What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

গুগল ক্রোম অ্যাপ এর ১৫টি অসাধারণ ফিচার (1 Viewer)

Bergamo

Forum God
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
9,649
Messages
117,051
Credits
1,241,096
Glasses sunglasses
Berry Tart
Statue Of Liberty
Profile Music
Sandwich
sTBvBEM.jpg


বর্তমানে মোবাইল ব্রাউজিং এর জন্য অসংখ্য অ্যাপ থাকলেও কম্পিউটারের মত মোবাইল ব্রাউজিং মার্কেটেও ক্রোম এর আধিপত্য লক্ষণীয়। গুগল এর প্রোডাক্ট হওয়ায় অন্যান্য ওয়েব ব্রাউজার অ্যাপ থেকে উন্নত ফিচার পাওয়া যাওয়া গুগল ক্রোমে।

চলুন জেনে নেয়া যাক, গুগল ক্রোম অ্যাপ এর এমন অসাধারণ ১৫টি ফিচার যা দৈনন্দিন জীবনে আপনার মোবাইল ব্রাউজিং এর অভিজ্ঞতাকে উন্নত করবে।

সোয়াইপ এর মাধ্যমে ট্যাব পরিবর্তন

ক্রোমে এক ট্যাব থেকে অন্য ট্যাবে যেতে সাধারণত ট্যাব এ ক্লিক করে তারপর ইচ্ছাকৃত ট্যাবটি বাচাই করতে হয়। প্রক্রিয়াটি সময়সাপেক্ষ বলা চলে। তবে ট্যাব পরিবর্তন এর ক্ষেত্রে একটি সাধারণত জেশ্চার ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এড্রেস বারে বাম বা ডান দিকে সোয়াইপ এর মাধ্যমে বর্তমান ট্যাব এর পূর্ববর্তী ও পরবর্তী ট্যাবগুলোতে যেতে পারবেন। এছাড়াও এড্রেস বার থেকে নিচের দিকে সোয়াইপ করলে সকল ওপেন করা ট্যাব প্রদর্শিত হবে।

ডার্ক মোড

অন্যসব এন্ড্রয়েড বা আইওএস অ্যাপ এর মত গুগল ক্রোমেও রয়েছে ইনটিগ্রেটেড ডার্ক মোড। ক্রোমে ডার্ক মোড চালু করতে –
  • Chrome অ্যাপ এ প্রবেশ করুন
  • টপ রাইট/বটম কর্নারে থাকা থ্রি-ডট মেন্যুতে যান
  • Settings এ ক্লিক করুন
  • নিচের দিকে স্ক্রল করে Theme সেকশনটি খুজে বের করে প্রবেশ করুন
  • Dark অপশনটি সিলেক্ট করলে ক্রোম ডার্ক মোডে চলবে

লাইট মোড

আপনার ইন্টারনেট প্যাক যদি লিমিটেড হয়, তবে গুগল ক্রোম এর লাইট মোড আপনার দারুণ কাজে আসবে। এই ফিচারটি ক্রোমে ব্রাউজিং এর ক্ষেত্রে ৬০% পর্ন্ত ডাটা সাশ্র‍য় করে। ক্রোমে লাইট মোড চালু করতে –
  • ক্রোম অ্যাপ এ প্রবেশ করে টপ রাইট/বটম কর্নারে থাকা থ্রি ডট মেন্যুতে প্রবেশ করুন
  • Settings এ অপশনটিতে প্রবেশ করুন
  • Lite mode সেকশনে ডুকে সুইচ Toggle করে দিলেই লাইট মোড অন হয়ে যাবে

