ত্বক টানটান রাখতে চকলেটের ৩টি ফেসপ্যাক

  • Thread starter Thread starter Bergamo
  • Start date Start date
  • Tagged users Tagged users None
aDMGqNY.jpg


কেবল খাদ্য নয়, রূপচর্চায় দারুণ কার্যকরী একটি উপাদান চকলেট। ত্বক টানটান রাখতে নিয়মিত ব্যবহার করতে পারেন চকলেটের ফেসপ্যাক। এটি ত্বক উজ্জ্বল ও কোমল করে। আজ চলুন চকলেটের তিনটি ফেসপ্যাক সম্পর্কে জেনে নিই-

চকলেট ও বেসন

কয়েক টুকরো চকলেট গলিয়ে নিন। এর সঙ্গে মেশান ১ চা চামচ বেসন ও প্রয়োজনমতো কুসুম গরম দুধ। ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে এই প্যাক লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

চকলেট ও মুলতানি মাটি

১ চা চামচ মুলতানি মাটির সঙ্গে মেশান ৩ চা চামচ ডার্ক চকলেট। সঙ্গে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

চকলেট ও ওটমিল

এক চা চামচ ওটমিলের সঙ্গে মেশান ৫ চা চামচ তরল ডার্ক চকলেট। এর সঙ্গে সামান্য দুধ আর অর্ধেক লেবুর রস দিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে সামান্য জলের ঝাপটায় ত্বক ভিজিয়ে ম্যাসেজ করে ধুয়ে ফেলুন।
 

Users who are viewing this thread

Back
Top