What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ককেশীয় কাদেরকে বলা হয়? ককেশাস অঞ্চলটা কোথায় অবস্থিত? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
এসিয়া- ইউরোপ এর মাঝে ইউরাল পর্বত মালা, ইউরাল নদী, কাস্পিয়ান সাগর (হ্রদ), ককেশাস পর্বতমালা, কৃষ্ণ সাগর, বশফরাস প্রণালী, মর্মরা সাগর, দারদানেলিস প্রণালী, ভুমধ্য সাগর, জিব্রালতার প্রণালী বিদ্যমান।ইউরপিও রাশিয়ার দক্ষিণ অংশের দক্ষিণ প্রান্তের কিছু, জর্জিয়া, আরমেনিয়া, আযাবাইযান, তুরস্ক ও ইরান কিছু অংশ- এ পর্বতমালা অঞ্চল গঠিত।

সাধারন ভাবে সাদা ফর্সা মানুষ অর্থাৎ ইউরোপীয় দের ককেশিও বলা হয়। তবে ইউরোপীয় দের অনেক ভাগ আছে- যেমন;

(ক) পর্তুগাল- স্পেন এর বংশধর যারা উত্তর ও দক্ষিণ আমেরিকাতে আছে তাদের হিস্পানিক বলা হয়।

(খ) রাশিয়া- পূর্ব স্লাভ, পলান্দ, লিথুনিয়া- পশ্চিম স্লাভ, বস্নিয়া হারজিগভিনা, সারবিয়া অ্যান্ড মন্তিনিগ্র, বুলগেরিয়া, - দক্ষিণ স্লাভ।

(গ) নরওয়ে, সুইডেন, ডেনমার্ক,- - - নদ্রিক কান্ত্রি; নরওয়ে , সুইডেন- স্কান্দিনেভিয়ান দেশ, নরওয়ে, সিদেন, ডেনমার্ক, আইসল্যান্ড- ভাইকিং জলদস্যু জাতি, ইংরেজ রা যেমন আমাদের শাসন করেছে, তেমনি সমুদ্র উপকূল সহ, তেমস, রাইন, সিন, নদী পথে ধুক্ত লততরাজ কর ত, ভল্গা নদী পথে পূর্ব ইউরোপে এর বিশাল অংশ তাদের দখলে ছিল, তারা উত্তর সাগর, বিস্কে উপসাগর, দভার প্রণালী, পোর ভুমফহ্য সাগর পথে হামলা করে লুট তরাজ করত। এম্নকি তারা বাগদাদে আব্বাসিও খেলাফত আমলে আসে ( ভদ্র বেশে), কিন্তু ফেরার পথে কাস্পান অঞ্চল - ক্রিস্ন সাগর, কাস্পিয়ান সাগর পথে মুসলিম অধ্যু শিত শহর লুত্তরাজ করে। বাইযান তাইন ( পূর্ব রোম সম্রাজ্য, পবিত্র কুরআন শরিফে সুরা রোম - এদের সম্পর্কে বলা হয়ে ছিল, ইতালির রোম নয়), সম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল , তুর্কী মুসলিম দের বিজয়ের পর এর নাম হয় ইস্তাম্বুল,( এ শহর নিয়ে হাদিসে অনেক আলছনা আছে)। হামলা করে।

তবে তুর্কী জন গন -কে কেন জেন ককেশিও বলে না।

তুরকিরা মুলত মধ্য এসিয়া (কাজাখস্তান, তুরক্মেনিস্তান, উযবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান), পশ্চিম এশিয়া( তুরস্ক), পশ্চিম চিন ( উইঘুর মুসলিম) অঞ্চলে রয়েছে।

