What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios বাংলা চলচ্চিত্রের গানে তার নামই আসে আগে (1 Viewer)

Nagar Baul

Board Senior Member
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
1,152
Messages
13,339
Credits
547,766
Pen edit
Sailboat
Profile Music
GgK2rFU.jpg


আজ এমন একজন মানুষের জন্মদিন যিনি আমাদের বাংলাদেশের সংগীত জগতের বিশাল একটি জায়গা করে নিয়েছে। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের গানের ভান্ডারকে এতোটাই সমৃদ্ধ করেছেন যে চলচ্চিত্রের গানের কথা মনে করলে সবার আগে তাঁর নাম মনে আসে। কতশত জনপ্রিয় গান যে তিনি উপহার দিয়েছেন তা হিসেব করে বলাটা অত্যন্ত কঠিন একটা কাজ। যাকে বলা হয় প্লেব্যাক সম্রাট যার নাম অ্যান্ড্রু কিশোর। অ্যান্ড্রু কিশোরের আজ জন্মদিন যাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সম্পর্কে কিছু তথ্য নিচে তুলে ধরলাম।

অ্যান্ড্রু কিশোর বাংলা চলচ্চিত্রের গানের অতি জনপ্রিয় ও পরিচিত একটি নাম ।বাংলা চলচ্চিত্রের গানের বড় একটি অংশ দখল করে আছেন এই অসাধারন শিল্পী । সেই শৈশব, কৈশোরে রেডিও চালু করলেই অ্যান্ড্রু কিশোর গান শুনে মনটা ভরে যেতো। এত এত জনপ্রিয় গান এই শিল্পী গেয়েছেন যার সম্পূর্ণ তালিকা তৈরি করতে সারারাত কেটে যাবে তবুও তালিকা সম্পূর্ণ করা যাবে না ।

১৯৫৫ সালের ৪ঠা নভেম্বর জন্মগ্রহন করেন । ১৯৭৮ সালে শিবলি সাদিকের 'মেইলট্রেন' ছবিতে প্রথম প্লেব্যাক করেন আলম খানের সুরে কিন্তু ১৯৭৯ সালে বাংলাদেশের 'মাস্টার মেকার' নামে খ্যাত এ জে মিন্টু'র 'প্রতিজ্ঞা' ছবির মাধ্যমে আলম খানের 'এক চোর যায় চলে' গানটি দিয়ে সবার নজর কাড়েন । ছবি মুক্তি পাওয়ার পর একেবারে অপরিচিত অ্যান্ড্রু কিশোর কণ্ঠের ' এক চোর যায় চলে / এ মন চুরি করে ' গানটি হয়ে যায় সুপারহিট । অথচ সেই ছবিতে সুবীর নন্দী'র কণ্ঠে একক ' আমি শুইনাছি শুইনাছি টাকার পাখা গজাইছে' ও খুরসিদ আলমের কণ্ঠে একক ' বান্দা তুলেছে দুহাত / কবুল করো মোনাজাত' গান দুটিও ছিল । তাদেরকে ছাপিয়ে নতুন এন্ড্রো কিশোরের গাওয়া 'এক চোর যায় চলে' গানটি দর্শকদের মুখে মুখে ফিরে । সেই শুরু এরপর গুরু আলম খানের হাত ধরে অ্যান্ড্রু কিশোর হয়েছেন চলচ্চিত্রের গানের অপরিহার্য শিল্পী । আলম খানের গান মানেই অ্যান্ড্রু কিশোর গান এমন একটি প্রবাদ চলচ্চিত্রে চালু হয়ে গিয়েছিল । আর হবেই না কেন? 'প্রতিজ্ঞা' ছবির পর আলম খানের সব সুপারহিট কালজয়ী গানগুলো যে অ্যান্ড্রু কিশোর গাওয়া । আলম খানের সুরে অ্যান্ড্রু কিশোর একে একে উপহার দিতে থাকেন ''বড় ভালো লোক ছিল' ছবির হায়রে মানুষ রঙিন ফানুস, তোরা দেখ ,দেখরে চাহিয়া,' আমি চক্ষু দিয়া দেখতে ছিলাম , 'নাগপূর্ণিমা' ছবির তুমি যেখানে আমি সেখানে, 'প্রানসজনী' ছবির ডাক দিয়াছেন দয়াল আমারে, কত রঙ্গ জানোরে মানুষ, কি যাদু করিলা পিরিতি শিখাইলা, 'জনি' ছবির ' জনি আমার নাম , দুনিয়াটা মস্ত বড় , চোর আমি ডাকু আমি বলনারে সহ অসংখ্য জনপ্রিয় গান । অ্যান্ড্রু কিশোর গান মানেই দারুন কোন গান । চলচ্চিত্রের তখন এতো ব্যস্ততা যে অ্যান্ড্রু কিশোর কোন অডিও অ্যালবাম, টেলিভিশনের পর্দায় কোথাও দেখা যেতো না । অ্যান্ড্রু কিশোরের গান শুধুই চলচ্চিত্রের গান আর তা শুনতে হলে রেডিও শুনতে হবে ।

