What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একটি ভিত্তিহীন কিসসা (1 Viewer)

antiks

Member
Joined
Jan 31, 2019
Threads
27
Messages
101
Credits
4,029
জিবরীল আ.-কে নবীজীর জিজ্ঞাসা, আপনার বয়স কত?... নবীজী বললেন, আমিই ঐ তারকা...!!

আমাদের দেশের কোনাে কোনাে অসতর্ক বক্তার মুখে শােনা যায়, ফাতেমা রা.-কে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরীল তােমার চাচা...। কেউ কেউ এভাবেও বলে, ফাতেমা রা. জিবরীলকে চাচা বললে জিবরীল আ. বলেন, আমি তােমার চাচা নই, জ্যাঠা (অর্থাৎ তােমার বাবার বড়)। কেউ বলে, নবীজী জীবরীল আ.-কে জিজ্ঞেস করলেন, আপনি বড়, নাকি আমি? জীবরীল আ. বললেন, আমি বড়। তখন নবীজী বললেন, হে জিবরীল ! আপনার বয়স কত? তখন জিবরীল আ. বলেন, আমি আমার বয়স বলতে পারব না। তবে চতুর্থ হিজাবে (মানুষের ভাষায়- আসমানে) আমি একটি তারকা দেখেছি, যা প্রতি সত্তর হাজার বছরে একবার উদিত হয়। আমি বাহাত্তর হাজার বার ঐ তারকা উদিত হতে দেখেছি।
তখন নবীজী বললেন, হে জিবরীল!আমার রবের ইযযতের কসম,আমিই ঐ তারকা(অর্থাৎ, আপনার সৃষ্টির আগে আমার সৃষ্টি)।

এটি বানোয়াট ও ভিত্তিহীন একটি গল্প।নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায়না।

এদেশের কোনাে। কোনাে বক্তা কিসসাটিকে আরাে চটকদার আকারে পেশ করার জন্য এর সাথে চাচা আর জ্যাঠার বিষয়টি যুক্ত করেছে। অথচ আরবী ভাষায় 'চাচা-জ্যাঠার বিষয় নেই; উভয়ের জন্য। আরবী ভাষায় عم শব্দটি ব্যবহৃত হয়।

আব্দুল্লাহ ইবনে সিদ্দীক আলগুমারী (রাহ.), মুরশিদুল হা-ইর লিবায়ানি ওয়ায-ই হাদীসি জাবির কিতাবে কিসসাটি উল্লেখ করার পর বলেন

من وضعه الله وهذا كذب قبيح، قبح وافتراه.

এটি একটি নিকৃষ্ট মিথ্যা (ও বানােয়াট কথা)। যে এটি জাল করেছে আল্লাহ তাকে লাঞ্ছিত করুন। মুরশিদুল হা-ইর কথা লিবায়ানি ওয়ায-ই হাদীসি জাবির, পৃ. ৫

মাসিক আলকাউসার,অক্টোবর ২০২০
 

Users who are viewing this thread

Back
Top