ওয়েবসাইট শর্টকাট

ফোনে থাকা যেকোনো অ্যাপ এর মতোই যেকোনো ওয়েবসাইট শর্টকাট আইকন ক্রোম ব্যবহার করে হোমস্ক্রিনে যুক্ত করা সম্ভব। কোনো ওয়েবসাইট এর শর্টকাট হোমস্ক্রিনে যুক্ত করতে –
  • ক্রোম অ্যাপ ওপেন করে উক্ত সাইটে প্রবেশ করুন
  • টপ রাইট/বটম কর্নারে থাকা থ্রি-ডট মেন্যুতে প্রবেশ করুন
  • Add To Homescreen অপশনটি সিলেক্ট করে শর্টকাট এর নাম দিয়ে Add বাটনে ক্লিক করলেই শর্টকাট হোমস্ক্রিনে চলে আসবে।

প্যারালাল ডাউনলোড

ক্রোমে কোনোকিছু ডাউনলোড সময় ভালো স্পিড পান না? ব্যবহার করে দেখতে পারেন প্যারালাল ডাউনলোডিং নামে এই এডভান্সড ফিচারটি। ক্রোমে প্যারালাল ডাউনলোডিং চালু করতে –
  • ক্রোম অ্যাপ এ প্রবেশ করে এড্রেস বারে chrome://flags টাইপ করে এন্টার চাপুন
  • এরপর যে পেজটি আসবে সেটির সার্চবারে Parallel Downloading লিখে সার্চ করুন
  • যে অপশনটি পাবেন সেটির অপশন থেকে Enable করে দিন
  • প্রদর্শিত নোটিস থেকে ক্রোম অ্যাপ Relaunch করলেই প্যারালাল ডাউনলোডিং এক্টিভ হয়ে যাবে

ট্রান্সলেট

সম্প্রতি ক্রোমে সকল ওয়েবপেইজের জন্যই যুক্ত হয়েছে ট্রান্সলেট ফিচারটি। কোনো ওয়েবপেজ রিয়েল টাইম ট্রান্সলেশন এর জন্য সাইটটিতে প্রবেশ করে ক্রোম অ্যাপ এর টপ রাইট/বটম কর্নারে থাকা থ্রি-ডট মেন্যু থেকে Translate অপশনে প্রবেশ করুন। ট্রান্সলেট ফিচারটি ব্যবহার করে যেকোনো ওয়েবপেজকে আপনার ইচ্ছাকৃত যেকোনো ভাষাতেই ট্রান্সলেট করতে পারবেন

ডেস্কটপ সাইট

কিছু কিছু ওয়েবসাইটের নির্দিষ্ট কন্টেন্ট শুধুমাত্র কম্পিউটারে প্রদর্শিত হয়। অনেকের কম্পিউটার না থাকায় সাইটসমূহের সুবিধা ভোগ করতে পারেন না। তবে ক্রোম ব্যবহারকারীগণ মোবাইলেই যেকোনো ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সন ব্যবহার করতে পারবেন। মোবাইলে ক্রোম থেকে কোনো ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সন দেখতে –
  • ক্রোম অ্যাপ ওপেন করে কাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ করুন
  • এরপর থ্রি-ডট মেন্যু হতে Desktop Site অপশনটি চালু করে দিন

কুইক সার্চ

ক্রোম এর ফিচারগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় বলা চলে কুইক সার্চ ফিচারটিকে। এই ফিচারটির মাধ্যমে যেকোনো ওয়েবসাইটে থাকা অবস্থায় ওই সাইটের যেকোনো টেক্সট ব্যবহার করে সার্চ ইঞ্জিনে দ্রুত সার্চ করা যায়। এই পদ্ধতিতে আলাদাভাবে লেখা কপি পেস্ট করে সার্চ করা লাগেনা। যেকোনো লেখা দিয়ে সার্চ করতে স্ক্রিনের যে অংশে কাঙ্খিত টেক্সট রয়েছে সেখানে ট্যাপ করে ধরে রাখলে অপশনগুলো প্রদর্শিত হবে। দরকারী লেখাটি সিলেক্ট করে অপশন থেকে Web Search এ ক্লিক করলে উক্ত লেখা দ্বারা প্রাপ্ত সার্চ রেজাল্ট প্রদর্শিত হবে।

