What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

টেসলার গাড়ি চোখেই পড়ে না অথচ ইলন মাস্ক কীভাবে বিশ্বের শীর্ষ ধনী হলেন এবং তার আয়ের উৎস কী? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
বাংলাদেশেতো বটেই, এশিয়াতে Tesla বিক্রি কম। Tesla-এর ওয়েবসাইটে গেলে জানতে চাইবে আপনি কোথায় থাকেন ( এশিয়া লিস্টে নাই)।

main-qimg-38089706c9580abab7e145fc97ee8dbb


Co-founder এবং CEO হিসাবে Elon Musk ( পুরো নাম Elon Reeve Musk, ইনি South Africa, Canada এবং US-এর নাগরিক, ১৯৭১ সালে South Africa-র Pretoria তে জন্মগ্রহন করেন ) Tesla (শুরু হয় ২০০৩ সালে) গাড়ি তৈরীতে তিনি সব সময় সক্রিয় ছিলেন। তিনি Tesla-র জন্য যা করতেন; product design, engineering and global manufacturing of the company's electric vehicles, battery products, and solar energy products ( Solar Roof & Solar Panels ). Tesla ছাড়াও তিনি SpaceX, Neuralink and The Boring Company-গুলিতে সমানভাবে যুক্ত আছেন নিজ কর্ম দক্ষতায়।

main-qimg-48aef587ac1912b49bade43ac983d216


Wall Street-এ Apple, Microsoft, Amazon, and Alphabet-এর পর Tesla-র অবস্থান পঞ্চম এবং মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় USD ৮৩০ বিলিয়নের আশেপাশে। যদিও বাজারে এক ধরনের Over Capitalization-এর কানাঘুষা আছে। Tesla-এর সম্প্রতি একটি চার্ট দেখুন:


Elon Musk, Tesla ছাড়া যে কম্পানিগুলি চালান এবং আয় করে থাকেন, সেগুলি হচ্ছে;

  1. SpaceX- এ রকেট এবং মহাকাশযানের বিকাশের তদারকি করেন।
  2. Neuralink-এর CEO, এই কম্পানিটি মানব মস্তিষ্ককে কম্পিউটারে সংযুক্ত করতে আল্ট্রা হাই-ব্যান্ডউইথ ব্রেন-মেশিন ইন্টারফেস তৈরি করছে।
  3. Boring Company- যা দ্রুত-সাশ্রয়ী মূল্যের টানেলিং প্রযুক্তিকে একটি সর্ব-বৈদ্যুতিক পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে সংহত করে।
আশাকরি বুঝতে পারছেন, Elon Reeve Musk কেমন করে এতটা সম্পদের মালিক হলেন।
 

Users who are viewing this thread

Back
Top