What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

এন্ড্রয়েড ১১ এসেছে শাওমি, অপো, রিয়েলমি, ওয়ানপ্লাস ফোনেও (1 Viewer)

Bergamo

Forum God
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
9,649
Messages
117,051
Credits
1,241,096
Glasses sunglasses
Berry Tart
Statue Of Liberty
Profile Music
Sandwich
jSAamln.jpg


কয়েকমাস বেটা টেস্টিংয়ের পর অবশেষে ৮ই সেপ্টেম্বর মুক্তি পেলো এন্ড্রয়েড ১১ এর ফাইনাল ভার্সন। সাধারণত এন্ড্রয়েডের নতুন ভার্সন রিলিজের পর গুগল পিক্সেল বা নেক্সাস ছাড়া অন্যান্য ব্র্যান্ডের ব্যবহারকারীদের এর দেখা পাওয়ার জন্য অপেক্ষা করতে হত। তবে এইবার পিক্সেল ফোনের পাশাপাশি ওয়ানপ্লাস, শাওমি, অপো এবং রিয়েলমি ব্র্যান্ডের কিছু কিছু ফোন দ্রুতই এন্ড্রয়েড ১১ আপডেট এর স্বাদ গ্রহণ করতে পারবে।

ইতোমধ্যেই এন্ড্রয়েড ১১ এর আপডেট পিক্সেল ২, ৩, ৩এ, ৪ এবং ৪এ – ফোনগুলোতে ডাউনলোডের জন্য চলে এসেছে। ওয়ানপ্লাস কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস ৮ ও ৮ প্রো এর জন্য ইউরোপ, উত্তর আমেরিকা ও ভারতে অক্সিজেন ওএস ১১ এর ওপেন বেটা চালু করা হয়েছে।

ওদিকে অপো ফাইন্ড এক্স২, ফাইন্ড এক্স২ প্রো, রেনো ৩, রেনো ৩ প্রো এর জন্য এন্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১ বেটা অ্যাপ্লিকেশন প্রসেস চলে এসেছে। ১৪ই সেপ্টেম্বর এ সম্পর্কে আরও বিস্তারিত জানাবে অপো। ওইদিন এক অনলাইন লঞ্চ ইভেন্টে কালারওএস ১১ ঘোষণা করা হবে।

অপোর সাবব্র্যান্ড রিয়েলমি তাদের এক্স৫০ প্রো ফোনগুলোর জন্য ৮ সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে এন্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই বেটা ভার্সন অ্যাপ্লিকেশন ওপেন করেছে।

শাওমি মি ১০ এবং মি ১০ প্রো ফোন দুটির জন্য এন্ড্রয়েড ১১ আপডেট চলে এসেছে ৯ই সেপ্টেম্বর। MIUI 12 এর সাথেই এই আপডেট পাওয়া যাচ্ছে।

এছাড়া স্যামসাং দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস২০ সিরিজের জন্য এন্ড্রয়েড ১১ ভিত্তিক ওএস এর বেটা প্রোগ্রাম শুরু করেছে। আসুসের জেনফোন ৬ এর জন্যও এরকম একটি বেটা টেস্টিং প্রোগ্রাম রয়েছে।

সময়ের সাথে সাথে পিক্সেল ফোনের পাশাপাশি অন্য ফোনগুলোতেও এন্ড্রয়েড ১১ আপডেট পৌঁছানোর কথার জানিয়েছে গুগল

এবারের নতুন এন্ড্রয়েড ভার্সন, এন্ড্রয়েড ১১ এ অনেক নতুন ফিচার এসেছে। তবে এইবারের এন্ড্রয়েড ভার্সনে নতুন ফিচার এড করার চেয়ে পূর্ববর্তী ফিচারগুলো সহজ করার দিকে বেশি নজর দিয়েছে গুগল। একই ধরনের নোটিফিকেশন বান্ডেল আকারে প্রদর্শন করার পাশাপাশি যেকোনো মেসেজে ফেসবুক মেসেঞ্জারের মত বাবল চ্যাট ফিচার যুক্ত হয়েছে এন্ড্রয়েড ১১ তে। নতুন মিডিয়া কন্ট্রোল, নতুন স্ক্রিনশট ইন্টারফেস এর পাশাপাশি যুক্ত হয়েছে সিস্টেম লেভেল স্মার্ট হোম কন্ট্রোল, যা পাওয়ার বাটন চেপে ধরলে যে মেন্যুটি আসে সেখানে প্রদর্শিত হয়।

To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.

শুধুমাত্র নিজেদের পিক্সেল ফোনগুলোর জন্য কিছু এক্সক্লুসিভ ফিচারও যুক্ত করেছে গুগল। যেমনঃ এআর লোকেশন শেয়ারিং যার মাধ্যমে কারো সাথে দেখা করা অপেক্ষাকৃত সহজ হবে। এছাড়াও পিক্সেল ডিভাইসগুলোর জন্য জিবোর্ড এ বিল্ট-ইন গুগল স্মার্ট রিপ্লাই ফাংশনালিটি যুক্ত করা হয়েছে। এন্ড্রয়েড ১১ এর নতুন ফিচারগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
 

Users who are viewing this thread

Back
Top