What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other সালমান শাহ যে কারণে ঢালিউডের স্টাইল আইকন (1 Viewer)

Starling

Board Senior Member
Elite Leader
Joined
Mar 7, 2018
Threads
775
Messages
12,015
Credits
220,609
Recipe wine
Kaaba
Profile Music
Birthday Cake
vCGJ8RO.jpg


একজন সফল অভিনেতা যেমন একটি দেশের রিপ্রেজেন্টেটিভ তেমনি অভিনয়ের পাশাপাশি তিনি তার পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব এমনকি স্টাইলের দিক থেকে তরুণ সমাজের আইডল হতে পারেন। সেলিব্রেটিদের লাইফস্টাইল অনুসরণ করে নিজেকে একটু ট্রেন্ডি করার, স্মার্টলি প্রেজেন্ট করার প্রচেষ্টা তরুণ সমাজের অনেক পুরানো অভ্যাস। এমনকি তাদের পোশাকআশাকও সাধারণ মানুষের জন্য আদর্শ। আবার শুধুমাত্র পোশাক অনুষঙ্গকেই ফ্যাশনের ছোঁয়া থাকেনা সেটা অভিনেতার অঙ্গ প্রত্যঙ্গেও প্রতিফলিত হয়। আর এই অনুষঙ্গগুলো হল একজন অভিনেতার পারসোনালিটির একেকটা সেগমেন্ট যা তার প্রফেশনালিজমের প্রতিটি ক্ষেত্রে স্বকীয়তা প্রকাশ করে। এভাবে অনেক অভিনেতাই তাদের আনরাইভলড পারসোনালিটির জন্য স্মরণীয় হয়ে আছেন, জনমনে গভীর ছাপ ফেলে একধরনের নস্টালজিয়া তৈরি করে গেছেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ সেই অভিনেতাদেরই একজন।

yToqefM.jpg


হলিউড বা বলিউডের বিপরীতে আমাদের স্টাইল আইকনের প্রশ্নে 90 দশকে ডানা মেলা সেই Toyota Sera গাড়ি নিয়ে শো অফ করা বা বাড়ির আঙ্গিনায় Net Cradle এ দোল খেতে থাকা সেই নায়কের নাম সবার আগে আসবে যিনি তার নিত্যনতুন স্টাইল ও ফ্যাশনসেন্সের জন্য তরুণ সমাজের ক্রেজে পরিনত হয়েছিলেন। তিনি আর কেউ নন, ঢালিউডের সাফল্যের বরপুত্র সালমান শাহ। তার সময়ে তিনিই ছিলেন তরুণ প্রজন্মের ক্রাশ। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে বাংলা সিনেমার নায়কদের মধ্যে সালমান শাহ ছাড়া অন্য কারো ফ্যাশন-স্টাইল তরুন প্রজন্ম তার আগে বা পড়ে এতোটা অনুসরণ করেনি। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সালমান শাহ সম্পর্কে বলেছিলেন "সিনেমার হিরোদের নানা স্টেরিওটাইপের ভিড়ে সে ছিল অনেক স্বাভাবিক একজন অভিনেতা। তার সময়ের তুলনায় এগিয়ে থাকা এমনকি এখনকার সময়ের তুলনায়ও। শিক্ষাদীক্ষা বা জীবনযাপনের ছাপ মানুষের চলন-বলন এমনকি তাকানোতেও ফুটে ওঠে। মেইনস্ট্রিমের স্টার কারখানার মধ্যেও এই কারনে সে আলাদা আলো ছড়াতো। " ফারুকীর কথার সাথে টিউনআপ করে বলা যায় এই আলাদা আলো ছড়ানোর কারনেই এত নায়কের ভীড়ে তাকে মার্ক করা গেছে সহজেই। সর্বমহলে তার গ্রহণযোগ্যতার অন্যতম কারণ হল বাস্তবসম্মত অভিনয়ের পাশাপাশি স্বকীয় স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে আলাদা ফ্যাসিনেশন তৈরি করা।

