What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আমলের বড়াই নয়,আল্লাহর রহমতের প্রত্যাশা করুন (1 Viewer)

antiks

Member
Joined
Jan 31, 2019
Threads
27
Messages
101
Credits
4,029
হযরত যাবির ইবনে আবদুল্লাহ আনসারী রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন,রাসুল সাল্লাল্লাহু অসাল্লাম আমাদের নিকট এসে বললেন-এইমাত্র আমার বন্ধু জিবরিল আমিন আমার নিকট থেকে ফিরে গেলেন।

তিনি বলেছেন,হে মুহাম্মদ ! যিনি আপনাকে সত্য নবী করে পাঠিয়েছেন,তাঁর শপথ করে বলছি।আল্লাহর এক বান্দা পাঁচশত বছর এক পাহাড়ের চূড়ায় ইবাদাত করেছেন। পাহাড়ের চারপাশ সমুদ্র বেস্টিত। আল্লাহপাক তার জন্য পাহাড়ের চূড়াতে আংগুল পরিমাণ নীচে পানীয় জলের ব্যবস্থা করেছেন। তার হাতের কাছেই একটি ডালিম গাছ উদগত করেন।ফলে তার আহারের বন্দোবস্ত হয়ে যায়। লোকটি প্রতিদিন শীতল পানিতে অযু করে খেয়ে নামাজে দাঁড়িয়ে যেতো।

একদিন সে আল্লাহর নিকট প্রার্থনা করলো,হে আল্লাহ !আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিও।পুনরুজ্জীবিত হওয়া পর্যন্ত মাটি ও পোকামাকড়ের ক্ষতি থেকে দেহকে রক্ষা করিও। আবার সিজদারত অবস্থায়ই আমাকে উত্তোলন করিও। মহান আল্লাহপাক তার দোয়া কবুল করেন।

জিবরিল আমিন বলেন,আমরা আকাশে উঠতে ও নামতে তাকে সবসময় সিজদারত দেখতে পাই। তিনি আরো বলেন,আমরা জানি কিয়ামত দিবসে আল্লাহর সামনে সে দন্ডায়মান হবে এবং আল্লাহ বলবেন,আমার বান্দাক তোমরা আমার রহমতে জান্নাত প্রবেশ করাও।

লোকটি আল্লাহর কাছে তার আমলের বদলাই চাইবে এবং তার বিনিময়ে জান্নাত প্রার্থনা করবে। তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন,আমার বান্দাক দেয়া আমার নিয়ামতরাজি ও তার আমলের হিসাব করো। আল্লাহু আকবার। লোকটির কেবল দৃস্টিশক্তির নিয়ামতের বদলায় তার হায়াতের পাঁচশত বছরের আমল শেষ হয়ে যাবে। অবশিস্ট নিয়ামত তো রয়েই যাবে।

তারপর মহান আল্লাহপাক বলবেন,আমার বান্দাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। তাকে টেনে হিচড়ে জাহা্নামের পানে নেওয়া হবে আর সে চীৎকার করে বলবে,হে আমার রব ! আমাকে রক্ষা করুন। আমাকে আপনার রহমতে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ ফেরেশতাদের বলবেন,তাকে ফিরিয়ে আনো।

আল্লাহপাক তাকে জিজ্ঞাসা করবেন ,ওহে বান্দা !
যখন তুমি অস্তিত্বে ছিলেনা তোমাকে কে সৃস্টি করেছে ?
সে বলবে,আপনি হে। আমার রব !
তিনি পুনরায় জিজ্ঞাসা করবেন,পাঁচশত বছর হায়াত দিয়ে বন্দেগীর সুযোগ কে দিয়েছিলো ?
সে বলবে, আপনি হে রব !
আল্লাহ আবার বলবেন,তোমাকে পাহাড় চূড়ায় কে পানীয় ও আহার যুগিয়েছিলো ?
সে বলবে,আপনি মহান রব ! এসব কি তোমার আমলের ফসল না আমার রহমত ছিলো ?
আল্লাহ পাক বলবেন,তোমার ইচ্ছেমতো সিজদারত অবস্থায় তুমি মৃত্যু চেয়ছো তাও তোমাকে দেয়া হয়েছে ।

লোকটি তখন বলবে,হে আমার প্রতিপালক ! আমি ভুল করেছি।এসব কিছু আপনার অপার রহমতের কারণেই হয়েছে।

আল্লাহপাক বলবেন,এখন আমি তোমাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাবো।

-মুসতাদরাকে হাকেম চতুর্থ খন্ড
@জামান
 

Users who are viewing this thread

Back
Top