AnQNrED.jpg


১৯৮১ সালের দিকে রাজশাহী থেকে স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন গুরু আলম খানের কাছ থেকে নিশ্চয়তা পেয়ে । এরপর শুরু বাংলা চলচ্চিত্রের গানে অ্যান্ড্রু কিশোরের যুগ। আলম খান যে ছবির সঙ্গীত পরিচালক সেই ছবিতে অ্যান্ড্রু কিশোরের গান থাকবেই এবং সেই গান জনপ্রিয় হবে এমন একটি ধারণা সবার মনে সেই সময় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল ।

গুরু আলম খান ছাড়াও আহমেদ ইমতিয়াজ বুলবুল, আনোয়ার পারভেজ, আলাউদ্দিন আলী , আনোয়ার জাহান নানটু, সত্য সাহা , সুবল দাস ,আবু তাহের , শেখ সাদি খান সহ বাংলা চলচ্চিত্রের সব কিংবদন্তি সুরকার ,সঙ্গীত পরিচালকদের সাথে অ্যান্ড্রু কিশোর কাজ করেছেন । সবার কাছে অ্যান্ড্রু কিশোর ছিল আস্থার প্রতীক এবং সবার সুরেই অ্যান্ড্রু'র গান সুপারহিট হয়েছিল । আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে 'নয়নের আলো' ছবির আমার বুকের মধ্যেখানে, আমার সারাদেহ খেয়ো গো মাটি, এই আছি এই নাই, আমার বাবার মুখে প্রথম যেদিন গানগুলো তো আজকের শ্রোতাদেরও অভিভুত করে। প্রেম , বিরহ, দেশাত্মবোধক, পারিবারিক বন্ধন, কৌতুক কোন ধরনের গান গায় নাই বলতে পারবেন ? চলচ্চিত্রের সব ধরনের গানে অ্যান্ড্রু কিশোর অসাধারন । সেই রাজ্জাক , আলমগীর, সোহেল রানা, জসিম , ফারুক , জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন , মান্না, রুবেল, নাইম, সালমান শাহ, ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান , শাকিব খান কে অ্যান্ড্রু কিশোর গানে ঠোট মেলায়নি বলতে পারবেন? গত প্রায় ৪ দশকের বাংলা চলচ্চিত্রের এমন কোন অভিনেতা নেই যে অ্যান্ড্রু কিশোর গানের সাথে ঠোট মেলায়নি। এমন কি কৌতুক অভিনেতা দিলদার, টেলিসামাদ, অভিনেতা আনোয়ার হোসেন, প্রবীর মিত্ররা পর্যন্ত অ্যান্ড্রু কিশোরের কণ্ঠের গানে পর্দায় অভিনয় করেছেন । সবার কণ্ঠের সাথে এন্দ্রু কিশোরের দারুন মিলে যায় যা এক বিস্ময়কর । চলচ্চিত্রের একক , দ্বৈত সব গানেই অসংখ্য সুপারহিট গান আছে যা অ্যান্ড্রু কিশোর এর গাওয়া। বাংলা চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টিকরা 'বেদের মেয়ে জোছনা' ছবির 'বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে' গানটিও অ্যান্ড্রু''র গাওয়া। চলচ্চিত্রের সঙ্গীতে অসাধারন অবদানের জন্য ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন । অ্যান্ড্রু কিশোর বাংলা চলচ্চিত্রের গানের এক জীবন্ত কিংবদন্তি যিনি চিরকাল তাঁর অসাধারন সব গান দিয়ে শ্রোতাদের মাঝে বেঁচে থাকবেন । বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাস অ্যান্ড্রু কিশোর'কে বাদ দিয়ে কোনদিন লিখা সম্ভব হবে না । আজো বাংলা চলচ্চিত্রের গানে অ্যান্ড্রু কিশোর এর কোন বিকল্প খুঁজে পাওয়া যায়নি হয়তো আগামীতেও পাওয়া যাবে না।

