

Bergamo
Forum God
Elite Leader
করোনার কারণে লকডাউনের সময় মিরপুর চিড়িয়াখানা বন্ধ থাকায় প্রাণীদের বেশ ভালো সময় কাটছে। ২০১৯ সালে বছরজুড়ে পাঁচ প্রজাতির মোট ৪১টি প্রাণী জন্ম নিয়েছিল। সেখানে চলতি বছরের এ পর্যন্ত ৬০টিরও বেশি নতুন প্রাণী যোগ হয়েছে ঢাকা চিড়িয়াখানায়। করোনাভাইরাস মহামারির কারণে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকা এই চিড়িয়াখানায় কীভাবে দিন কাটছে প্রাণীদের, তারই চিত্র তুলে ধরা হলো এখানে।
পরিচালকের বিশেষ আগ্রহে হাতিকে ফুটবল খেলার চর্চা করানো হচ্ছে।

পরিচালকের বিশেষ আগ্রহে হাতিকে ফুটবল খেলার চর্চা করানো হচ্ছে।