What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected ভেজা পাতার গল্প (1 Viewer)

Joined
Aug 23, 2020
Threads
74
Messages
111
Credits
7,126
তুহিন ওর হবু বউয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এইতো দুদিন আগেই রুহির সাথে ওর বিয়ে পাকাপাকি হয়েছে৷ সেদিন রুহিদের বাসায় মন খুলে কথা বলতে পারে নি তুহিন। তাই আজ একটা ক্যাফেতে রুহির সাথে দেখা করার জন্য ও প্রস্তাব দেয়। রুহি নিঃসংকোচে প্রস্তাব গ্রহণ করে৷ মূলত বিয়ের আগে এই দেখা করার কারণ হলো, তুহিনের কিছু প্রশ্নের উত্তর চাই। যে প্রশ্নগুলো বিয়ের পর করলে মূল্যহীন মনে হবে৷ তাই বিয়ের আগেই প্রশ্নগুলো করা ঠিক বলে তুহিন মনে করে।

তুহিন বাবা-মার একমাত্র ছেলে। তিন বছর আগে তুহিনের বাবা গত হয়েছেন স্ট্রোক করে। এখন বিশাল বড়ো একটা ফ্ল্যাটে ও আর ওর মা থাকে। মায়ের জোরাজোরিতেই মূলত তুহিন বিয়েটা করছে৷ নাহলে বিয়ে করার ইচ্ছা ওর ছিল না। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ও। সারাদিন অনেক কাজ থাকায় বিয়ে সাদির খেয়াল ওর মাথাই আসে না৷ কিন্তু মায়ের মন তো আর মানে না। ছেলেটাকে তার জীবন সঙ্গী না দিয়ে তো আর দুনিয়া ছেড়ে শান্তি পাবে না। তাই এবার জোর সোর করেই তুহিনের বিয়েটা ঠিক করেছে।

তুহিন খুবই শান্ত একটা ছেলে। সহজ সরল যাকে বলে। বাবার মতো সৎ চরিত্রের অধিকারী ও। মায়ের বাধ্য ছেলে যাকে বলে। তুহিন এই পৃথিবীতে সবচেয়ে বেশি ওর মাকে ভালবাসে। মায়ের বিন্দুমাত্র কষ্ট ওর সহ্য হয় না৷ তুহিন দেখতে বেশ চার্মিং একটা ছেলে। গুড লুকিং ফেইস কাটিং, লম্বা চওড়া সুঠাম দেহ, সিল্কি চুল। বেশ লাগে ওকে দেখতে৷ পড়াশোনার জীবনে কম মেয়ে ওর জন্য পাগল ছিল না। কিন্তু কাউকেই ও পাত্তা দেয় নি। কারণ ওর সবটা ও ওর একমাত্র বউয়ের জন্য বাচিঁয়ে রেখেছে। তুহিনের ইচ্ছা ওর বউ হবে ওর প্রথম প্রেম, প্রথম ভালবাসা। যাকে ও অনেক অনেক বেশী ভালবাসবে।

তুহিন রিকশা দিয়ে ক্যাফের সামনে নামে। অনেক নার্ভাস লাগছে ওর। কখনো কোন মেয়েদের সাথে এভাবে একান্তে ও আগে দেখা করে নি। পড়াশোনা কিংবা কাজের স্বার্থে দু'একটা কথা বলেছে। তবে বেশী না। কিন্তু আজ ও ওর হবু বউয়ের সাথে কথা বলতে যাচ্ছে। বিষয়টা অন্যরকম লাগলেও ওকে কথা বলতেই হবে। তুহিন দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে ক্যাফের ভিতর ঢুকে। ঢুকেই এদিক ওদিক তাকিয়ে এক কোণায় রুহিকে দেখতে পায় তুহিন। অফ হোয়াইট ড্রেস পরেছে একটা। কানে দুলগুলো চিকচিক করছে বাইরের আলোতে। এ যেন কোন পরী বসে আছে। তুহিন আর দেরী না করে দ্রুত রুহির কাছে যায় আর বলে,

- সরি অনেকটা দেরী হয়ে গেল জ্যামের কারণে। কিছু মনে করবেন না প্লিজ।

~ না না সমস্যা নেই। আমি মাত্র এসেছি। (কিছুটা লজ্জাসিক্ত কণ্ঠে)