১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত 'বড় ভালো লোক ছিল' চলচ্চিত্রের জন্য সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেন । মজার ব্যাপার হলো একই ছবির জন্য অ্যান্ড্রু কিশোরের গুরু আলম খানও সর্বপ্রথম জাতীয় পুরস্কার অর্জন করেন এবং ১৯৮৭ সালে জহিরুল হকের 'সারেন্ডার' ছবির 'সবাই তো ভালোবাসা চায় ' গানটির জন্য আবারও একইসাথে দুজন জাতীয় পুরস্কার অর্জন করেন । এছাড়াও অ্যান্ড্রু কিশোর ১৯৮৯ সালে 'ক্ষতিপূরণ', ৯১ সালে 'পদ্মা মেঘনা যমুনা', ৯৬ সালে 'কবুল', ২০০০ সালে 'আজ গায়ে হলুদ' চলচ্চিত্রগুলোর জন্য সর্বমোট ৬ বার জাতীয় পুরস্কার গ্রহন করেন ।

vPkXY43.jpg


আলম খানের সুরে অ্যান্ড্রু কিশোর এর উল্লেখ যোগ্য গানগুলো –
আলম খানের সুরে – এক চোর যায় চলে, হায়রে মানুষ রঙিন ফানুস, আমি চক্ষু দিয়ে দেখতে ছিলাম, তোরা দেখ দেখরে চাহিয়া , ডাক দিয়াছেন দয়াল আমারে , কি যাদু করিলা, কত রঙ্গ জানো রে মানুষ , ভালোবেসে গেলাম শুধু , জনি আমার নাম , চোর আমি ডাকু আমি বলনারে, দুনিয়াটা মস্ত বড়, আজ রাত সারারাত জেগে থাকবো , তুমি যেখানে আমি সেখানে, বুকে আছে মন মনে আছে আশা, চলরে চল সাগরে চলোর, তুই তো কাল চলে যাবি, প্রিয়া আমার প্রিয়া, জীবনের গল্প আছে বাকী অল্প সবাই তো ভালোবাসা চায় , রুমাল দিলে ঝগড়া হয়, আমি তোমার মনের মতো কিনা , আমি একদিন তোমায় না দেখিলে, তুমি আজ কথা দিয়েছো , কোথায় স্বর্গ আর কোথায় নরক , আর যাবো না আমেরিকা, আমি পাথরে ফুল ফুটাবো, আমার এ গান তোমারই জন্য , জীবন যেন শুরু হলো আবার, বেলি ফুলের মালা দিয়ে, আমারে তুই প্রেম শিখাইয়া, শিখা আমার শিখা, এখানে দুজনে নির্জনে, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া ,এই মাটি আমার ভাইয়ের রক্ত মাখা, যদি মানুষের মতো মানুষ হতে চাও , সবার জীবনে প্রেম আসে , আমরা দুজন চিরসাথি, ও সাথিরে যেও না , এইদিন সেইদিন কোনদিন, তুমি আমার জীবনের শুরু , আমি আজ কথা দিলাম আই লাভ ইউ, এই তো ছিল আশা …… সহ আরও অসংখ্য অসংখ্য গান ।