তাতার- এই শব্দটি নিয়ে কিছু জতিলতা রয়েছে। আরবিতে সম্ভবত মঙ্গোল দের- যাদের দেশ মঙ্গোলিয়া সম্পর্কে বলা হয়েছে। সম্ভবত হাদিসে তাতারি দের আক্রমনের কথা বলা হয়েছে- এই তাতারি হচ্ছে মঙ্গোল (আবার মঙ্গল রা ৩ ধরনের হয়,), বিশ্ব বিখাত ত্রাশ গন হত্যাকারি, ৪ থেকে ৬কতি ল্লক হত্যা কারী চেঙ্গিশ খান (Genghis khan)এই মঙ্গলিয়ার লোক। চেঙ্গিশ খানের নাটি হালাকু খান (Hulagu khan) 1258সালে বাগদাদ নগরী ধ্বংস করেন। মঙ্গল্র চিন, সমগ্র মধ্য এসিয়া, ইরান, আফগানিস্তান, ইরাক, পুব তুরস্ক, রাশিয়া, ইউক্রেন, রমানিয়া, দখল করে ফেলে। তারা মস্ক,কিএভ, বাগদাদ, বেইজিং, সমস্ত ধ্বংস করে। ইহুদিরা হাদিসের তাতার শব্দ তিকে তুর্কী অরথে ব্যাবর করতে চাচ্ছে।পশ্চিম এসিয়া, মধ্য এসিয়া, পূর্ব ইউরোপ এর মঙ্গোল রা পরবরতিতে ইসলাম ধর্ম গ্রহন করে। বোম্বে ফিল্ম ইন্দাস্ত্রি তে যে খান রা আছে মনে হয় ঐ মঙ্গলদের বংশধর। ইউক্রেন এর পূর্বে, ক্রিস্ন সাগরের উত্তর অংশে ক্রিমিয়া উপদ্বীপ, এবং সংলগ্ন ডন ও ভল্গা নদির অববাহিকা অঞ্চল এ তাতার মুসলিম দের দেখা যায়। সোভিয়েত প্রেসিডেন্ট স্তালিন এর নির্দেশ (ইন্টারনেট এ বলা হয় মাত্র আধা অথবা এক অথবা দুই ঘণ্টা সময় দেয়া হয়েছিল - সংখাতা সঠিক মনে নেই) অপ্লপ সময়ে সাইবেরিয়ার স্রম শিবিরে পাথান হয়। অপর বর্ণনায় সাইবেরিয়ার উত্তরে পাথান হয়।পৃথিবীর উত্তরের শহর , যেটি সুমেরু ব্রিত্ত ( ৬৬.৫উত্তর অক্ষ এর উত্তরে) Norilosk শহরে এখন তাতার আছে। বর্তমান রাশিয়ার অন্যতম ভাষা তাতার ভাষা। North most Mosque of the world is lcated / found is in this Norilosk town. এখানে নিকেল খনি আছে।

চিন, জাপান, কোরিয়া, থাইলান্দ, জনগনের চেহারা মঙ্গলয়েড, অর্থাৎ - মঙ্গলিয়ার জনগনের মত।বাংলাদেশের চাকামা উপজাতির লোকজন মঙ্গলয়েড। এই মঙ্গলয়েড জনগুস্থি ধারনাআ করা যায় এই মঙ্গলইয়া, উত্তর চীন, উত্তর পূর্ব চিন থেকে বার্মা/ মিয়ানমার দখল করে, আর এখন বলছে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে গেছে, অতএব এর মিয়ানমার এর অধিবাসী নয়, বাংলাদেশী।

মালে- পলিনেসিয়ানঃ - - মালায়েসিয়া, ইন্দনেসিয়া, ফিলিপিনে , প্রসান্ত মহাশাগরিও অঞ্চলের দ্বীপ বাসী - ওশেনিয়া (1. melanesia, 2. micronesia, polenesia)- এরা হচ্ছে- মালে- পলিনেসিয়ান লোকজন।

আফ্রিকা- সাহারা মুরুভুমির পসচিম দিকে, পশ্চিম দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে, আরব দের সাথে অপর গুত্র (সঙ্খায় কিছুটা কম), বারবার জনগুশ্তি- মসল মান, ভাশা- বারবার।

কামারুন- অঞ্চল থেকে বলা হয় Bantu/ বানটু জাতি দক্ষিণ, দিকশিন পূর্ব, পূর্ব দিকে বিশাল অঞ্চলে ছড়িয়ে পরে, তাদের ভাষা- বানটু। জায়ার, রুয়ান্দা, বুরুন্দি ( কঙ্গু- বেলজিয়ামের কলোনি ছিল) ,এঙ্গোলা ( পরতুগালের কলোনি), নামিবিয়া (প্রাক্তন সাউথ ওয়েস্ট আফ্রিকা, জারমানির উপনবেশ, প্রথম বিশ্ব যুধ্বে দক্ষিণ আফিরিকা দখল করে, পরে স্বাধীন হয়) , বতস্বয়ানা, জাম্বিয়া, জিম্বাবুওে (এই ২তি দেশ পূর্বে রোডেেশিয়া নাম ছিল)- এসব অঞ্চলে বান্তু জনগুশ্তি দেখা যায়।

গিনি উপুসাগরের উত্তরে, সাহারা মরু ভূমির দক্ষিণে কিছু জন গুশ্তির ভাষা- ফুল, মান্দিং, ,

নিউজিল্যান্ড- প্রাচীন জন গুষ্টি - মাউরি। এদের একটা প্রথা/ অনুষ্ঠান - জিহবা বের করা।
 

Users who are viewing this thread

Back
Top