What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other হুমায়ূন ফরীদির সেরা দশ (1 Viewer)

Starling

Board Senior Member
Elite Leader
Joined
Mar 7, 2018
Threads
775
Messages
12,015
Credits
220,609
Recipe wine
Kaaba
Profile Music
Birthday Cake
cr1hEaI.jpg


বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হুমায়ূন ফরীদি। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি আমরা হারিয়েছি প্রিয় এ অভিনয়শিল্পীকে। অথচ তিনি আছেন আমাদের হৃদয়ে।

মঞ্চ দিয়ে অভিনয় জগতে পা রাখলেও অভিনয়ের সবস্তরেই বিচরণ করেছেন এই গুণী অভিনেতা। আজ ফাল্গুনের প্রথম দিন। চারদিকে রঙ বেরঙের ছড়াছড়ি। অথচ এইসব রঙের মাঝে নেই একজন হুমায়ূন ফরীদি। মৃত্যুদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, সেইখান থেকে বাছাইকৃত সেরা দশ সিনেমা নিয়ে এই আয়োজন—

১.দহন (১৯৮৫ ) : শেখ নিয়ামত আলীর চলচ্চিত্র দহন। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেও হুমায়ূন ফরীদির মূলধারার চলচ্চিত্রে এই সিনেমায় দিয়েই অভিষেক হয়।একজন বেকার যুবক,যার উপর পরিবারের দায়িত্ব এসে পড়ে, প্রেমে পড়েন এক ধনীর আদুরে কন্যার। নিজের বেকারত্ব, সংসার, ভালোবাসা নিয়ে মানসিক টানাপোড়নে পড়া এই চরিত্রে হুমায়ূন ফরীদির অনবদ্য অভিনয় এখনো দর্শকদের মনে গেঁথে আছে। প্রথম ছবিতেই অর্জন করেন বাচসাস পুরস্কার, ছবিটিও বিভিন্ন শাখায় জাতীয় পুরস্কার অর্জন করে। দর্শক-সমালোচক সবার কাছেই এই সিনেমা সমান প্রিয়। দহনে ফরীদির সহশিল্পী ছিলেন ববিতা, আসাদুজ্জামান নূর, আবুল খায়ের।

২. একাত্তরের যীশু (১৯৯৩) : সাহিত্যিক শাহরিয়ার কবিরের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নাসিরউদ্দিন ইউসুফের চলচ্চিত্র 'একাত্তরের যীশু'। এক খ্রিস্টান মিশনারিজের ফাদারের সহচর ছিলেন ডেসমন্ড। প্রধান চরিত্র পীযূষ বন্দোপাধ্যায়ের পাশাপাশি ডেসমন্ড চরিত্রে হুমায়ূন ফরীদির অনবদ্য অভিনয় ছিল সিনেমাটির অন্যতম প্রাণ০। এই সিনেমায় জাতীয় পুরস্কার না পাওয়াই অনেক সিনেমাবোদ্ধাই হতাশা ব্যক্ত করেন।

৩. মাতৃত্ব (২০০৪) : একজন গ্রাম্য চোর, অনেকদিন পর স্ত্রী মা হবেন। অন্তসত্ত্বা স্ত্রীর জমানো টাকার উপর নজর পড়ে চোর স্বামীর। আর এই চরিত্রেই হুমায়ূন ফরীদি অভিনয় করেন জাহিদ হোসেনের 'মাতৃত্ব' ছবিতে। অনবদ্য অভিনয়ে পুরো ছবিতে হুমায়ূন ফরীদিই হয়ে উঠেন প্রধান আকর্ষণ।এই গুনী অভিনেতার একমাত্র জাতীয় পুরস্কার অর্জন এই সিনেমা দিয়েই। এই সিনেমায় উনার স্ত্রীর ভূমিকায় ছিলেন মৌসুমী।

৪. বিশ্বপ্রেমিক (১৯৯৫) : বাংলাদেশের প্রথম সাইকো থ্রিলার ছবি 'বিশ্বপ্রেমিক'। পরিচালক শহীদুল ইসলাম খোকনের অন্যতম সেরা এই ছবিতে নাম ভূমিকায় সাইকো চরিত্রে অভিনয় করেন হুমায়ূন ফরীদি। বছরের অন্যতম এই ব্যবসাসফল এই ছবি দিয়েই বাণিজ্যিক জগতে হুমায়ূন ফরীদি অনন্য হয়ে উঠেন। এই সিনেমায় হুমায়ূন ফরীদির সহশিল্পী ছিলেন রুবেল, মৌসুমী ও সোহেল রানা।

