What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আলাপ অ্যাপে কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট রেটে (1 Viewer)

QNpJTF6.jpg


৩০ পয়সা প্রতি মিনিট রেটে কথা বলা যাবে আলাপ অ্যাপ ব্যবহার করে। আলাপ অ্যাপ হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড অর্থাৎ বিটিসিএল এর আইপি কলিং অ্যাপ। আলাপ অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিটে ৩০ পয়সা খরচে কথা বলা যাবে দেশের সকল মোবাইল নাম্বার ও ল্যান্ডফোন নাম্বারে।

চলুন জেনে নেয়া যাক, আলাপ অ্যাপ এর সুবিধা, একাউন্ট তৈরীর প্রক্রিয়া ও ব্যবহারের নিয়ম সম্পর্কে।

আলাপ অ্যাপ এর সুবিধা

প্রশ্ন আসতে পারে যে চিরাচরিত কলিং প্রথা বাদ দিয়ে কেনোই বা আলাপ অ্যাপ ব্যবহার করতে যাবেন। আলাপ অ্যাপ ব্যবহারের অন্যতম কারণ হলো এর আকর্ষণীয় প্রতি মিনিট কলরেট। প্রতি মিনিটে ৩০ পয়সা রেটে বাংলাদেশের কোনো সিম বা ল্যান্ডলাইনেই কথা বলা যায়না। সেদিক দিয়ে বিচার করলে আলাপ অ্যাপে দেশের সর্বনিম্ন কলরেট পাওয়া যাচ্ছে।

আলাপ অ্যাপ ব্যবহারকারীদের আলাদা ইউনিক নাম্বার দেওয়া হবে, যা শুরু হবে ০৯৬৯৬ দিয়ে। আলাপ অ্যাপে রয়েছে কল রেকর্ডিং সুবিধা। আলাপ অ্যাপ এর অন্যতম সুবিধা হচ্ছে কল ফরওয়ার্ডিং সুবিধা। অর্থাৎ অফলাইন থাকা অবস্থায় আলাপ অ্যাপে আসা কলগুলো সরাসরি ফোন নাম্বারেই আসবে। এর ফলে অফলাইনে থাকলেও, থাকছেনা কল মিস করার কোনো সমস্যা।

আলাপ একাউন্ট খুলতে কি কি লাগে?

আলাপ একাউন্ট খুলতে প্রয়োজন হবেঃ

  • একটি অ্যাকটিভ মোবাইল নাম্বার
  • ভ্যালিড এনআইডি কার্ড
  • ইন্টারনেট কানেকশন

আলাপ একাউন্ট খোলার নিয়ম

এতক্ষণ জানা গেলো আলাপ অ্যাপ ও এর সুবিধাসমুহ সম্পর্কে। এবার জেনে নেয়া যাক কিভাবে আলাপ অ্যাপে একাউন্ট খুলতে হয়। আলাপ একাউন্ট খুলতে হলেঃ

  • প্লে স্টোর থেকে অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে আলাপ App ইন্সটল করে অ্যাপ প্রবেশ করে Continue বাটনে ক্লিক করুন
  • এরপর যে ফোন নাম্বার দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন করতে চান, সে নাম্বারটি প্রদান করে Continue চেপে Ok তে ক্লিক করুন
  • পপ-আপ নোটিশ আসলে Allow করে দিন, ফোনে পিন কোড আসলে অটোমেটিক বসে যাবে
  • এরপর এনআইডি কার্ড ব্যবহার করে একাউন্ট ভেরিফাই করতে Next চাপুন
  • এনআইডি কার্ড এর সামনের অংশের ছবি তুলতে Scan the front side of NID card with camera লেখার নিচে থাকা ক্যামেরা বাটনে ক্লিক করুন
  • এরপর একইভাবে Scan the back side of NID card with camera লেখার নিচে থাকা ক্যামেরা বাটনে ক্লিক করে এনআইডি কার্ড এর ব্যাক সাইডের ছবি তুলুন
  • সঠিকভাবে এনআইডি কার্ড এর উভয় সাইডের ছবি তুলে আপলোড করা হয়ে গেলে Next চাপুন
  • এরপর Scanned Information পেজে এনআইডি কার্ড এ থাকা তথ্যগুলো প্রদর্শিত হলে Next চাপুন
  • এরপর Take a selfie পেজে আসলে সেল্ফি তুলতে ক্যামেরা বাটনে ক্লিক করুন
  • সেল্ফি তোলা হয়ে গেলে Next বাটন চাপুন
  • এই সেল্ফি যেহেতু ভেরিফিকেশনের কাজে ব্যবহার হবে, সেক্ষেত্রে ছবিতে পর্যাপ্ত আলো আছে কিনা তা খেয়াল রাখুন
  • এরপর আপনার প্রদত্ত তথ্যগুলো ভেরিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যাবে
  • অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেরিফিকেশন সম্পন্ন হলে Initialization প্রসেস এর পর আলাপ একাউন্ট খুলে যাবে।

আলাপ অ্যাপ ব্যবহারের নিয়ম

আলাপ অ্যাপে প্রোফাইল আপডেট করতেঃ

  • আলাপ App এ প্রবেশ করে ডান দিকে উপরে থাকা ৪টি বক্স সম্বলিত আইকনে ক্লিক করুন
  • My Account এ ক্লিক করুন
  • ডান দিকের উপরে থাকা Pen আইকনে ক্লিক করুন
  • এরপর প্রদর্শিত পেজ থেকে আপনার আলাপ একাউন্ট এর প্রোফাইল পিকচার, ইমেইল ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।

আলাপ অ্যাপে কল ফরওয়ার্ডিং চালু করার নিয়মঃ

  • আলাপ App এ প্রবেশ করে ডান দিকে উপরে থাকা ৪টি বক্স সম্বলিত আইকনে ক্লিক করুন
  • Settings এ ক্লিক করুন
  • Call Forwarding এ ক্লিক করুন
  • Forward to GSM Call অপশনটি চালু করুন
  • এরপর যে নাম্বারে কল ফরওয়ার্ড করতে চান, সে নাম্বারটি এন্টার করে Ok চাপুন।

আলাপ অ্যাপে রিচার্জ করার নিয়মঃ

  • আলাপ App এ প্রবেশ করে ডান দিকে উপরে থাকা ৪টি বক্স সম্বলিত আইকনে ক্লিক করুন
  • Recharge এ ক্লিক করুন
  • পেমেন্ট মেথড সিলেক্ট করে এমাউন্ট এন্টার করে Continue চাপুন
  • স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা করে রিচার্জ সম্পন্ন করুন।

এন্ড্রয়েডে আলাপ App ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আর আপনি যদি আইফোন বা আইপ্যাডে আলাপ ব্যবহার করতে চান, তাহলে এখানে ক্লিক করে অ্যাপ স্টোর থেকে আলাপ অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top