What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মি ১০টি সিরিজের তিন ফোন প্রকাশ করল শাওমি (1 Viewer)

m0FyMYd.jpg


মি ১০টি সিরিজ গ্লোবালি উন্মোচন করলো শাওমি। ইভেন্টটি গতরাতে শাওমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করা হয়েছিল। মি ১০টি সিরিজের মোট ৩টি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে শাওমি – মি ১০টি, মি ১০টি প্রো এবং মি ১০টি লাইট। উল্লেখ্য যে, প্রত্যেকটি ফোনেই ৫জি কানেকটিভিটি সাপোর্ট রয়েছে। এর পাশপাশি থাকছে ৩৩ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

এই বছরের ফেব্রুয়ারিতে আসা মি ১০ ও মি ১০ প্রো ফোন দুইটির আপগ্রেডেড ভার্সন হল নতুন মুক্তি পাওয়া মি ১০টি ও মি ১০টি প্রো। চলুন একনজরে জেনে আসি ফোন তিনটির স্পেসিফিকেশন ও দাম।

মি ১০টি এর স্পেসিফিকেশন

ptTu6DF.jpg

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • রেজ্যুলেশনঃ ১০৮০x২৪৪০পিক্সেলস
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল + ১৩মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ৫মেগাপিক্সেল ম্যাক্রো
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • কালারঃ কসমিক ব্ল্যাক / লুনার সিলভার
মি ১০টি প্রো এর স্পেসিফিকেশন

qgiIVMC.jpg

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • রেজ্যুলেশনঃ ১০৮০x২৪৪০পিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল + ১৩মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ৫মেগাপিক্সেল ম্যাক্রো
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • কালারঃ কসমিক ব্ল্যাক / লুনার সিলভার / অরোরা ব্লু
মি ১০টি লাইট এর স্পেসিফিকেশন

FDGuseH.jpg

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • রেজ্যুলেশনঃ ১০৮০x২৪০০পিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল + ৮মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ২মেগাপিক্সেল ম্যাক্রো + ২মেগাপিক্সেল ডেপথ সেন্সর
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪৮২০মিলিএম্প
  • কালারঃ আটলান্টিক ব্লু / রোজ গোল্ড বিচ / পার্ল গ্রে
মি ১০টি, ১০টি প্রো ও ১০টি লাইট এর দাম

মি ১০টি ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৪৯৯ ইউরো, যা ভারতীয় টাকায় প্রায় ৪৩হাজার রুপি। ফোনটির ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪৯ ইউরো বা ৪৭,২০০রুপি।

অন্যদিকে মি১০টি প্রো এর ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম ৫৯৯ডলার বা ৫১,৭০০হাজার রুপি। ফোনটির ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯ ইউরো বা ৫৬হাজার রুপি।

মি ১০টি লাইট ফোনটির ৬জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ২৭৯ইউরো, যা ভারতীয় টাকায় ২৪হাজার রুপি। ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩২৯ইউরো বা প্রায় ২৮,৩০০ রুপি।

বাংলাদেশের জন্য দাম কত হবে তা এখনই জানা যাচ্ছেনা।

To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.

শাওমির প্রদত্ত তথ্যমতে, মি ১০টি ও মি ১০টি প্রো – ফোন দুইটি অক্টোবরের ১তারিখ থেকেই ইউরোপে পাওয়া যাবে। অন্যদিকে মি১০টি লাইট পাওয়া যাবে অক্টোবরের ১৪তারিখ থেকে। তবে ইউরোপের বাইরে অন্যসব দেশগুলোর বাজারে ফোনগুলো কখন পাওয়া যাবে, তা নিয়ে কিছু জানায়নি শাওমি।
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top