What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মানবদেহের কিছু অজানা (1 Viewer)

Joined
Aug 23, 2020
Threads
74
Messages
111
Credits
7,126
মানবদেহের অজানা ও বিস্ময়কর কিছু তথ্য জেনে নিন

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

সৃষ্টিকর্তার অকৃপণ ইচ্ছায় সৃষ্টি আমাদের মানবদেহ।

মানবদেহের কিছু কিছু তথ্য এমনই বিস্ময়কর,যা বিশ্বাস করতে কষ্ট হয়।

আসুন এমন কিছু তথ্য আজ আমরা জেনে নেই।



▪চোখের কর্নিয়া মানবদেহের একমাত্র অংশ,যেখানে কোনো রক্ত সরবরাহ হয় না।সরকারি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে।

▪নিজের স্মৃতিশক্তি সম্পর্কে অনেকেই সন্দিহান কিন্তু বাস্তব সত্য,মানুষের মস্তিষ্কের স্মরণ রাখার ক্ষমতা একটি হার্ডডিক্স এর ৪ টেরাবাইটের সমান।

▪একটি শিশু সাত মাস বয়স পর্যন্ত একসাথে শ্বাস গ্রহণ ও খাওয়া দুইটাই সমান ভাবে করতে পারে।

▪মানুষের মাথার খুলি ২৯ টি ভিন্ন ভিন্ন হাড় দিয়ে গঠিত।

▪মানুষের মস্তিষ্ক থেকে যে স্নায়ু তাড়না দেহের অন্য অঙ্গের উদ্দেশ্যে পাঠানো হয়, তা প্রতি ঘন্টায় ২৭৪ কিলোমিটার।

▪একটি সাধারণ মানবদেহে যে পরিমাণ কার্বন থাকে তা দিয়ে ৯০০ টি পেন্সিল,যে পরিমাণ চর্বি জমা থাকে তা দিয়ে ৭ টি সাবান ও যে পরিমাণ পানি জমা থাকে তা দিয়ে ৫০ লিটার ব্যারেল ভর্তি করা যাবে।

▪একটি সুস্থ হৃদপিণ্ড সারাজীবনে গড়ে ১৮২ মিলিয়ন লিটার রক্ত পাম্প করে থাকে।

▪আপনি এই বাক্যটি পড়তে পড়তে আপনার দেহের ৫০ হাজার কোষ ধ্বংস হয়ে নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে।

▪গর্ভধারণের তিন মাসের মাথায় একটি মানব ভ্রূণ তার নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট এর মালিক হয়ে যায়।

▪পুরুষের হৃদপিন্ডের তুলনায় নারীর হৃদপিণ্ড দ্রুত সংকুচিত ও প্রসারিত হয়।

▪বাঁহাতি মানুষের তুলনায় ডানহাতি মানুষ গড়ে ৯ বছর বেশি বেঁচে থাকে।

▪বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ চুমু খাওয়ার সময় নিজেদের মাথা অবচেতনভাবেই ডানদিকে ঝুঁকে থাকে।

▪মানুষ যা স্বপ্ন দেখে তার ৯০℅ ঘুম থেকে উঠে ভুলে যায়।

▪একজন স্বাভাবিক মানুষ দিনে ২৩ হাজার ৪০ বার শ্বাস-প্রশ্বাস নিয়ে থাকে।

▪সকালের তুলনায় সন্ধ্যায় প্রত্যেক মানুষের উচ্চতা

১ সেন্টিমিটার করে কম থাকে।

▪জীবনের শেষ পর্যায়ে এসে একজন ব্যাক্তি গড়ে ১৫০ ট্রিলিয়ন টুকরো টুকরো তথ্য মনে করতে পারে।

▪ব্রাশ করলে নাকি লজ্জায় মুখ লাল হয়ে ওঠে?জেনে রাখুন মুখের সাথে সাথে আপনার পাকস্থলী ও লাল হয়ে ওঠে।

▪আপনার শরীরের ওজনের ১℅ সমান পানি যখন আপনার দেহ থেকে বেরিয়ে যায়,তখন আপনার পানি তৃষ্ণা বোধ হয়। ৫℅ পানি বের হয়ে গেলে আপনি অজ্ঞান হয়ে যাবেন আর ১০℅ পানি বের হলে ডিহাইড্রেশনের কবলে পরে মারা যাবেন।