Fnn39HA.jpg


সালমানের ফ্যাশন!? সেটা আবার কি! সহজ কথায় সিনেমায় এবং বাস্তবে সালমান অভ্যাসগতভাবে যেসব শৈলীতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন সেটাই ছিল তার ফ্যাশন। সাধারণত বহুরৈখিক ডিজাইনারদের ফ্যাশন ফোরকাস্টিংয়ে চক্রাকারে পরিবর্তনের রং রাঙিয়ে নিয়ে আসে নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডটাই হল ফ্যাশন। আর স্টাইল হল যেটা আপনি করেন বা আমি করি। সালমানের স্টাইল মারাত্মক! মানে হল স্টাইলে সালমানের নিজস্ব ধরন বা ভঙ্গি। ফ্যাশনে নিজস্ব কিছু না থাকলেও স্টাইলে থাকে। আবার কোন স্টাইল কয়েক প্রজন্ম ধরে চলে। আর ফ্যাশন হল সাম্প্রতিক গৃহীত কোন জনপ্রিয় স্টাইল যার অবস্থান খুব বেশি দীর্ঘ হয়না। এক্ষেত্রে সালমান যেটা করেছিলেন, নিজে অনেক স্টাইল ইনভেন্ট করেছেন পাশাপাশি তার সময়ের ট্রেন্ডকে অনুসরণ করে অনেক স্টাইলকে পপুলার করেছেন। দেশীয় আবহের সঙ্গে পশ্চিমা কালচারের মিল রেখে নিত্যনতুন ধারণা যোগ করেছিলেন তার ফ্যাশনে এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে আপ-টু-ডেট রেখেছেন।

kzbiGiU.jpg


যেকোন ছবিতেই পরিচালক কস্টিউম সিলেকশনের ব্যাপারটা সালমানের উপরে ছেড়ে দিতেন। ফরমাল পোশাক পরবেন নাকি ক্যাজুয়াল লুক নিবেন সেই সিদ্ধান্ত সালমানই নিতেন। যেকোন প্রয়োজনে আউটডোরে গেলে কিংবা শ্যুটিংয়ের জন্য দেশের বাইরে গেলে ফিরে আসার সময় তার সাথে থাকতো নানা ধরনের পোশাকআশাক ভর্তি ৬-৭ টা লাগেজ। অধিকাংশ সময়ে দেশের বাইরেই শপিং করতেন। ক্যারিয়ারের শুরু থেকেই তার ড্রেস-আপ, বডি ল্যাংগুয়েজ, এক্সপ্রেশন, লুক, চরিত্রের সাথে মানানসই গ্লামার এবং স্টাইলে ছিল আধুনিকতার ছোঁয়া। সালমান যেসব স্টাইল করেছেন, যেসব ফ্যাশন অনুষঙ্গ ব্যবহার করেছেন এবং তিন বছরের ক্যারিয়ারে তার ফ্যাশন ট্রানজিশনের কিছু দিক তুলে ধরা হল:–

lemVWRo.jpg


★★ সালমানের সংগ্রহে দেশি-বিদেশী শত শত ক্যাপ ও হ্যাট ছিল। তার অভিনীত সিনেমায় তিনি যেসব ক্যাপ ও হ্যাট ব্যবহার করেছেন :

1. Baseball Cap: সালমান New Era কোম্পানি সহ বিভিন্ন কোম্পানির Adjustable Backstrap Cap পরতেন। স্টাইলে ভ্যারিয়েশন আনতে এসব ক্যাপের Back Opening এ Ponytail বের করে রাখতেন।

lbqUHM9.jpg


2. Traditional Nepali Cap : কিছুটা ট্রাপিজিয়ামের মত দেখতে নেপালের এক ঐতিহ্যবাহী ক্যাপ আছে। সালমান অনেক সিনেমায় লং পাঞ্জাবীর সাথে এই ধরনের টুপি পরেছেন।

3. Army/Military Peaked Cap: "স্বপ্নের পৃথিবী " ছবিতে সালমানকে Army Coat এর সাথে এই ধরনের Peaked Cap ব্যবহার করতে দেখা গেছে। ডিফেন্সের লোকেরা এই ধরনের ইউনিফর্ম পরলেও ফ্যাশন অনুষঙ্গ হিসেবে এটা সালমান ব্যবহার করেছেন।

4. Dhakai Topi: অনেক সিমেমায় ঢাকাই গোল টুপি গুলো কোট বা পাঞ্জাবির সাথে পরতে দেখা গেছে সালমানকে। এই টুপি ফ্যাশন অনুষঙ্গ হিসেবে অন্য কেউ ব্যবহার করেনি।

ss8mwAk.jpg


5. Hat: সিনেমায় সালমানকে বিভিন্ন কালারের The Cowboy, Homburg এবং Bowler ক্যাটাগরির Hat পরতে দেখা গেছে।

rhmqVtO.jpg


★★ A selfie a day…. keeps sadness away! আজকাল সেলফি না তুললে অনেকের রাতে ঘুম আসেনা অথচ ২৩ বছর আগে অনেকে সেলফি শব্দটার সাথেই পরিচিত ছিলনা। "অন্তরে অন্তরে " সিনেমায় সালমান গাছের সাথে ক্যামেরার বেল্ট বেধে Self timer অন করে নিজের ছবি নিজেই তুলেছিলেন। সেলফি যেহেতু Self-Portrait Photograph তাই সেটা সালমানের সেলফি ছিল। সালমানের মধ্য ক্রিয়েটিভিটি ছিল মানতে হবে।
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top