউব ভিডিও ডাউনলোড এর সেরা অ্যাপ কিংবা ওয়েবসাইট কোনটি, সেক্ষেত্রে উত্তর ব্যাক্তিভেদে সম্পূর্ণ আলাদা হতে পারে। তাই ইউটিউব ভিডিও ডাউনলোড এর ক্ষেত্রে আপনার পছন্দের ওয়েবসাইটটি বেচে নিন।

উল্লেখিত তালিকা হতে আপনার পছন্দের ইউটিউব ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top