তুহিন আস্তে করে রুহির সামনে বসে। রুহি যে ওর মতোই অনেক লজ্জা পাচ্ছে তা বেশ বুঝা যাচ্ছে ওর লজ্জাসিক্ত মুখখানা দেখে। রুহি নিচের দিকে তাকিয়ে আছে। তুহিন আড় চোখে বারবার ওকে দেখছে৷ দুজনের মাঝে বিব্রতকর এক নীরবতা। আসলে তুহিন কীভাবে যে কথা শুরু করবে তা বুঝতে পারছে না৷ গলাটা কেমন শুকিয়ে আসছে। পানি খেতে হবে ওকে। নাহলে মনে হয় মরেই যাবে। তুহিন টেবিলে রাখা পানির বোতলটা যেই নিতে যাবে ওমনি রুহির আঙুলের সাথে ওর আঙুল ছোট্ট একটা ধাক্কা লাগে। ওদের প্রথম স্পর্শ। দুজনেই দু'জনার আঙুলের দিকে তাকিয়ে আছে৷ রুহিও বোধহয় পানি খাবে৷ তাই বোতলটা নিতে চেয়েছিল। তুহিন বলে,

- আপনি খান আগে। সমস্যা নেই।
~ না না। আপনি আগে নিতে চেয়েছিলেন। আপনি খান তারপর আমি খাবো।
- আচ্ছা।

তুহিনের আচ্ছা বলায় রুহি আশাহত হয়। ভেবেছিল আবার ওকে নিতে বলবে। এবার ও পানির বোতলটা নিয়ে পানি খাবে। কিন্তু হলো সম্পূর্ণ উল্টো। তুহিন আচ্ছা বলে দিলো। এদিকে রুহির বুকে পানির তৃষ্ণায় হাহাকার করছে। তুহিন কি আর তা বুঝে! কিন্তু রুহিকে অবাক করে দিয়ে তুহিন যা করলো, সত্যিই রুহি মুগ্ধ হয়েছে তা দেখে। তুহিন বোতল নিয়ে দুইটা গ্লাসে পানি ঢালে। একটা রুহির দিকে এগিয়ে দিয়ে বলে,

- একসাথেই খাই। সেটাই ভালো হবে।

রুহি যেন মরুভূমির মাঝে পানি খুঁজে পেয়েছে সেরকম খুশী লাগছে ওর। এরপর ওরা একসাথে পানি খায়। তুহিন বুঝতে পারছিল যে ওর মতোই অবস্থা হয়েছে রুহির। তুহিন ভাবছে কীভাবে কথা শুরু করবে৷ খুব লজ্জা লাগছে ওর। কিন্তু পুরুষ মানুষের বেশী লজ্জা করতে নেই। তাহলে আবার সমস্যা। ওদের পানির পর্ব শেষ হলে তুহিন আস্তে করে বলে,

- এভাবে বিয়ের আগে দেখা করতে চাওয়ার জন্য দুঃক্ষিত। আসলে আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। যেগুলোর উত্তর জানা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনি কিছু মনে করেন নি।

রুহি কিছুটা চিন্তায় পড়ে। কি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারে তুহিন? যার জন্য এভাবে ডাকা। রুহি বলে,

~ না না কিছু মনে করে নি। আচ্ছা কি কি প্রশ্ন করবেন করুন৷ আমি সব প্রশ্নের উত্তর দিব৷

- থ্যাংকস। আমার প্রথম প্রশ্ন, এই বিয়েটা কি আপনি নিজের ইচ্ছায় করছেন নাকি বাধ্য হয়ে? মানে জোরপূর্বক আরকি।

রুহি অবাক চোখে তুহিনের দিকে তাকিয়ে আছে। তুহিনকে দেখে বেশ বিচলিত মনে হচ্ছে। মানে উত্তরটা জানা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। রুহি আস্তে করে বলে,

~ বিয়েটা আমি নিজ ইচ্ছায়ই করছি। কেউ জোর করে নি।

তুহিনের চোখে মুখে একঝলক হাসি ফুঁটে ওঠে মুহূর্তেই। তারপর ও আবার বলে,

- দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে আপনার কোন বয়ফ্রেন্ড আছে? বা আপনি কাউকে ভালবাসেন?

~ না নেই।

- আমার আর কিছু জানার নেই। সরি এভাবে প্রশ্ন করার জন্য। (একটা হাসি দিয়ে)

রুহি কিছুক্ষণ তুহিনের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে,

~ অতীতে আমার কেউ ছিল কিনা জানতে চাইলেন না যে?

