What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আমার গুগল ক্রোমে কোন কোন এক্সটেনশনগুলো থাকা প্রয়োজন? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম। Statcounter এর অনুসারে, গুগল ক্রোম বিশ্বের সর্বাধিক ব্যবহৃত একটি ওয়েব ব্রাউজার। অন্যান্য ওয়েব ব্রাউজার এর চাইতে এটি অনেক স্মুথ ও ইউজার ফ্রেন্ডলি। তবে গুগল ক্রোম এক্সটেনশনগুলোর ব্যবহার আপনার ব্রাউজিং এর অভিজ্ঞতাকে আরো সহজ করে তুলবে। আজকে আলোচনা করবো ১০ টি প্রয়োজনীয় গুগল ক্রোম এক্সটেনশন নিয়ে, যেগুলো ব্যবহার করে আপনার ইন্টারনেট ব্রাউজিং হবে সহজ। আসুন জেনে নেওয়া যাক –

১. LastPass : LastPass হলো একটি পাসওয়ার্ড ম্যানেজার। এই এক্সটেনশন এ আপনি সকল প্রকার একাউন্ট এর পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন। LastPass পাসওয়ার্ড সেভ করে রাখার পাশাপাশি একাউন্ট এর জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতেও সাহায্য করে। পাসওয়ার্ড ভুলে গেলে পরে তা মনে করা অনেক সময় আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। LastPass আপনার এ সমস্যার সমাধান করে দিবে। ডাউনলোডঃ LastPass

২. Grammarly : নামটি দেখেই বুঝতে পারছেন এই এক্সটেনশনটি গ্রামারের সাথে সম্পর্কিত। আপনি লেখার সময় যখন কোন ভুল করবেন তখন এটি ভুলগুলো খুঁজে পেতে সাহায্য করে। সেই ভুলগুলো কিভাবে সংশোধন করতে হবে তার দিক নির্দেশনা ও দেয় এটি। যেমন – দাঁড়ি,কমা বা বানান এর ভুল। ডাউনলোডঃ Grammarly

৩. TinyEye Reverse Image Search : এটির মাধ্যমে আপনি আপনার যে কোন ছবির মত মিল রয়েছে এমন কিছু খুঁজে বের করতে পারেবন সহজেই! ডাউনলোডঃ TinyEye Reverse Image Search

৪. GoFullPage : ব্রাউজার এর যেকোন পেইজ ফুল স্ক্রীনশট নেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত এক্সটেনশন। এটি দিয়ে এক ক্লিকে পেইজ এর স্ক্রীনশট নেয়া এবং প্রয়োজন অনুযায়ী সেটা এডিট করা যায়। এতে স্ক্রীনশটগুলো png, jpg ও pdf ফরমেট এ সেভ করতে পারবেন। ডাউনলোডঃ GoFullPage

৫. Earth Vpn : ইন্টারনেট ইউজার হিসেবে আমরা সবাই ভিপিএন এর ব্যবহার সম্পর্কে জানি। অনলাইনে গোপনীয়তা রজায় রাখা কিংবা নির্দিষ্ট কিছু দেশে বা জায়গাতে ব্লক করা অনেক ওয়েবসাইট রয়েছে সেগুলো ভিজিট করার জন্য ভিপিএন এর ব্যবহার বেশি প্রচলিত। এই এক্সটেনশনটি ব্যবহার করে আপনি যে কোন ওয়েবসাইট এ সহজে ব্রাউজ করতে পারবেন। ডাউনলোডঃ Earth VpnPhoto by Deepanker Verma from Pexels

৬. Speedtest : Ookla দ্বারা পরিচালিত Speedtest টুলটির মাধ্যমে আপনার ইন্টারনেট এর গতি সহজেই চেক করতে পারবেন। ডাউনলোডঃ Speedtest

main-qimg-675573bc884bb4f324d0f8211a2588d1


৭. Ghostery : এই এক্সটেনশন দিয়ে এডস ব্লক করা, অনলাইন ট্র্যাকার যারা গোপনে অন্যের তথ্য চুরি করে তাদের ব্লক করে রাখে এবং দ্রুত ওয়েবসাইট ব্রাউজ করতে সাহায্য করে। এই এক্সটেনশনটি থাকলে আপনাকে আলাদা করে আর এড ব্লক এক্সটেনশন ব্যবহার করতে হবে না। ডাউনলোডঃ Ghostery

৮. Simple Allow Copy : অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনি কোনো কন্টেন্ট কপি করতে পারবেন না। Simple Allow Copy এক্সটেনশনটি আপনার ব্রাউজার এ থাকলে যে কোন কন্টেন্ট সহজে কপি করতে পারবেন। ডাউনলোডঃ Simple Allow Copy

৯. HTTPS Everywhere : কোনো ওয়েবসাইট ভিজিট করা সময় ওই URL এর আগে https:// (HyperText Transfer Protocol Secure) যুক্ত এই প্রোটোকলটি দেখলে বুজবেন আপনি SSL encryption ব্যবহৃত সাইটে প্রবেশ করেছেন। যার মানে হলো আপনি একটি সিকিউরিটি যুক্ত ওয়েবসাইট প্রবেশ করেছেন। আর http:// যুক্ত যে সব ওয়েবসাইট দেখতে পাবেন সেগুলো বিশেষ সিকিউরিটি যুক্ত করা হয়নি। যার ফলে সে সকল ওয়েবসাইট সহজে হ্যাক করা যায় এবং তথ্য সহজে চুরি হয়। এই গুগল ক্রোম এক্সটেনশন দিয়ে যে কোন ওয়েবসাইট ভিজিট করুন না কেন সেটিকে https:// যুক্ত করার মাধ্যমে আপনার ব্রাউজিংকে সুরক্ষিত করে তোলে। ডাউনলোডঃ HTTPS Everywhere

১০. Video Downloader Plus : যে কোন ওয়েবসাইট থেকে আপনার পছন্দের ভিডিও ডাউনলোড করার জন্য এই এক্সটেনশনটির ব্যবহার অনেক। ক্রোম ব্রাউজার এ থাকা এক্সটেনশনটির ডাউনলোড আইকনটি ক্লিক করলে মুহুর্তের মধ্যে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে। তবে তাদের কিছু রুলস রয়েছে, যেমন : আপনি ইউটিউব এর ভিডিও ডাউনলোড করতে পারবেন না এই ডাউনলোড এক্সটেনশনটি দিয়ে। ডাউনলোডঃ
Video Downloader Plus
 

Users who are viewing this thread

Back
Top