দ্রুত ট্যাব ক্লোস

কোনো ট্যাব দ্রুত ক্লোস করতে এড্রেস বারের পাশে থাকা ট্যাব বাটনে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে Close Tab অপশনটি ব্যবহার করুন

হোম বাটন সেটিংস পরিবর্তন

২০১৮ সালে সকল মোবাইল ও ট্যাবেট এর ক্রোম অ্যাপে হোম বাটন যুক্ত করা হয়। তবে আপনি চাইলেই হোম বাটন এর সেটিংস পরিবর্তন, এমনকি এটি সম্পূর্ণভাবে রিমুভ ও করতে পারবেন। হোম বাটন সেটিংস পরিবর্তন করতে –
  • ক্রোম অ্যাপে প্রবেশ করে থ্রি ডট মেন্যু হতে Settings এ প্রবেশ করুন
  • এরপর নিচের দিকে থাকা Homepage সেকশন এ প্রবেশ করুন
  • প্রদর্শিত পেজ থেকে আপনার হোম বাটন এর ওয়েব এড্রেস পরিবর্তন করার পাশাপাশি এটি বন্ধও করে দিতে পারবেন

পেজ পিডিফ হিসেবে সেভ

ক্রোম ব্যবহার করে যেকোনো ওয়েবপেজকে পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন। কোনো ওয়েবসাইটকে পিডিএফ হিসেবে সেভ করতে –
  • ক্রোম অ্যাপে উক্ত ওয়েবপেজটি ওপেন করুন
  • থ্রি-ডট মেন্যু হতে Share অপশনটি সিলেক্ট করুন
  • Print সিলেক্ট করুন
  • প্রদর্শিত পেজে থাকা Select Printer অপশনটি ক্লিক করলে Save as PDF অপশনটি দেখতে পাবেন

ওয়েবসাইটে জুম

কিছু কিছু ওয়েবসাইটে জুম করা যায়না। সব ওয়েবসাইটেই জুম করার ফিচারটি চালু করতে –
  • ক্রোম অ্যাপ এর থ্রি-ডট মেন্যু ব্যবহার করে Settings এ প্রবেশ করুন
  • Accessibility সেকশনে প্রবেশ করুন
  • Force Enable Zoom অপশনটি টিক মার্ক করে দিন

কুইক স্ক্রলিং

কোনো পেজের নির্দিষ্ট সেকশনে স্ক্রল করতে Settings মেন্যুতে থাকা Find In Page অপশনটি ব্যবহার করতে পারেন।

অডিও অটো-প্লে বন্ধ

কিছু কিছু ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাআপনি সাউন্ড বাজতে শুরু করে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে –
  • ক্রোম এর থ্রি-ডট মেন্যু হতে Settings সেকশনে প্রবেশ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Site Settings এ প্রবেশ করুন
  • Sound সেকশনে প্রবেশ করে সাউন্ড অফ করে দিন

সার্চ ইঞ্জিন পরিবর্তন

ডাউনলোড এর পর ক্রোমে ডিফল্টভাবে গুগল সার্চ ইঞ্জিন হিসাবে যুক্ত হয়ে থাকে। তবে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা চাইলেই পরিবর্তন করতে পারেন। গুগল ক্রোমে সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে –
  • অ্যাপ এর থ্রি-ডট মেন্যু হতে Settings এ যান
  • Basics সেকশনের শুরুতেই থাকা Search Engine সেকশনে প্রবেশ করুন
  • তালিকা থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন বেচে নিন। এছাড়াও Recently Visited নামে একটি আলাদা সেকশনে আপনি সম্প্রতি ভিজিট করা সাইটগুলোয় সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার করার অপশন থাকবে

উল্লেখ্য যে, উল্লিখিত কিছু ফিচার শুধুমাত্র গুগল ক্রোম এর মোবাইল অ্যাপ এর আপডেটেড ভার্সনে পাওয়া যাবে। মোবাইলে ব্রাউজিং এর জন্য আপনি কোন অ্যাপটি ব্যবহার করেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।
 

Users who are viewing this thread

Back
Top