What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

রমজানে আইটেলের সেরা চারটি বাজেটবান্ধব স্মার্টফোন (1 Viewer)

BkQoif9.png


বিশ্বজুড়ে মুসলমানরা দ্বিতীয়বার মতো লকডাউনের মধ্যেই রোজা পালন করছেন। চলমান অতিমারি মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকেও। বর্তমানের অবরুদ্ধ পরিস্থিতিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যে কতটা গুরুত্বপূর্ণ, তা সবারই বোধগম্য।

রমজানের দিনগুলোয় যদি পরিবার বা বন্ধু এবং প্রিয়জনকে মিস করতে না চান, তবে আপনার একটি নতুন এবং সাশ্রয়ী স্মার্টফোন থাকা অত্যন্ত জরুরি। আর গ্রাহকদের চাহিদা এবং বাজেটের বিষয় মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ডিভাইস নিয়ে আসায় বছরের পর বছর ধরে সবার পছন্দের ফোন হয়ে উঠেছে আইটেল।

ভিশন ২ সিরিজ

hRXg6mu.png


শুধু আকর্ষণীয় ডিজাইন নয়, সেই সঙ্গে সেগমেন্ট-ফার্স্ট ফিচারের কারণে ব্যবহারকারী ও রিভিউয়ারদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছে আইটেল ভিশন ২ সিরিজের ফোনগুলো। যার জন্য ২০২০ ও ২০২১ সালের এই সেগমেন্টের সেরা স্মার্টফোনগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে আইটেল ভিশন ২ সিরিজ।

আইটেল ভিশন ২ স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চির এইচডি ও ডট নচ ফুলস্ক্রিন ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে ৮ এমপি এআই সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে ৪০০০ এমএএইচ বিশাল ব্যাটারি রয়েছে। ফোনটি ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম এবং ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ১.৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসরের ফোনটি অ্যান্ড্রয়েডটিএম ১০ (গো এডিশন) চালিত। ৮.৩ মিলিমিটার সুপার স্লিম বডির ফোনটিতে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ভিশন ২ সিরিজের ২/৩২ জিবি সংস্করণ স্মার্টফোনটির দাম ৮ হাজার ৪৯০ টাকা এবং ৩/৬৪ জিবি সংস্করণ স্মার্টফোন সেটের দাম ৯ হাজার ৪৯০ টাকা।

ভিশন ১ প্রো সিরিজ

JWw7vDx.png


ট্রেন্ডি ফিচারের কোনো স্টাইলিশ ফোন কিনতে চাইলে ভিশন ১ প্রো সিরিজটি আপনার পছন্দ হবে। ৬.৫ ইঞ্চি এইচডি ও ওয়াটারড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে, ৪০০০ এমএএইচ বিগ ব্যাটারি এবং ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম আর ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম—এ দুটি সংস্করণে আইটেল ভিশন ১ প্রো ফোনটিকে বাস্তবিক অর্থেই মাস্টারপিস করে তুলেছে। আইটেল ভিশন ১ প্রোতে ৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরার সঙ্গে ৫ এমপি সেলফি ক্যামেরা আছে। নিরাপত্তা নিশ্চিতে এতে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েডটিএম ১০ (গো সংস্করণ) চালিত ১.৪ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর ফোনটিতে ফোরজি চালানো যাবে। ভিশন ১ প্রো ২/৩২ জিবি সংস্করণ স্মার্টফোন সেটের দাম ৭ হাজার ২৯০ টাকা এবং ৩/৩২ জিবি সংস্করণ স্মার্টফোনটির দাম ৮ হাজার ৬৯০ টাকা।

আইটেল এ৩৬

4wdbFA4.jpg


এন্ট্রি লেবেলের স্মার্টফোন হলো আইটেল এ৩৬, যা শুধু সাশ্রয়ী ফোনই নয়, সেই সঙ্গে এতে এমন সব ফিচার পাবেন, যা আপনার প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। ফোনটিতে ৩০২০ এমএএইচ ব্যাটারি আছে, যা অন্যান্য এন্ট্রি-লেবেলের স্মার্টফোনে নেই বললেই চলে। আইটেল এ৩৬ ফোনটিতে ৫.৫ এইচডি ও ডিসপ্লে আছে। ফোনটিতে কোয়াড-কোরের ১.৩ গিগাহার্টজ প্রসেসর এবং ১ জিবি র‍্যাম ও ১৬ জিবি রম রয়েছে, যা অ্যান্ড্রয়েড ৯ (গো এডিশন) চালিত। স্মার্টফোনটিতে ৫ এমপি রিয়ার ক্যামেরার সঙ্গে ৫ এমপি সেলফি ক্যামেরা সুবিধাযুক্ত করা হয়েছে। বাজেটবান্ধব স্মার্টফোন সেটের দাম ৫ হাজার ২৯০ টাকা।

আইটেল এ৪৮

1c9i8LA.png


আইটেল এ৪৮ বেসিক স্মার্টফোন সিরিজের সর্বশেষ সংযোজন। সাশ্রয়ী মূল্যে সবাইকে অ্যান্ড্রয়েড ফোন কেনার সুযোগ করে দিচ্ছে আইটেল, যা বেশির ভাগ স্মার্টফোন ব্র্যান্ডে কল্পনা করা যায় না। অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) চালিত আইটেল এ৪৮ ফোনটির আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ৬.১ ইঞ্চি এইচডি ও ডিসপ্লে ফুলস্ক্রিন এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে ৫ এমপি সেলফি ক্যামেরা। এ ছাড়া ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম স্মার্টফোনটিতে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোন সেটের দাম ৬ হাজার ৯৯০ টাকা।
 

Users who are viewing this thread

Back
Top