'' হি মে ল '' - শব্দটি একাঙ্গেই বিশেষ্য এবং বিশেষণ । সে-ই মেয়েবেলায় পড়া স্বপনকুমার , মোহন , কিরীটি , ব্যোমকেশ . . . ঘটনার ঠাসবুনোট আর ঘনঘটা মনে দোলা দিয়ে যেতো - কী হয় কী হয় - দুলতো ''হিমেল'' হাওয়ায় - কেমন যেন শিরশিরানী - আনখশির . . . . - আপনার হাত ( নাকি কম্পু ?) ধরে আবার যেন ফিরে এলো - মে য়ে বে লা । - শুভৈষা-সালাম ।