What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected পত্র-০২ - চিঠি (1 Viewer)

MOHAKAAL

Mega Poster
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
2,268
Messages
15,982
Credits
1,454,279
Thermometer
Billiards
Sandwich
Profile Music
French Fries
Jr1yUzV.png


পত্র-০২ - উম্মে হাবিবা

বালক,

আজ অনেকদিন পর তোমাকে লিখতে বসেছি।কেমন আছো তুমি?ভালো থাকারই কথা।হাসছো?জানোই তোহ আমি এমনই স্বার্থপর।আমাকে নিয়ে একগাদা অভিযোগ নিয়ে বেঁচে না থাকার জন্যই তোমাকে একা করে দেওয়া।তবে হ্যাঁ,সব কিছুর জন্য কারন থাকে।তুমি ও না হয় কয়েক শতাব্দী পর আমার এই পত্রখানা পড়ে অঝোরে কাদঁবে!….

না,না অভিশাপ নয়।সময়ের দাম সময় তোহ নিবে তাই না!…
বালক জানো এইবার ও আমার বাড়ির গাছে মুকুল এসেছে!রোজ রাতে আমাকে সেই মুকুলের গন্ধ তোমার কথা মনে করিয়ে দেয়!…
আচ্ছা বালক,তোমার কাছে আমার সেই ওড়নাটা এখনো আছে?তুমি যার গন্ধ শুকঁতে!এখনো কি তোমার কাছে সে টা অনেক দামী!….
বালক,তুমি একদিন বলেছিলে সময় এবং পরিস্থিতির কাছে তুমি পরাজিত।
কিন্তু আজ আমি পরাজিত।আমার সময় আর পরিস্থিতি তোমাকে আড়াল করেছে।
তুমি তোহ জানোই আমি খুব অভিমানী।খুব ছোট কিছু মানতে পারি না আবার বড় মুখ ফুটে বলার আগেই মেনে নি!সেইখানে সময় থাকতে আমাকে গুরুত্ব না দেওয়া আমি মেনে নিতে পারি নি।
আচ্ছা বালক,এখন তুমি কার দোষ খুঁজো? আমাকে নিয়ে তোহ তোমার প্রশ্নের অভাব ছিলো না!এখন কি তবে অন্য কেউ তোমাকে সেই সুযোগ দেয় না?

কি ভাবছো!তুচ্ছ-তাচ্ছিল্য করছি?
না,মনের ভীতরের গভীর ক্ষতটা শুধু টানটান করছে।তোমাকে লিখতে বসলেই হাজার বছরের হাজার কথা জমা হয়ে যায়।সেই সাথে রঙিন স্মৃতিগুলা আর হারিয়ে যাওয়া সময়গুলার কথা।
একবার বলেছিলাম আমি আবেগের ফেনাফুল।তোমার সে কি রাগ!
বালক,কোথায় গেলো তোমার সেই অভিমান!আমাকে নিয়ে খুব ছোট করে বলা কথা তুমি সহ্য করতে না।অথচ দেখো আজকে তোমার কারনেই অনেকে আমাকে ছোট করে কথা বলছে!….
বালক আমি এখন আর কষ্ট পাই না।জানি তুমি ভালো আছো।তবে আমি কেনো গুমরে গুমরে মরবো?..
তোমাকে নিয়ে দেখা সহস্র শতাব্দীর স্বপ্ন আমাকে এখন আর জ্বালায় না।তোমার ছবিগুলা এখন আর আমার চোখ ঝাপসা করে না।আমি ব্যাকুল হয়ে বসে থাকি না তোমার চিঠির অপেক্ষায়।
আমি ভালো আছি।হ্যাঁ,কষ্ট গুলা কাঁদায় আবার হাসায় ও।মেনে না নেওয়া গুলা এখনো মানতে পারি নি।
প্রতিজ্ঞা করেছিলাম তোমার ত্রিভুবনের আশেপাশে থাকবো না।এখনো তাই….

আমি এখন আকাশ দেখি একা অন্য শহরে বসে।
তোমার জন্য মন কাদঁলে ও একাই থাকি।
আমার বলা প্রতিজ্ঞা গুলা আমি ঠিক রাখবোই।
প্রার্থনায় এখন আর তোমাকে চাওয়া হয় না,তোমার ভালো থাকাই প্রার্থনা করা হয়।
জানো একা থাকা কস্টের না,কিন্তু জ্বলন্ত স্মৃতি গুলা নিয়ে বেঁচে থাকা আগুনে জ্বলার মতই সমান।

তবু বলবো তুমি ভালো থাকো।তোমার আকাশ জুড়ে উজ্জ্বল নক্ষত্ররা জ্বলজ্বল করুক।তোমার হাসিতে ফুটে উঠুক হাজার হাসি।
 

Users who are viewing this thread

Back
Top