- অতীত তো অতীত। আমার কাছে অতীতের কোন মূল্য নেই বর্তমানে৷ তবে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতকে সুন্দর করা যেতে পারে। আমার কাছে বর্তমানের গুরুত্ব সবচেয়ে বেশী। এবার চাইলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন।

~ আপনি খুব সুন্দর কথা বলতে পারেন। আর আপনার চিন্তাধারা সত্যিই মুগ্ধকর।

তুহিন কিছুটা লজ্জা পায় রুহির কাছ থেকে ওর প্রশংসা শুনে৷ এটা সম্পূর্ণই আনএক্সপেক্টেড ছিল। তুহিন বলে,

- আপনি সত্যি খুব সুন্দর। বিশেষ করে এই ড্রেসটায় আপনাকে অনেক বেশী সুন্দর লাগছে।

এবার রুহি অনেকটা লজ্জা পায়। আর আস্তে করে বলে,

~ আমি ছোটকাল থেকেই গার্লস স্কুল এবং কলেজে পড়ে এসেছি। তাই ছেলেদের সাথে তেমন মেলামেশা হয় নি। কিংবা বলতে পারেন আমি চাইও নি। অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে৷ ভার্সিটিতে উঠার পর তো একজন বিয়ের প্রস্তাবও দিয়েছে। কিন্তু আমি কাউকেই সুযোগ দেই নি।

- কারণ?

~ কারণ আমার মন মতো আমি তখন কাউকে পাই নি।

তুহিন মনে মনে ভাবছে,

- তখন পায় নি। তাহলে কি এখন পেয়েছে?

তুহিন রুহির দিকে তাকিয়ে দেখে ওর মুখখানা লজ্জায় লাল হয়ে আছে। তুহিন প্রশ্ন করে আর লজ্জা দিতে চায় না। তাই ও বলে,

- সত্যি বলতে আমার ক্ষেত্রেও একই কাহানি। তবে আমি অপেক্ষায় ছিলাম একজন বিশেষ জনের। মনে হচ্ছে আমি তাকে এবার পেয়েছি।

রুহি লজ্জায় মরে যাচ্ছে৷ দুজন দুজনকে আড়চোখে দেখছে। একটা মিষ্টি নীরবতা দুজনের মাঝে। এ নীরবতা যেন নতুনত্বের শুরুর আহবান। যথারীতি তুহিন নীরবতা শেষ করে দিয়ে বলে,

- এবার কিছু অর্ডার করি। কি খাবেন আপনি?

~ আপনার যা ভালো লাগে।

এরপর ওরা খাওয়া দাওয়া শেষ করে। খাওয়ার মাঝে টুকটাক কথা হলেও বেশী একটা জমে নি। রুহি বলে উঠে,

~ আচ্ছা আমাকে এখন যেতে হবে৷ আপনি কিছু মনে না করলে আমি এখন যাই?

- অবশ্যই। চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি।

~ না না সমস্যা নেই আমি একা যেতে পারবো। ধন্যবাদ বলার জন্য৷

- আচ্ছা রিকশায় অন্তত উঠিয়ে দি।

রুহি লজ্জাসিক্ত ভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তুহিন রুহিকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে বাসার দিকে চলে আসে। বাসায় আসতেই তুহিনের মা বলে উঠেন,

~ কিরে কেমন লাগলো বউমাকে? এবার বিয়েটা করবি তো বাবা? দয়া করে আর না করিস না।

- আচ্ছা করবো। মেয়ে ভালোই আছে। আমার পছন্দও হয়েছে।

~ মাশাল্লাহ। আল্লাহ বোধহয় এবার মুখ তুলে আমার দিকে তাকিয়েছেন। দাঁড়া তোর মামাকে এখনিই জানাই। ইসস! কত্তো কাজ বাকি। তুই বস আমি আসি।

তুহিনের মা ভিতরে চলে যান তার ভাইয়ের সাথে কথা বলতে। তুহিন সোফায় বসে শুধু রুহির কথা ভাবছে। মায়াবী একটা মেয়ে। একদম ওর মন মতো। রুহির মতোই কাউকে ও চেয়েছিল।

তুহিনের ফুল সম্মতি পেয়ে ওর মা আর মামা মিলে তুহিনের বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। তুহিনের পুরো বিয়ের দায়িত্বটাই ওর মামার কাঁধে ছিল। দুই মামা আর ভাগিনা মিলে বিয়ের সব কাজ শেষ করে৷ কথা পাকাপোক্তর পর বিয়ের জন্য এক মাস সময় ছিল। দেখতে দেখতে সে একমাস চলে যায়৷ আগামীকাল তুহিন আর রুহির বিয়ে। বড়ো একটা কমিউনিটি সেন্টারে ওদের বিয়ের আয়োজন করা হয়৷ পরদিন বিয়েতে তুহিনের পক্ষ থেকে ওর অনেক আত্নীয় স্বজন আসে। রুহিদের পক্ষ থেকেও। বেশ জমজমাট একটা বিয়ে হয় ওদের।