অন্যান্য সুরকারদের সাথে – আমার সারাদেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যখানে, আমার বাবার মুখে , এই আছি এই নাই, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, সবারে আমি করলাম পার, দুই নয়নে তোমায় দেখে , পৃথিবীর যত সুখ , আমার মতো ডাক্তার খুইজা পাইবেন না , তোমায় দেখলে মনে হয় , আমার একদিকে পৃথিবী, জাগো জাগো প্রিয়তমা, পড়ে না চোখের পলক ( আহমেদ ইমতিয়াজ বুলবুল)
অন্ধ হয়ে থেকো না কেউ, সত্য কি মিথ্যে কি, ভেঙ্গেছে পিঞ্জর (আলাউদ্দিন আলী)
আমার এ গানখানি যদি ভালো লাগে, খোদা তোমারই দুনিয়ায়, ভবের এই খেলাঘরে, চোখের জলে আমি ভেসে চলেছি, তুমি ডুব দিও না জলে কন্যা, তুমি আমার মনের মাঝি, প্রেমের সমাধি ভেঙ্গে, হারানো প্রেমের স্মৃতি ( আনোয়ার জাহান নানটু) ,
এক গৃহস্থের ঘরে , বাবারে বাবা কই করলাম বিয়া , জয় আবাহনী জয় মোহামেডান , এসো এসো কাছে এসো ( আনোয়ার পারভেজ) , তুমি চেনো কি আমারে (সত্য সাহা) , জয় হবে হবেই আমার (রাজা হোসেন খান), কাঠ পুড়লে কয়লা হয় ( খন্দকার নুরুল আলম ) , আজো বয়ে চলে পদ্মা মেঘনা (আর ডি বর্মণ) ……এমন আরও অসংখ্য জনপ্রিয় গানের সাথে জড়িয়ে আছে অ্যান্ড্রু কিশোরের নাম । বাংলা গানের প্রিয় এই কণ্ঠকে সকল ভক্তদের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভ কামনা ,শুভ জন্মদিন কিশোর'দা ।

অ্যান্ড্রু কিশোরের গানগুলো থেকে কিছু গানের লিংক –

এক চোর যায় চলে – Box
হায়রে মানুষ (ভিডিও)-
To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.
তোরা দেখ দেখ রে চাহিয়া (ভিডিও)- Tora Dekh Dekhre Chahiya | ft Razzak | by Andrew Kishore | Boro Valo Lok Chilo
তুমি যেখানে আমি সেখানে- Box
আমার বুকের মধ্যেখানে – Box
আমার সারাদেহ (ভিডিও )- Amar Sara Deho | আমার সারা দেহ | Zafor Iqbal & Others | Andrew Kishore | Noyoner Alo
বুকে আছে মন – Box
চোর আমি ডাকু আমি – Box
প্রিয়া আমার প্রিয়া – Box
তুই তো কাল চলে যাবি – Box
ভবের এই খেলাঘরে- Box
সবাই তো ভালোবাসা চায় – Box
চোখের জলে আমি – Box
অন্ধ হয়ে থেকো না কেউ – Box
তুমি আমার জীবন – Box
জীবনটা যেন এক রঙের মেলা- Box
তুমি আমার জীবন – Box
এই সকালটা যে তোমার – Box
আর যাবো না আমেরিকা – Box
আমারে তুই প্রেম শিখাইয়া – Box
নকল মানুষ সেজেরে তুই – Box
আমার একদিকে পৃথিবী – Box
টুটুল বাবার ছেলে – Box
সে তো আসবেই – Box
এই মাটি আমার – Box
তুমি চেনো কি আমারে – Box
সুন্দর সন্ধায় – Box
আমরা বাপবেট ৪২০- Box
এই মন আজ তোমাকে – Box
জীবন যেন শুরু হলো আবার – Box
পিতামাতার পায়ের নিচে- Box
নো চিন্তা ডু ফুর্তি – Box
টেলিফোনে কিছু কথা হলো – Box
আর নয় অস্রের ঝনঝন – Box
তুমি থাকলে কাছে – Box
যদি মানুষের মতো – Box
কোথায় স্বর্গ আর কোথায় নরক- Box
যেন হাজার বছর তুমি – Box
দুনিয়াটা উল্টাপাল্টা চলছে – Box
তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর – Box
আমি পাথরে ফুল ফোটাবো – Box
তুমি আমার জীবন প্রিয়া – https://app.box.com/s/9psj8ii657ikm5gvo1qd
কাছে আসতে আসতে – https://app.box.com/s/43811f064128d19fb0dc
জীবনের আরেক নাম ভালোবাসা – https://app.box.com/s/b6076257c5f681a418d0

মন মানে না মানেনা (ভিডিও)-
To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top