প্রাকৃতিক উপায়ে ত্বকের চর্চা

  • Thread starter Thread starter Bergamo
  • Start date Start date
  • Tagged users Tagged users None
1AV3mED.jpg


মডেল : অ্যাঞ্জেলা শেফালী সোহেল



গরমের অত্যাচার প্রথমেই ছাপ ফেলে আমাদের ত্বকে। স্বাস্থ্যবিধি মেনে নিত্যদিন বাইরে যাওয়া হচ্ছে, রোদের সাথে সামলাতে হচ্ছে আরো নানা রকম দূষণ। এতো ঝক্কি-ঝামেলা পোহাতে গিয়ে ত্বক ক্লান্ত হচ্ছে স্বাভাবিকভাবেই। ত্বকে দেখা দিচ্ছে র‌্যাশ, সানট্যানসহ আরো অনেক কিছু। তাই নিয়ম মেনে নিতে হবে ত্বকেরও যত্ন।

অ্যালোভেরা
ত্বকের বিপদ-আপদে নিশ্চিন্তে ভরসা করুন অ্যালোভেরায়। কেনার পর ফ্রীজে দুই/তিনদিন রেখে দিতে পারবেন একটা অ্যালোভেরা। গোসলের আগে, বা ঘুমোতে যাবার আগে কেবল বিশ মিনিট সময় দিন নিজেকে। অ্যালোভেরা অল্প ভেঙ্গে নেবেন, দুই পাশ কেটে নিয়ে উপরের শক্ত আবরণটুকুও কেটে বাদ দেবেন। এবার সাবানের মতন পুরো মুখে লাগিয়ে নিন জেলটুকু। মিনিট পনেরো ত্বকে কাজ করার সময় দিন এই জাদুকরী নির্যাসকে। তারপর নিয়ম করে বেশি করে পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিনই সময় না হলে একদিন পরপর অ্যালোভেরা ব্যবহার করুন ত্বকে।

গোলাপজল
ফেসপ্যাক ব্যবহারের ঝামেলায় যান বা না যান , কেবল গোলাপজলই মাঝেমাঝে মুখে লাগিয়ে রাখুন কয়েক ফোঁটা নিয়ে। গোলাপজল ফ্রীজে রাখবেন , আরো স্বস্তি মিলবে ঠান্ডা গোলাপজল মুখে লাগালে। কখনো আবার মুখ ধোয়ার পানি একটা পাত্রে নিয়ে তাতে খানিকটা গোলাপজল ঢেলে দেবেন, মুখ ধোয়ার পর প্রশান্তির অনুভূতি পাবেন তাতে। ত্বকও সতেজ লাগবে।

সবজির আলু আর সালাদের শসা
বাসায় যেদিন খাবারে আলু রান্না করা হবে, আগেভাগেই নিজের জন্যে দুই টুকরা আলু সরিয়ে রাখার ব্যবস্থা করবেন। একইভাবে শসার সালাদ হলে একটু শসা তুলে রাখুন ত্বককে খুশি করতে। কাঁটা চামচ দিয়ে কেঁচে নিন আলুর টুকরা, শসাকেও এইভাবে কেঁচে নিয়ে রস বের করতে পারেন। আলুর টুকরো এবার ত্বকে আলতো করে চেপে রসটুকু লাগিয়ে নিন। পোড়া ত্বকের ভালো ওষুধ এই আলুর রস। শসার রসও এভাবে ব্যবহার করা যাবে মুখে জুড়ে। এবং চোখের উপরেও আলু আর শসা দুটিই ব্যবহারযোগ্য। ত্বকের পোড়াভাব, কালচে দাগ দূর করতে এটি কার্যকরী।

ডাবের পানি
বেশ ভালো প্রাকৃতিক ক্লিনজার হলো ডাবের পানি। সরাসরি ডাবের পানিতে ত্বক ধুয়ে নেবেন, বা বাটিতে নিয়ে তুলা কিংবা নরম কাপড় ভিজিয়ে সেটা মুখে লাগাবেন। কিছুক্ষণ রেখে তারপর একবার পানির ঝাপটা দিয়ে নেবেন মুখে। মলিনতা কাটিয়ে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ডাবের পানি ভীষণ কার্যকরী।
 

Users who are viewing this thread

Back
Top