What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ হওয়া সত্বেও সেই দেশের টাকার নোটে হিন্দুদের দেবতা গণেশের ছবি থাকে কেন? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
ইন্দোনেশিয়া একটি ইসলামী দেশ, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মকে অনুসরণ করে। প্রায় ৮৯ শতাংশ মানুষ মুসলিম এবং ৩ শতাংশ হিন্দু, তবে হাজার হাজার বছর আগে ইন্দোনেশিয়ায় ইসলাম আসার আগে হিন্দু ধর্ম একটি খুব জনপ্রিয় ছিল এবং সারা দেশে বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে।

ইন্দোনেশিয়ার বিস্তৃত হিন্দু প্রভাবের বিভিন্ন উদাহরণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ২০,০০০ রুপিয়া নোট। নোট টির সামনের দিকে হাজার দেওয়ন্তরার একটি চিত্রের পাশাপাশি হিন্দু দেবতা গণেশের একটি শিলালিপি রয়েছে।

main-qimg-7fd8905e8bf4ab1f76f82cbcf1031b99


নোটে দেবতা গণেশের শিলালিপি ছাড়াও ইন্দোনেশিয়া বিভিন্ন ধরণের হিন্দু সংস্কৃতিতে সমৃদ্ধ । অর্জুন বিজয়া মূর্তিটি জাকার্তা চত্বরে একটি ঐতিহাসিক নিদর্শন।



এবং হনুমান ইন্দোনেশিয়ার সামরিক গোয়েন্দাদের সরকারী মাস্কট।

গারুদা পানকাসিলা ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক। এটি হিন্দু পৌরাণিক পাখি গারুদা দ্বারা অনুপ্রাণিত হয়েছে।তদুপরি, একটি শিক্ষাপ্রতিষ্ঠান বান্দুং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে লোগো হিসাবে গণেশের প্রতিকৃতি রয়েছে।

main-qimg-6a5a39b543270f2afccac1aea953f70c


এছাড়াও ইন্দোনেশিয়ার বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে হিন্দু দেবতা গণেশের ছবি লক্ষ্য করা যায়।



দেশজুড়ে প্রচুর হিন্দু নিদর্শন পরিলক্ষিত হয়। এছাড়া এখানকার স্থানীয়দের মধ্যে রামায়ণ-মহাভারতের গল্পগুলি বেশ প্রচলিত।

যাই হোক এবার প্রশ্নে আসি,

মুদ্রায় গণেশের চিত্র থাকার অন্যতম একটি কারণ হতে পারে ইন্দোনেশিয়ায় হিন্দু সংস্কৃতির এতো জোরালো উপস্থিতি এবং এই ধর্মের প্রতি সম্মান প্রদর্শন। এছাড়া আরেকটি লোক কথাও এখানকার মানুষের মুখে প্রচলিত তা হচ্ছে,

ডাঃ সুব্রমনিয়ান স্বামী একবার ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর কাছে তাদের মুদ্রার নোটে গণেশের চিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, মন্ত্রী ব্যাখ্যা করেছিলেন যে ১৯৯৭ সালে বেশ কয়েকটি এশীয় দেশের মুদ্রাস্ফীতি হচ্ছিলো। তো এই স্ফীতি রোধ করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পরে, কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন যে তাদের কাছে দেবতা গণেশের একটি চিত্র রয়েছে, যেটা মুদ্রায় ব্যবহার করলে সৌভাগ্য বয়ে আনবে । সেই থেকে চিত্রটি নোটে থেকে যায় এবং স্থানীয়রা এটি গ্রহণ করে।

সুতরাং, কারণটি তাদের সৌভাগ্যে আনার সেই বিশ্বাসই হোক বা দেশের ঐতিহ্য তবে একটি ব্যাপার এখানে অপরিবর্তনীয় সেটা হলো, প্রাচীন ভারত এবং হিন্দু ধর্মের সাথে দেশটির গভীর সম্পর্ক।
ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াতে ভারতীয় সংস্কৃতির প্রভাব ছিল। ইসলাম আসার সাথে সাথে তারা তাদের উপাসনার পদ্ধতি বদলেছে। সংস্কৃতি বদলায়নি।

ভারত-পাকিস্তান-বাংলাদেশে ধর্মের সাথে সাথে সংস্কৃতি বদলানর একটা প্রচেষ্টা বহুদিন থেকেই চলেছে। এখনো চলছে। গত ঈদে দেখলাম বাঙালী মুসলিম ছেলেরা তাদের বান্ধবীদের নিয়ে নদীর ধারে বেড়াতে এসেছে, মাথায় আরব বেদুইনদের মতো সাদা কালো কাপড়ের ফেট্টি বেঁধে। কখনও দেখি আই এস আও এস এর মতো কালো কাপরের রুমাল দিয়ে মাথা বেঁধে বাইক চালাচ্ছে।

এগুলো যদিও খুব বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এর মধ্যে অন্তর্নিহিত একটা উচ্ছাস লক্ষ করা যায়। প্রশ্ন কর্তার মনেও সেই থেকেই এই প্রশ্নের উদয় বলেই মনে হয়
 

Users who are viewing this thread

Back
Top