What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কোন প্রোগ্রামিং বইটি সবচেয়ে ভালো এবং একদম শূন্য স্তর থেকে শেখা যায়? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
আমি প্রোগ্রামিং শেখার জন্য মাত্র একজন লেখকের বই পড়েছি। আর তা বাংলা ভাষায় লেখা। কেও যদি বাংলায় প্রোগ্রামিং শিখতে চায়, তাহলে আমি অবশ্যই তাকে বইটি পড়ার জন্য উৎসাহিত করব।

আর লেখকের নাম হচ্ছে তামিম শাহরিয়ার সুবিন।

main-qimg-4cd2c547934925d309a5ab84fd6123f9


ছবি: তামিম শাহরিয়ার সুবিন।

তিনি সিলেটের শাবিপ্রবি থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে একটি কোম্পানিতে কর্মরত আছেন। এর আগে তিনি সিঙ্গাপুরের রাইড শেয়ারিং সার্ভিস গ্র্যাবেও কাজ করেছেন।

তার লেখা কম্পিউটার প্রোগ্রামিং ৩টি বইয়ের একটি সিরিজ। যেখানে প্রাথমিকভাবে প্রোগ্রামিং শেখানো হয়েছে।

main-qimg-625883bf6e9531aa080f97fbe8684c95
ছবি: কম্পিউটার প্রোগ্রামিং বই। সূত্র: রকমারি.কম

বই ৩টি আপনি রকমারি, নীলক্ষেতের মানিক লাইব্রেরী এবং কাঁটাবনের দ্বিমিক পাবলিকেশনের আউটলেট থেকে কিনতে পারবেন।
 

Users who are viewing this thread

Back
Top