What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

এক্সটারনাল হার্ড ড্রাইভ বা পোর্টেবল হার্ড ড্রাইভ কি? (1 Viewer)

Feedback2009

New Member
Joined
Nov 19, 2019
Threads
30
Messages
30
Credits
632
নিশ্চয় এটি সাধারণ হার্ড ড্রাইভের মতোই একটি হার্ড ড্রাইভ। যেহেতু এটি পোর্টেবল এবং সাধারণত কম্পিউটারের বাইরে অবস্থিত হয়ে থাকে, তাই একে এক্সটার্নাল হার্ড ড্রাইভ বলা হয়ে থাকে। সাধারণ হার্ড ড্রাইভের মতো এরও দুই টাইপ রয়েছে, এইচডিডি এবং এসএসডি (সলিড স্টেট ড্রাইভ)। এখনকার মডার্ন পোর্টেবল ড্রাইভ গুলোতে আলাদা পাওয়ার সাপ্লাই করার প্রয়োজন নেই, ডাটা কেবল থেকেই পাওয়ার নিয়ে কাজ করতে পারে। কিন্তু কিছু ড্রাইভ রয়েছে যেগুলোতে আলাদা পাওয়ার ইনপুট করতে হয়, সাধারণত এদের ল্যাপটপের মতো এসি ওয়াল কানেকশন থাকে।
যদি আরেকভাবে ভাবা হয়, তাহলে পোর্টেবল হার্ড ড্রাইভ গুলো একেবারেই ফিক্সড হার্ড ড্রাইভের মতোই, জাস্ট এটিকে বাহিরে লাগিয়ে কাজ করা যায়, কাজ শেষে খুলে নেওয়া যায়, এর নিজের প্রোটেকশন কেসিং থাকে, এবং আপনি চাইলে হার্ড ড্রাইভ এনক্লোসার ব্যবহার করে, পোর্টেবল হার্ড ড্রাইভকে ইন্টারনাল হার্ড ড্রাইভ হিসেবে ব্যবহার করতে পারেন। যদি কথা বলি এক্সটারনাল ড্রাইভের কানেকশন টাইপ নিয়ে, সেক্ষেত্রে অনেক টাইপের ড্রাইভ রয়েছে। বেশিরভাগ ড্রাইভ ইউএসবি এর উপর কাজ করে, হতে পারে ইউএসবি ২.০ বা ৩.০। আজকের অনেক মডার্ন ড্রাইভে ইউএসবি টাইপ-সি কানেক্টর দেখতে পাওয়া যাচ্ছে, সাথে ফায়ারঅয়্যার, eSATA, অথবা ওয়্যারলেস কানেক্টরও দেখতে পাওয়া যায়।
এক্সটার্নাল ড্রাইভকে পোর্টেবল ড্রাইভও বলা হয়ে থাকে। আপনি নিশ্চয় ফ্ল্যাশ ড্রাইভ (পেন ড্রাইভ) ব্যবহার করেন—এটি সবচাইতে ছোট সাইজের পোর্টেবল ড্রাইভ।
 

Users who are viewing this thread

Back
Top