রাত ১০.৩৪ বাজে। এখন বিদায়ের পালা। রুহির বাবা তুহিনের কাছে তার মেয়ের হাতটা ওর হাতে দিয়ে বলে,

- বাবা আজ থেকে আমার মেয়েটার সম্পূর্ণ দায়িত্ব তোমার। ওকে দেখে রেখো। ও যেন কোন কষ্ট না পায়।

- জি আঙ্কে না মানে জি বাবা অবশ্যই খেয়াল রাখবো।

- ধন্যবাদ বাবা অসংখ্য ধন্যবাদ।

রুহি ভিষণ ভাবে কান্নায় ভেঙে পড়ে। এতটা সময় ধরে যে মানুষগুলোর সাথে থেকেছে, বড়ো হয়েছে আজ সে মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হবে৷ রুহির কান্না দেখে তুহিনের চোখটাও অজান্তে ভিজে যায়। আড়ালে চোখ মুছে রুহির হাতটা শক্ত করে ধরে৷ রুহি তুহিনের দিকে তাকায়। তুহিন ওকে শান্ত হতে বলে। রুহি ওর বাবা-মা আর ছোট ভাইকে বিদায় দিয়ে তুহিনের সাথে গাড়িতে উঠে। তুহিনের মা রুহির কাছে এসে বলে,

~ মা কাঁদে না৷ আমিও তো তোমার একজন মা। এক মায়ের কাছ থেকে এখন অন্য আরেক মায়ের কাছে যাচ্ছো শুধু। তোমার যখন ইচ্ছা হবে তুমি তোমার বাবা-মার কাছে আসবে৷ কোন সমস্যা নেই।

শ্বাশুড়ির কথা শুনে রুহি অনেকটা শক্তি পায়৷ ওর খুব ভালো লাগে৷ রুহি তুহিনের একদম কাছে বসে আছে। কেমন জানি ফিল হচ্ছে ওর। তুহিন এখনো রুহির হাতটা ধরে আছে। রুহি শুধু সেদিকেই তাকিয়ে আছে।

এরপর তুহিন রুহিকে নিয়ে ওর বাসায় চলে আসে। সাথে ওর মা, মামা-মামী আর মেহমানরা চলে আসে। রুহিকে তুহিনের রুমে মানে বাসর ঘরে রেখে আসে। তুহিন বাইরে ওর মামার সাথে বসে আছে। ওর মামা ওকে বলে,

- ভাগিনা বিড়ালটা কিন্তু আজকেই মেরে দিও ঠিক আছে। নাহলে কিন্তু সমস্যা হবে।

তুহিন অবাক হয়ে বলে,

- কি রুমের মধ্যে বিড়াল রেখে আসছেন! আবার মারতেও বলতাছেন? কাজের চাপে নিশ্চিত আপনার মাথাটা গেছে৷ যান রেস্ট নেন। সারাদিন অনেক কষ্ট করছেন।

তুহিনের মামা হাসতে হাসতে যায় যায় অবস্থা। তুহিন বোকার মতো তাকিয়ে আছে। ওর মামা আবার বলে,

- হায়রে বোকা এদিকে আয় তোকে বিড়াল মারা বুঝাচ্ছি। হাহা।

তুহিনের মামা ওর কানে কানে কি কি যেন বলে। তুহিন সেগুলো শুনে ওর পুরো মুখ লজ্জায় লাল হয়ে যায়। ছোট কাল থেকেই ওর মামা ওর সাথে খুব ফ্রী। তাই তিনি কোন সংকোচ ছাড়াই তুহিনকে সব শিখিয়ে দেন৷ কিন্তু এদিকে এসব শুনে তুহিন তো লজ্জায় শেষ। বিড়াল মারা যে কি আজ ও বুঝতে পারলো। তুহিন মনে মনে বলছে,

- বিড়াল মারতে গিয়ে নিজে না মরলে আবার হয়।

তুহিনের মা আর মামী মুচকি হাসতে হাসতে এসে বলে,

- যা এখন ভিতরে৷ রুহি তোর জন্য অপেক্ষা করছে।

তুহিন লজ্জায় দ্রুত বাসর ঘরে চলে যায়। আর এদিকে সবাই হাসাহাসি করছে। তুহিন রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে রুহির দিকে তাকায়।

চলবে..?
 

Users who are viewing this thread

Back
Top