▪মানবদেহে কম করে হলেও ৭০০ এনজাইম সক্রিয় থাকে।

▪একটি চার বছরের বাচ্চা সারাদিনে গড়ে ৪৫০ টি প্রশ্ন করে থাকেন।

▪শুধু মানুষেরই নয় কোয়ালাদের ও প্রত্যেকের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট আছে।

▪একজন মানুষের মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি নতুন চুল গজায়।

▪একজন মানুষের ঘুমিয়ে পড়তে গড়ে ৭ মিনিট সময় লাগে।

▪ডানহাতি মানুষ বেশিরভাগ খাবার মুখের ডান পাশে চিবিয়ে থাকে। বাঁহাতি মানুষ বেশিরভাগ সময় খাবার মুখের বাম পাশ দিয়ে চিবিয়ে থাকে।

▪বিশ্বের মাত্র ৭ ℅ মানুষ বাঁহাতি।

▪মানুষের দৈহিক বৃদ্ধির একটি নির্দিষ্ট বয়স সীমা আছে।এ ধরনের কোনো বয়স সীমা যদি না থাকতো আর জীবনের শেষ পর্যন্ত যদি মানুষ বৃদ্ধি পেত,তবে একজন মানুষের চুলের দৈর্ঘ্য হতো ৭২৫ কিলোমিটার রাস্তার সমান।

▪মানবদেহে প্রায় ২ কেজি ওজনের সমপরিমাণ ব্যাকটেরিয়া থাকে।

▪মানুষের শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম জমা থাকে তার ৯৯℅ থাকে মানুষের দাঁতে।

▪চুমু খাওয়ার সময় একজন মানুষ,আরেকজনের শরীরে ২৭৮ ধরনের ব্যাকটেরিয়া স্থানান্তর করে। সৌভাগ্যবশত এর ৯৫℅ ব্যাকটেরিয়ার কোনো ক্ষতিকর প্রভাব নেই।

▪অদ্ভুত শোনালেও সত্য,দেয়ালের সাথে মাথা ঠোকার মাধ্যমে আপনি ঘন্টায় ১৫০ ক্যালোরি পর্যন্ত কমাতে পারবেন শরীর থেকে।

▪পায়ের নখের চেয়ে হাতের নখ প্রায় চারগুণ দ্রুত বাড়ে।

▪একজন মানুষ তার গোটা জীবনকালে গড়ে প্রায় দুই সপ্তাহের সমপরিমাণ সময় চুমুর পিছনে ব্যয় করে।

▪মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী জিহ্বা।

▪একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন ২২০ থেকে ২৬০ গ্রাম।

▪জন্মের সময় একজন মানুষের দেহে ১৪ বিলিয়ন কোষ থাকে।এই সংখ্যা কখনো বাড়ে না। ২৫ বছর বয়সের পর থেকে প্রতিদিন ১ লক্ষ করে কোষ কমতে থাকে।একটি বইয়ের একপাতা পড়তে যে সময় লাগে সেসময়ের মধ্যেই হয়ে যায় ৭০ টি কোষ। ৫০বছরের পর থেকে মানুষের মস্তিষ্ক ছোট হয়ে যেতে থাকে।

▪জন্মের সময় একটি শিশুর দেহে প্রায় ৩০০ টির কাছাকাছি হাড় থাকে।প্রাপ্তবয়স্ক হতে হতে সে সংখ্যা নেমে দাঁড়ায় ২০৬ -এ।

▪মানুষের ডান ফুসফুস,বাম ফুসফুস এর চেয়ে বেশি বাতাস গ্রহণ করতে পারে।

▪মানুষের মুখেই কেবলমাত্র ৪০ হাজার ব্যাকটেরিয়া থাকে।

▪বসন্ত ঋতুতে শিশুদের বৃদ্ধি বেশি হয়।

▪হাসার সময় একজন মানুষ ১৭ টি পেশীর ব্যবহার করে। ভ্রুঁ কুঁচকানোর সময় ব্যবহার করে ৪৩ টি পেশী।

গড়ে একজন মানুষ ২৪ ঘন্টায় ৪৮০০ শব্দের ব্যবহার করে।

▪জন্মের সময় মানুষের চোখের আকার যেরকম থাকে সারা জীবন সে রকমই থাকে। কিন্তু নাক ও কানের আকার বয়সের সাথে সাথে বৃদ্ধি পায়।

▪জার্মান গবেষকদের দেওয়া তথ্যমতে,সপ্তাহের অন্য যেকোন বারের তুলনায় সোমবারে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে।

▪চোখ খুলে হাচি দেয়া অসম্ভব।
 

Users who are viewing this thread

Back
Top