0Miaymb.jpg


৫. পালাবি কোথায় (১৯৯৭) : অভিনেতা হুমায়ূন ফরীদির প্রযোজক হয়ে আসেন এই সিনেমা দিয়ে। এক নারীলোভী ম্যানেজারের ভূমিকায় তিনি দর্শকদের বিমোহিত করেন। সিনেমাটির প্রধান চরিত্র তিনিই ছিলেন। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই ছবিটি ব্যবসাসফল না হলেও পরবর্তীতে টিভিতে প্রচারের পর সিনেমাটি বেশ জনপ্রিয়তা লাভ করে, যা আজো এই জনপ্রিয়তা ধরে রেখেছে। একটি তামিল সিনেমা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় হুমায়ূন ফরীদির বিপরীতে ছিলেন শাবানা, সুবর্ণা মুস্তফা ও চম্পা।

৬. ঘাতক (১৯৯৪) : মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে শহীদুল ইসলাম খোকনের সিনেমা 'ঘাতক'। সিনেমার মূলশিল্পী শাবানা, আলমগীর, রুবেল ও লিমা। কিন্তু এদের কে ছাপিয়ে অন্যতম আকর্ষণ হয়ে উঠেন হুমায়ূন ফরীদি। রাজাকার গোলাম আজমের অনুপ্রাণিত এই চরিত্রে অনবদ্য অভিনয় সিনেমাটিকে বেশ জনপ্রিয় করে তোলে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে খল হিসেবে এই চরিত্রটি অনেক জনপ্রিয়। এই চরিত্রের জন্য ছবিটিকে প্রথমে সেন্সরবোর্ড আটকে দিলেও,পরবর্তীতে কিছু বাধা বিপত্তি পেরিয়ে মুক্তি দেয়া হয়।

৭. ভণ্ড (১৯৯৮) : শহীদুল ইসলাম খোকনের সবচেয়ে জনপ্রিয় সিনেমা 'ভণ্ড'। আর এই সিনেমায় এক মুরগি চোরের চরিত্রে হুমায়ূন ফরীদির অভিনয় দর্শকদের মনে এখনো গেঁথে আছে। এই সিনেমায় হুমায়ূন ফরীদি ভিলেন রূপ ছেড়ে আসেন কমেডি চরিত্রে। এতেও পান দারুন জনপ্রিয়তা। বছরের অন্যতম এই ব্যবসাসফল ছবিটিতে হুমায়ূন ফরীদির সহশিল্পী ছিলেন এটিএম শামসুজ্জামান, রুবেল ও তামান্না।

৮. লম্পট (১৯৯৬) : পরিচালক শহীদুল ইসলাম খোকনের সাথে হুমায়ূন ফরীদির রসায়ন বাংলা চলচ্চিত্রে অনন্য, পাশাপাশি নায়ক রুবেলের সাথে জুটিও ছিল বেশ জনপ্রিয়। তারই অন্যতম প্রমান 'লম্পট'। জনপ্রিয় এই সিনেমাতে নাম ভূমিকায় ছিলেন হুমায়ূন ফরীদি। খল চরিত প্রধান করে পুরো ছবির কাহিনী উনাকে দিয়েই জনপ্রিয়তা পেয়েছিল।

g7ORxm5.jpg


৯. মায়ের অধিকার (১৯৯৬) : 'পিঁপড়া খাইল বড় লোকের ধন' এই জনপ্রিয় সংলাপটি মায়ের অধিকার সিনেমার। শহীদুল ইসলাম খোকন ছাড়া বাণিজ্যিক চলচ্চিত্রে যার সাথে হুমায়ূন ফরীদির রসায়ন মিলত, তিনি এই সিনেমার পরিচালক শিবলী সাদিক। ব্যবসাসফল এই ছবিটির মূলশিল্পী সালমান শাহ, ববিতা, শাবনাজ ও আলমগীরের পাশাপাশি মামা চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ সাড়া জাগিয়েছিলেন হুমায়ূন ফরীদি। বাণিজ্যিক চলচ্চিত্রে খল চরিত্রের বাইরে পার্শ্ব হিসেবে এটি উনার অন্যতম সেরা চরিত্র।

১০. শ্যামল ছায়া (২০০৪) : একজন নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা, আরেকজন নন্দিত অভিনেতা। দুইজনেই মিতা, দুইজনই বন্ধু। আর এই দুইজনের প্রথম চলচ্চিত্রে মেলবন্ধন ঘটেছিল 'শ্যামল ছায়া' সিনেমায়। পরিচালক হুমায়ূন আহমেদের সিনেমায় একজন গায়েন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেন হুমায়ূন ফরীদি। চরিত্রটি অত বড় না হলেও, গল্প অনুযায়ী বেশ গুরুত্ববহ ছিল। আর সেই মুক্তিযোদ্ধা চরিত্রে ফরীদি সাহেব অনবদ্য অভিনয় সিনেমটিকে করেছে প্রাণবন্ত। বাস্তব জীবনে মুক্তিযোদ্ধা হওয়ায় চরিত্রটির সাথে তিনি আরো গভীরভাবে মিশে গিয়েছেন। এই সিনেমায় হুমায়ূন ফরীদির সহশিল্পী ছিলেন রিয়াজ, শাওন ও তানিয়া আহমেদ।
 

Users who are viewing this thread

Back
Top